5th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
5th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
5th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
5th May 2023 - Daily Current Affairs in Bengali
1. "মোকা" (Mocha) ঘূর্ণিঝড়ের নামকরণ করল কোন দেশ?
A) বাংলাদেশ
B) ভারত
C) ইয়েমেন
D) শ্রীলঙ্কা
উত্তরঃ C) ইয়েমেন
2. 2023 সালে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হলেন কে?
A) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
B) ডাস্টিন জনসন
C) লিওনেল মেসি
D) কাইলিয়ন এমবাপ্পে
উত্তরঃ A) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
3. জাতিসংঘ 2023 সালকে আন্তর্জাতিক কোন বর্ষ হিসেবে ঘোষণা করল?
A) আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ
B) আন্তর্জাতিক বাজরা বর্ষ
C) আন্তর্জাতিক আলোক বর্ষ
D) আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ
উত্তরঃ B) আন্তর্জাতিক বাজরা বর্ষ
4. উত্তরাখণ্ডের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী "Mera Jeevan Lakshya Uttarakhandyath" শিরোনামে বইটি লিখলেন?
A) ত্রিবেন্দ্র সিং রাওয়াত
B) গুরমিত সিং
C) হরিশ রাওয়াত
D) তীর্থ সিং রাওয়াত
উত্তরঃ C) হরিশ রাওয়াত
5. কোন দেশ 2023 সালে প্রথম franchise-besed Global Chase League আয়োজন করবে?
A) মিশর
B) অস্ট্রেলিয়া
C) তুরস্ক
D) দুবাই
উত্তরঃ D) দুবাই
6. কোন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি 'Pi Chatbot' চালু করেছে?
A) DeepMind Technologies
B) Inflection AI Inc
C) Open AI
D) Tesla
উত্তরঃ B) Inflection AI Inc
7. কোন মহিলা খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
A) শাবনিম ইসমাইল
B) লিয়া স্থলেকার
C) মেগ ল্যানিং
D) সারাহ টেলর
উত্তরঃ A) শাবনিম ইসমাইল
8. কোন দেশে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করা হলো?
A) ঘানা
B) মালয়েশিয়া
C) ইন্দোনেশিয়া
D) মরিশাস
উত্তরঃ D) মরিশাস
9. ACC Men's Premier Cup কোন দেশ জয় লাভ করলো?
A) পাকিস্তান
B) বাংলাদেশ
C) ভারত
D) নেপাল
উত্তরঃ D) নেপাল
10. Coal Miners Day কবে পালিত হয়?
A) 2 মে
B) 3 মে
C) 4 মে
D) 1 মে
উত্তরঃ C) 4 মে
11. আন্তর্জাতিক দমকলকর্মী দিবস (International Firefighters Day) কবে পালিত হয়?
A) 2 মে
B) 3 মে
C) 4 মে
D) 5 মে
উত্তরঃ C) 4 মে
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.