6th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
6th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
6th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
6th May 2023 - Daily Current Affairs in Bengali
1. কোন রাজ্যে সরকার Toddy Tappers এর জন্য নতুন 'গীতা কার্মিকুলা ভীম' নামে বীমা প্রকল্প চালু করল?
A) তামিলনাড়ু
B) মহারাষ্ট্র
C) রাজস্থান
D) তেলেঙ্গানা
উত্তরঃ D) তেলেঙ্গানা
2. Santiago Pena কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?
A) ঘানা
B) ক্রোয়েশিয়া
C) প্যারাগুয়ে
D) উরুগুয়ে
উত্তরঃ C) প্যারাগুয়ে
3. উত্তর প্রদেশ রাজ্য সরকার কোথায় ভগবান রামের গল্প বর্ণনা করার জন্য ডিজনিল্যান্ডের আদলে একটি থিম পার্ক 'রামাল্যান্ড' তৈরি করার ঘোষণা করল?
A) প্রয়াগরাজ
B) অযোধ্যা
C) মিরাট
D) আগ্রা
উত্তরঃ B) অযোধ্যা
4. হিমাচল প্রদেশ সরকার স্পিতি উপত্যকায় মহিলাদের জন্য কত টাকা মাসিক ভাতা ঘোষণা করল?
A) 500 টাকা
B) 2,500 টাকা
C) 1,800 টাকা
D) 1,500 টাকা
উত্তরঃ D) 1,500 টাকা
5. দিল্লি হাইকোর্ট বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার (BFI) প্রশাসক হিসেবে কে নিযুক্ত হলেন?
A) বিচারপতি পি কৃষ্ণ ভাট
B) বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
C) বিচারপতি প্রবীণ শর্মা
D) বিচারপতি রমেশ ভাট
উত্তরঃ A) বিচারপতি পি কৃষ্ণ ভাট
6. ভারত সরকার শিল্পগত গবেষণা ও বিকাশের সহযোগিতার জন্য কোন দেশের সঙ্গে মউ স্বাক্ষর করল?
A) ইন্দোনেশিয়া
B) ফ্রান্স
C) ইজরায়েল
D) ভিয়েতনাম
উত্তরঃ C) ইজরায়েল
7. Coal India এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) পোলাভারপু মল্লিখার্জুন প্রসাদ
B) ললিত মোহন শর্মা
C) গগনপ্রতাপ সাইকিয়া
D) রামানন্দ আইয়ার
উত্তরঃ A) পোলাভারপু মল্লিখার্জুন প্রসাদ
8. ভারতের ক্ষুদ্র মাঝারি ব্যবসা গুলিকে সহায়তা করতে দুটি নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করল কে?
A) Google
B) Microsoft
C) Amazon
D) Apple
উত্তরঃ B) Microsoft
9. কান ফিল্ম ফেস্টিভ্যাল 2023-এ কোন হলিউড অভিনেতা Honorary Palme d'Or পুরস্কার পাবেন?
A) মার্টিন শিন
B) জ্যাক নিকলসন
C) মাইকেল ডগলাস
D) টম ক্রুজ
উত্তরঃ C) মাইকেল ডগলাস
10. প্রথম কোথায় আসিয়ান ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি এবং বন্ধুত্ব ও আস্থা বৃদ্ধি করার উদ্দেশ্যে ASEAN - India Meritime Exercise 2023 শুরু হল?
A) ইন্দোনেশিয়া
B) সিঙ্গাপুর
C) জাপান
D) মালয়েশিয়া
উত্তরঃ B) সিঙ্গাপুর
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.