7th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
7th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
7th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
7th May 2023 - Daily Current Affairs in Bengali
1. 2021-2022 National Manufacturing Innovation Survey অনুযায়ী ভারতের সবচেয়ে ইনোভেটিভ রাজ্য হল কোনটি?
A) তামিলনাড়ু
B) মহারাষ্ট্র
C) রাজস্থান
D) কর্ণাটক
উত্তরঃ D) কর্ণাটক
2. কোন ভারতীয় বংশোদ্ভূত World Bank এর পরবর্তী সভাপতি পদে নিযুক্ত হলেন?
A) অজয় বঙ্গ
B) সঞ্জয় বানসাল
C) সুমন্ত কাঠাপালিয়া
D) দীনেশ ত্রিবেদী
উত্তরঃ A) অজয় বঙ্গ
3. Wakefit এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
A) রণবীর সিং
B) আয়ুষ্মান খুরানা
C) বিরাট কোহলি
D) অক্ষয় কুমার
উত্তরঃ B) আয়ুষ্মান খুরানা
4. Marylebone Cricket Club (MCC) এর পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন?
A) ম্যাথু হেডেন
B) অ্যাডাম গিলক্রিস্ট
C) মার্ক নিকোলাস
D) মার্ক ওয়া
উত্তরঃ C) মার্ক নিকোলাস
5. কোন রাজ্য সরকার বেকারত্বের হার কমাতে Mukhyamantri Kaushal Unnayan Evam Vaishvik Rojgar Yojana শুরু করল?
A) উত্তরাখণ্ড
B) মহারাষ্ট্র
C) কেরালা
D) হরিয়ানা
উত্তরঃ A) উত্তরাখণ্ড
6. দক্ষিণ এশিয়ার কোন দেশে সবথেকে বেশি মুদ্রাস্ফিতির হার দেখা গেল?
A) আফগানিস্তান
B) পাকিস্তান
C) শ্রীলঙ্কা
D) মালদ্বীপ
উত্তরঃ B) পাকিস্তান
7. কোন রাজ্যের জোগিঘোপায় ভারতের প্রথম আন্তর্জাতিক মাল্টিমোডাল লজিস্টিক পার্ক তৈরি হতে চলেছে?
A) মধ্যপ্রদেশ
B) আসাম
C) উত্তর প্রদেশ
D) পাঞ্জাব
উত্তরঃ B) আসাম
8. কোন দেশ 'Machines can See 2023' Summit লঞ্চ করল?
A) ভারত
B) শ্রীলঙ্কা
C) মায়ানমার
D) সংযুক্ত আরব এমিরেটস
উত্তরঃ D) সংযুক্ত আরব এমিরেটস
9. World Hand Hygiene Day কবে পালিত হয়?
A) 5 মে
B) 4 মে
C) 3 মে
D) 2 মে
উত্তরঃ A) 5 মে
10. বিশ্বব্যাঙ্ক পাঁচটি প্রকল্পের জন্য বাংলাদেশকে কত বিলিয়ন ডলার দেবে?
A) $2.25 বিলিয়ন
B) $2.70 বিলিয়ন
C) $2.94 বিলিয়ন
D) $3.28 বিলিয়ন
উত্তরঃ A) $2.25 বিলিয়ন
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.