SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III GK in Bengali
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III GK in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III GK in Bengali.
SSC MTS Exam Analysis 2023 in Bengali পর্বগুলি দ্বারা আমরা SSC MTS Exam 2023 এর প্রতিটি Shift এ আগত GK প্রশ্নগুলি আলোচনা করব। আজকের পাঠে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III GK in Bengali গুলি দেওয়া হল। প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষামূলক চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা এই প্রশ্ন-উত্তর গুলি একবার দেখে নিন।
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III GK in Bengali
1. ভারতের সর্বাধিক অরণ্য কোন রাজ্যে রয়েছে?
➢ ভারতের মোট ভৌগোলিক এলাকার শতাংশ হিসেবে বনাঞ্চলের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মিজোরাম
2. Hornbill উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
➢ নাগাল্যান্ড
3. অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কে?
➢ কৌটিল্য
4. Pommel Horse কোন খেলার সাথে যুক্ত?
➢ জিমন্যাস্টিক
5. IVF এর Full Form কি?
➢ In vitro fertilization
6. লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
➢ 1916 সালে
7. গজনী সুলতান মাহমুদ কোন মন্দিরে আক্রমণ করেছিল?
➢ সোমনাথ মন্দির
8. ইলোরার কৈলাস মন্দির ধ্বংস করার নির্দেশ কে দিয়েছিল?
➢ ঔরঙ্গজেব
9. কার্য করার জনসংখ্যা বয়সসীমা কত হয়?
➢ 15 থেকে 59
10. নিম্নোক্ত কে সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
➢ ওস্তাদ বিসমিল্লাহ খান
11. মৃণালিনী সারাভাই নিম্নোক্ত কোন নৃত্যের সাথে সম্পর্কিত?
➢ ভারতনাট্যম এবং কথাকলি
12. টেবিল টেনিসের টেবিলের দৈর্ঘ্য কত?
➢ 274 সেন্টিমিটার বা 2.74 মিটার
13. পাতায় নিম্নোক্ত কোনটির জন্য খাদ্য তৈরি হয়?
➢ ক্লোরোফিল
14. জিওরোজিয়া মেলোনি (Georgia Meloni) কোন দেশের প্রধানমন্ত্রী?
➢ ইটালি
15. নেপাল ভারতের কোন দিকে অবস্থিত?
➢ উত্তর-পূর্ব
16. June 2022 এ RBI-এর রিপোর্টের শীর্ষক কি ছিল?
➢ Payments Vision 2025
17. যে প্রতিবিম্ব পর্দায় পড়ে সেটা কেমন প্রকৃতির হয়?
➢ সদ বিম্ব (Real Image)
18. The Zoya Factor কার লেখা বই?
➢ অনুজা চৌহান
19. National Voters Day কবে পালিত হয়?
➢ 25 জানুয়ারি
20. Bhuta Kola Flok Dance কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
➢ কর্ণাটক
21. Article 44 কোনটির সাথে সম্পর্কিত?
➢ ইউনিফর্ম সিভিল কোড
Read More...
◾ SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II
◾ SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I
আরও পড়ুন...
◾ ২০২২ আইসিসি মহিলাদের মাসের সেরা খেলোয়াড়দের তালিকা
◾ ২০২২ আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড়দের তালিকা
Please do not enter any spam link in the comment box.