Daily Current Affairs in Bengali 2023 - 8th September
Daily Current Affairs in Bengali 2023 - 8th September |
বাংলা জিকে ডায়েরি 📘
Daily Current Affairs in Bengali 2023 - 8th September পেজে আপনি পাবেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
Daily Current Affairs in Bengali 2023 - 8th September
1. কোন রাজ্যের রায়গাদা শাল এবং করাপুরের কালাজিরা চাল জিআই ট্যাগ পেল?
উত্তরঃ ওড়িশা
2. ভারতের প্রথম UPI ATM কোন পেমেন্ট পরিষেবা চালু করেছে?
উত্তরঃ Hitachi Payment Services
3. কোন রাজ্য সরকার অক্ষম শিশুদের ক্ষমতায়নের জন্য SABAL যোজনা লঞ্চ করল?
উত্তরঃ হিমাচল প্রদেশ
4. কে Diabetologist of the year 2023 পুরস্কারে ভূষিত হলেন?
উত্তরঃ ড: নবনীত আগরওয়াল
5. নিম্নের কোন দেশ বাংলাদেশের উন্নয়নে ১৯১ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ঘোষণা করল?
উত্তরঃ জার্মানি
6. টানা ১০টি ফর্মুলা ওয়ান রেস জয়ের ম্যাক্স ভাস্টাপেন সাম্প্রতিকর রেকর্ড ভেঙেছেন?
উত্তরঃ সেবাস্তিয়ান ভেটেল
7. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ভারতের কোন রাজ্যে 25 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছে?
উত্তরঃ তামিলনাড়ু
8. India Drone Shakti-2023 কোন শহরে সংগঠিত হবে?
উত্তরঃ গাজিয়াবাদ
9. ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত G20 সম্মেলনে 'অতিথি দেশ' হিসেবে কয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে?
উত্তরঃ 9টি
10. কে সেন্ট্রাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন?
উত্তরঃ শ্যাম সুন্দর গুপ্ত
Daily Current Affairs in Bengali 2023
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Read More...
◾ Daily Current Affairs in Bengali 2023 - September
Please do not enter any spam link in the comment box.