Ads Area

Daily Current Affairs in Bengali 2023 - 7th September

Daily Current Affairs in Bengali 2023 - 7th September

Daily Current Affairs in Bengali 2023 - 7th September
Daily Current Affairs in Bengali 2023 - 7th September

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali 2023 - 7th September পেজে আপনি পাবেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



Daily Current Affairs in Bengali 2023 - 7th September


1. ডঃ অমিত এস তেলাং কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন?


উত্তরঃ গায়ানা



2. কর্নালে প্রতি মঙ্গলবারকে "Car Free Day" হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য?


উত্তরঃ হরিয়ানা



3. Miss International India 2023 শিরোপা জিতলেন কে?


উত্তরঃ প্রবীনা অঞ্জনা



4. Global Finance Central Banker Report Cards 2023 এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস কোন রেটিং পেল?


উত্তরঃ A+



5. দেশের প্রথম সৌর নগরী কোনটি?


উত্তরঃ সাঁচি



6. ভারতে Friendship Ambassador হিসাবে কাকে সম্মানিত করলো?


উত্তরঃ নীরজ চোপড়া



7. কোন দেশে 3000 বছরের পুরনো পুরোহিতের কবর আবিষ্কার করল প্রত্নতাত্ত্বিকরা?


উত্তরঃ পেরু



8. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন ভারতীয় ব্যাঙ্কের সাথে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছে?


উত্তরঃ IndusInd Bank 



9. Dr V G Patel Memorial Award 2023 কে পেলেন?


উত্তরঃ সত্যজিৎ মজুমদার



10. 19তম এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের আনুষ্ঠানিক অফিসিয়াল স্পনসর হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে?


উত্তরঃ Amul




Daily Current Affairs in Bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Read More...

Daily Current Affairs in Bengali 2023 - September


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad