General knowledge in bengali with answers - Part 58 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General knowledge in bengali with answers |
বাংলা জিকে ডায়েরি 📘
General knowledge in bengali with answers এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General knowledge in bengali with answers পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General knowledge in bengali with answers যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই General knowledge in bengali with answers পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General knowledge in bengali with answers
১। কাকে 'জিনতত্ত্বের জনক' বলে?
➥ গ্রেগর জোহান মেন্ডেল
২। ক্লোরোপ্লাস্টিডের ঠিক কোন অংশে ক্লোরোফিল অনুগুলিকে পাওয়া যায়?
➥ কোয়ান্টোজোম দানা
৩। ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন?
➥ ব্লিচিং পাউডারের মতো
৪। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
➥ প্রথম গতিসূত্র থেকে
৫। কার প্রভাবে চলন্ত গাড়ি থেকে নামলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি?
➥ গতিজাড্যের প্রভাবে
৬। লালচে গরম লোহার ওপর দিয়ে বাষ্প চালনা করলে কোন গ্যাস উৎপাদিত হয়?
➥ হাইড্রোজেন
৭। ফটোগ্রাফিতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়?
➥ সিলভার ব্রোমাইড
৮। কোন বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কেন তা আবার নিচে নেমে আসে?
➥ পৃথিবীর অভিকর্ষ বলের জন্য
৯। 'লাইকার অ্যামোনিয়া' কাকে বলে?
➥ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে
১০। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?
➥ অর্ধমাগধী বা, প্রাকৃত
১১। জাফর খাঁ কার সেনাপতি ছিলেন?
➥ আলাউদ্দিন খলজি
১২। 'বুলন্দ দরওয়াজা' ভারতের কোন রাজ্যে আছে?
➥ উত্তর প্রদেশ
১৩। সদর দেওয়ানি আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?
➥ ফোর্ট উইলিয়ামে
১৪। কোন পেশোয়া 'নানাসাহেব' নামে পরিচিত?
➥ দ্বিতীয় বাজীরাও
১৫। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল?
➥ কাঞ্চী
১৬। কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন?
➥ আমিনি কমিশন
১৭। 'বঙ্গীয় প্রজাস্বত্ব আইন' কত সালে চালু হয়?
➥ 1885 সালে
১৮। কোন আন্দোলনের মাধ্যমে জহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন?
➥ হোমরুল আন্দোলন
১৯। ভারতের কোন বিদেশী শাসনকর্তারা 'ক্ষত্রপ' উপাধি ধারণ করেন?
➥ উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা
২০। পশ্চিমবঙ্গে কোন জেলা মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত?
➥ পূর্ব মেদিনীপুর।
২১। কোন শহর 'ভারতের রোম' নামে পরিচিত?
➥ দিল্লি
২২। ভারতের কোন রাজ্যের অধিবাসীরা নিজেদের 'কুভালি পাক' নামে ডাকে?
➥ মনিপুর
২৩। ভারতের সবথেকে ভালো কোক কয়লা কোথায় পাওয়া যায়?
➥ ঝরিয়ায়
২৪। পশ্চিমবঙ্গের কোন স্থান বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
➥ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর
২৫। 'মন্দাকিনী নদী'র উৎসস্থল কোথায়?
➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ
২৬। কোন মাটিতে সবথেকে বেশি নারকেল উৎপন্ন হয়?
➥ উপকূলীয় মৃত্তিকায়
২৭। নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অংশ?
➥ পশ্চিমঘাট
২৮। 'চোলা' শৈলশিরা কোথায় আছে?
➥ তিস্তা নদীর পূর্ব দিকে সিকিম ও ভুটান সীমান্তে
২৯। কলকাতা বন্দর কোন নদীতে অবস্থিত?
➥ হুগলি নদী
আরো পড়ুন...
➜ General knowledge in bengali with answers
Please do not enter any spam link in the comment box.