WBP Constable & SI GK Questions in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 - Set 21

Ads

WBP Constable & SI GK Questions in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 - Set 21

WBP Constable & SI GK Questions in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 - Set 21

WBP Constable & SI GK Questions in Bengali
WBP Constable & SI GK Questions in Bengali

WBP Constable & SI Exam 2025-এ ভালো রেজাল্ট করতে চাইলে General Knowledge (GK) Questions in Bengali অংশে ভালো প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এই পরীক্ষায় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, বর্তমান ঘটনা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই চাকরিপ্রার্থীদের জন্য আমরা এখানে নিয়ে এসেছি WBP Constable ও SI পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK Questions ও উত্তর বাংলায়।

👉 এই প্রশ্নোত্তর সেটটি আপনাকে দ্রুত রিভিশন, মক টেস্ট প্র্যাকটিস এবং পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সহায়তা করবে। WB Police Constable ও Sub Inspector পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ গাইডলাইন।


WBP Constable & SI GK Questions in Bengali


1) বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?


A) আচার্য জগদীশচন্দ্র বসু

B) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

C) ডক্টর বিধানচন্দ্র রায়

D) সত্যেন্দ্রনাথ বসু


Ans: B) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়


2) দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে?


A) সাইন্যাপ্স

B) তরুণাস্থি

C) সাইন্যাপটিক ক্লেফট

D) র‍্যানভিয়ারের পর্ব


Ans: A) সাইন্যান্স


3) সবরমতির আশ্রম নিম্নের কোন ব্যক্তির সাথে জড়িত?


A) ঋষি অরবিন্দ

B) সরদার বল্লভভাই প্যাটেল

C) চক্রবর্তী রাজা গোপালাচারী

D) মহাত্মা গান্ধী


Ans: D) মহাত্মা গান্ধী


4) সংসদের অধিবেশন বন্ধ থাকলে জরুরি পরিস্থিতিতে আইন প্রণয়ন করার ক্ষমতা কার রয়েছে?


A) স্বরাষ্ট্রমন্ত্রীর

B) রাষ্ট্রপতির

C) প্রধানমন্ত্রীর

D) স্পিকারের


Ans: B) রাষ্ট্রপতির


5) হীরা মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়?


A) কেরল

B) ত্রিপুরা

C) মধ্যপ্রদেশ

D) তামিলনাড়ু


Ans: C) মধ্যপ্রদেশ


6) রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি?


A) লোক আদালত

B) জেলা আদালত

C) দায়রা আদালত

D) হাইকোর্ট


Ans: D) হাইকোর্ট


7) নিম্নের কোনটি ভ্রুণের বৈশিষ্ট্য বহন করে?


A) ক্রোমোজোম

B) অনুচক্রিকা

C) হরমোন

D) নিউরন


Ans: A) ক্রোমোজোম


8) মৌমাছি চাষকে কি বলা হয়?


A) হর্টিকালচার

B) ফ্লোরিকালচার

C) সেরিকালচার

D) এপিকালচার


Ans: D) এপিকালচার


9) রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয়?


A) অক্সিজেন

B) ক্লোরোফ্লুরো কার্বন

C) ক্লোরিন

D) কার্বন ডাই অক্সাইড


Ans: B) ক্লোরোফ্লুরো কার্বন


10) লিটমাস এর প্রাকৃতিক রং কি?


A) লাল

B) গোলাপি

C) সবুজ

D) বেগুনি


Ans: D) বেগুনি


11) কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন?


A) মহম্মদ বিন তুঘলক

B) ফিরোজ শাহ তুঘলক

C) ইলতুৎমিস

D) কুলি কুতুব শাহ


Ans: C) ইলতুৎমিস


12) ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যার চেষ্টায় মুজাফফরপুরে গিয়েছিলেন?


A) সিম্পসনকে

B) কার্জন উইলিকে

C) মাইকেল ও' ডায়ারকে

D) কিংসফোর্ডকে


Ans: D) কিংসফোর্ডকে


13) 'ডিব্রুগড়' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) সিন্ধু

B) ব্রহ্মপুত্র

C) তিস্তা

D) মেঘনা


Ans: B) ব্রহ্মপুত্র


14) 'মহারাষ্ট্রের সক্রেটিস' নামে কে পরিচিত ছিলেন?


A) এন এম যোশি

B) মহাদেব গোবিন্দ রানাডে

C) গোপাল কৃষ্ণ গোখলে

D) গোপাল হরি দেশমুখ


Ans: B) মহাদেব গোবিন্দ রানাডে


15) নিম্নের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয়নি?


A) গঙ্গা

B) চম্বল

C) সিন্ধু

D) ব্রহ্মপুত্র


Ans: B) চম্বল


16) নিম্নের কে বাংলার নায়েব থাকাকালীন বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?


A) শায়েস্তা খান

B) কাসিম খান

C) ফার‌রুখসিয়ার

D) মুর্শিদকুলি খান


Ans: D) মুর্শিদকুলি খান


17) 'দ্রোণাচার্য পুরস্কার' কাদের সাথে সম্পর্কিত?


A) বিখ্যাত কারিগর

B) ক্রীড়া এবং খেলায় অসামান্য কোচ

C) ব্যতিক্রমী যোদ্ধা

D) বিশিষ্ট ডাক্তার এবং সার্জন


Ans: B) ক্রীড়া এবং খেলায় অসামান্য কোচ


18) লিখিতগুলির মধ্যে কোনটিকে জীববিজ্ঞানে কোষের "এনার্জি কারেন্সি" বলা হয়?


A) এডিপি (ADP)

B) পিটিএ (PTA)

C) পিএডি (PAD)

D) এটিপি (ATP)


Ans: D) এটিপি (ATP)


19) 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল পুরুষ জুনিয়র ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন?


A) জোনাথন গ্যাভিন অ্যন্টনি

B) ইলখোমবেক ওবিডজোনভ

C) কাপিল বাইনসলা

D) বিজয় তোমর


Ans: C) কাপিল বাইনসলা


20) কার আমলে ভারতে মহালওয়ারী বন্দোবস্ত চালু হয়েছিল?


A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

B) লর্ড কার্জন

C) লর্ড ডালহৌসি

D) লর্ড মাউন্টব্যাটেন


Ans: A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


21) কার নামে কলকাতার সল্টলেক স্টেডিয়াম এর নামকরণ করা হয়েছে?


A) নেতাজি সুভাষচন্দ্র বসু

B) স্বামী বিবেকানন্দ

C) গোস্টো পল

D) জ্যোতি বসু


Ans: B) স্বামী বিবেকানন্দ


22) ভারতের বৃহত্তম উপহ্রদ কোন রাজ্যে অবস্থিত?


A) অন্ধ্রপ্রদেশ

B) পশ্চিমবঙ্গ

C) ওড়িশা

D) ছত্তিশগড়


Ans: C) ওড়িশা


23) নিম্নের কোনটি নাগাল্যান্ডের উপজাতীয় নৃত্য?


A) চেরাভ

B) চ্যাং লো

C) নংক্রেম

D) ভর্তাল


Ans: B) চ্যাং লো


24) অগ্নি-5 ক্ষেপণাস্ত্র সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল?


A) পোখরান

B) চাঁদিপুর

C) লাদাখ

D) জয়সালমের


Ans: B) চাঁদিপুর


25) নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি খিলজী রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল?


A) আলাই দরওয়াজা

B) বড় গম্বুজ

C) শিশা গম্বুজ

D) সফদরগঞ্জের সমাধি


Ans: A) আলাই দরওয়াজা


26) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীকে নিম্নের কোন গাছ দেখা যায়?


A) গোলাপ গাছ

B) খেজুর গাছ

C) বটগাছ

D) পিপল গাছ


Ans: B) খেজুর গাছ


27) কোন ভারতীয় ফুটবল খেলোয়াড়ের ডাকনাম 'Sikkimese Sniper'?


A) সন্দেশ ঝিংগান

B) সুনীল ছেত্রী

C) সুব্রত পাল

D) বাইচুং ভুটিয়া


Ans: D) বাইচুং ভুটিয়া


28) 'ড্রাকুলা' কার রচনা?


A) জন কিটস

B) উইলিয়াম শেক্সপিয়ার

C) রুডইয়াড কিপলিং

D) ব্রাম স্টোকার


Ans: D) ব্রাম স্টোকার


29) 1757 সালে পলাশীর যুদ্ধে কে জয়ী হয়?


A) মারাঠাগন

B) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

C) বাংলার নবাব

D) অবধের নবাব


Ans: B) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি


30) International Solar Alliance-এর সদর দপ্তর কোথায় রয়েছে?


A) প্যারিস, ফ্রান্স

B) হেগ, নেদারল্যান্ড

C) গুরুগ্রাম, ভারত

D) জেনেভা, সুইজারল্যান্ড


Ans: C) গুরুগ্রাম, ভারত


31) চোলামু হ্রদ কোথায় অবস্থিত?


A) আসাম

B) হরিয়ানা

C) হিমাচল প্রদেশ

D) সিকিম


Ans: D) সিকিম


32) সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন?


A) ভারতীয় কমিউনিস্ট পার্টি (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া)

B) সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক (অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক)

C) আজাদ বেঙ্গল ফৌজ

D) ভারতীয় সমাজবাদী দল (সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া)


Ans: B) সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক (অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক)


33) এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি?


A) বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)

B) ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ

C) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)

D) বেঙ্গালুরু স্টক এক্সচেঞ্জ


Ans: A) বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)


34) কোন বড়লাট 1931 সালে নিউ দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে উদ্বোধন করেছিলেন?


A) লর্ড ওয়েলেসলি

B) লর্ড কার্জন

C) লর্ড কর্নওয়ালিস

D) লর্ড আরউইন


Ans: D) লর্ড আরউইন


35) গারো পাহাড় কোথায় অবস্থিত?


A) অসম

B) নাগাল্যান্ড

C) মেঘালয়

D) মিজোরাম


Ans: C) মেঘালয়


36) বেরিলিয়ামের সংকেত কি?


A) B

B) Be

C) Br

D) He


Ans: B) Be


37) যে গাছগুলির বেড়ে ওঠার জন্য তীব্র সূর্যালোক দরকার হয়, তাদের কি বলে?


A) হ্যালোফাইট

B) জেরোফাইট

C) হেলিওফাইট

D) মেসোফাইট


Ans: C) হেলিওফাইট


38) জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হেল্পলাইন 'MANAS' কোন মন্ত্রণালয় চালু করেছিল?


A) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

B) অর্থ মন্ত্রণালয়

C) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

D) মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়


Ans: C) স্বরাষ্ট্র মন্ত্রণালয়


39) ডিউটেরিয়াম নিম্নের কোনটির একটি আইসোটোপ?


A) হাইড্রোজেনের আইসোটোপ

B) কার্বনের আইসোটোপ

C) ইউরেনিয়ামের আইসোটোপ

D) টাইটেনিয়ামের আইসোটোপ


Ans: A) হাইড্রোজেনের আইসোটোপ


40) টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?


A) সিন্ধু

B) মেসোপটেমিয়া

C) সুমেরীয়

D) ব্যাবিলন


Ans: B) মেসোপটেমিয়া


WBP Constable & SI Exam 2025-এ সফল হতে হলে নিয়মিত Bengali GK Questions অনুশীলন করা অত্যন্ত জরুরি। এই ব্লগে দেওয়া প্রশ্নোত্তরগুলি WB Police পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। মনে রাখবেন – ধারাবাহিক চর্চা, মক টেস্ট প্র্যাকটিস এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধানই আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে নেবে।

👉 প্রতিদিন কিছু সময় আলাদা করে নিয়ে এই WBP Constable ও SI GK Bengali Questions চর্চা করুন, তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট নিশ্চিত করা সম্ভব।


Read More...

◼️ WBP GK in Bengali: Set 20

◼️ WBP GK in Bengali: Set 19

◼️ WBP GK in Bengali: Set 18



Tags

Post a Comment

0 Comments