২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

Ads

২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali


আজকের গুরুত্বপূর্ণ ২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।

যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।


২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

চলুন দেখে নেওয়া যাক, আজকের ২৩ নভেম্বর ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স—


২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি ৭৮তম এনসিসি (NCC) দিবস কবে পালিত হলো?

উত্তর: ২৩ নভেম্বর।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের কোর্ট বাইজু রবীন্দ্রনের ওপর ৮,৯০০ কোটি টাকার জরিমানা আরোপ করেছে?

উত্তর: আমেরিকা।


প্রশ্ন: সম্প্রতি বিশ্বের প্রধান বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: লখনউ।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে গ্রেফতার করা হয়েছে?

উত্তর: ব্রাজিল (জে বোলসোনারো)।


প্রশ্ন: সম্প্রতি নাগাল্যান্ডে এই বছর আয়োজিত হর্নবিল ফেস্টিভ্যালে কোন দেশ অংশীদার দেশ হিসেবে যুক্ত হওয়ার নিশ্চয়তা দিয়েছে?

উত্তর: ফ্রান্স।


প্রশ্ন: সম্প্রতি কাকে সেবি (SEBI)-এর পূর্ণ-সময়ের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: সন্দীপ প্রধান।


প্রশ্ন: সম্প্রতি ভারতে টিবি (TB)-এর ক্ষেত্রে কত শতাংশ পতন নথিভুক্ত করা হয়েছে?

উত্তর: ২১%।


প্রশ্ন: সম্প্রতি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি কে হলেন?

উত্তর: ল্যারি পেজ (গুগলের সহ-প্রতিষ্ঠাতা)।


প্রশ্ন: সম্প্রতি নমন স্যাল-এর মৃত্যু হয়েছে, তিনি কে ছিলেন?

উত্তর: একজন উইং কমান্ডার (তেজস ফাইটার জেট দুর্ঘটনায়)।


প্রশ্ন: সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের তৃতীয় বৃহত্তম মানবতাবাদী দাতা হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে?

উত্তর: ইউএই (UAE)।


প্রশ্ন: সম্প্রতি কাকে নতুন টেলিকম সেক্রেটারি বানানো হয়েছে?

উত্তর: অমিত আগরওয়াল।


প্রশ্ন: সম্প্রতি কে নাগপুর পুস্তক মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করেছেন?

উত্তর: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।


প্রশ্ন: সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু কোথায় ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেছেন?

উত্তর: সেকান্দ্রাবাদ।


প্রশ্ন: সম্প্রতি ষষ্ঠ আন্তর্জাতিক এগ্রোনমি কংগ্রেস কোথায় আয়োজিত হবে?

উত্তর: নতুন দিল্লি।


প্রশ্ন: সম্প্রতি ভারতের খাদ্যশস্য উৎপাদন রেকর্ড কত মেট্রিক টন-এ পৌঁছেছে?

উত্তর: ৩৫৭ মেট্রিক টন।


আরও পড়ুনঃ

২২ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

২১ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments