WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০১

Ads

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০১

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০১


WBP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তেও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি আসা সম্ভাব্য জিকে প্রশ্নগুলোর একটি নির্ভরযোগ্য সেট খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই। এখানে আমরা বাছাই করা সেরা General Knowledge প্রশ্ন ও উত্তর একত্র করেছি, যা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভারতীয় রাজনীতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান—সব বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যাতে খুব স্বল্প সময়ে আপনার রিভিশন সম্পূর্ণ হয়।


WBP Constable 2025 GK

WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই সেট-০১ অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে!


WBP Constable 2025 GK Set - 1


১. ভারতের প্রথম দ্বীপ জেলা কোনটি?

ক) দিউ

খ) গোয়া

গ) মাজুলি

ঘ) আন্দামান


উত্তরঃ গ) মাজুলি



২. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?

ক) ৫ই জুন

খ) ৭ই এপ্রিল

গ) ১লা মে

ঘ) ১৫ই মে


উত্তরঃ ঘ) ১৫ই মে



৩. কোন ধরনের শিলায় কয়লা আর খনিজ তেল পাওয়া যায়?

ক) আগ্নেয় শিলা

খ) পাললিক শিলা

গ) রূপান্তরিত শিলা

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ খ) পাললিক শিলা



৪. ভারতের সবচেয়ে প্রাচীন তৈলক্ষেত্র কোনটি?

ক) মুম্বাই হাই

খ) নারিমো

গ) ডিগবয়, আসাম

ঘ) আঙ্কলেশ্বর


উত্তরঃ গ) ডিগবয়, আসাম



৫. মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন?

ক) ৫ বছর

খ) ৪ বছর

গ) ৭ বছর

ঘ) ৬ বছর


উত্তরঃ ঘ) ৬ বছর



৬. 'My Cricketing Years' বইটির লেখক কে?

ক) সুনীল গাভাস্কার

খ) সচিন টেন্ডুলকার

গ) কপিল দেব

ঘ) অজিত ওয়াড়কর


উত্তরঃ ঘ) অজিত ওয়াড়কর



৭. ভারতে কার্পাস চাষের জন্য সবথেকে ভালো মাটি কোনটি?

ক) ল্যাটেরাইট মাটি

খ) পলি মাটি

গ) কৃষ্ণ মৃত্তিকা

ঘ) তরাই


উত্তরঃ গ) কৃষ্ণ মৃত্তিকা



৮. কোন দেশ 'রেইনবো নেশন' নামে পরিচিত?

ক) ব্রাজিল

খ) অস্ট্রেলিয়া

গ) নিউজিল্যান্ড

ঘ) দক্ষিণ আফ্রিকা


উত্তরঃ ঘ) দক্ষিণ আফ্রিকা



৯. আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান, তা হলো:

ক) বিশেষ আপেক্ষিকতাবাদ

খ) সাধারণ আপেক্ষিকতাবাদ

গ) আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ

ঘ) ব্রাউনীয় গতির ব্যাখ্যা


উত্তরঃ গ) আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ



১০. একজন প্রাপ্তবয়স্কের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে, তা কত লিটার?

ক) ১৫০ লিটার

খ) ২০০ লিটার

গ) ৩০০ লিটার

ঘ) ৪০০ লিটার


উত্তরঃ গ) ৩০০ লিটার



১১. লিসমানিয়া ডোনাভানির অন্তর্বর্তী পোষক কোনটি?

ক) বালুমাছি (Sandfly)

খ) সেটল মাছি

গ) ড্রাগন মাছি

ঘ) অ্যানোফিলিস মশা


উত্তরঃ ক) বালুমাছি (Sandfly)



১২. যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত, সেটি কোনটি?

ক) অ্যাডেনিন

খ) গুয়ানিন

গ) সাইটোসিন

ঘ) ইউরাসিল


উত্তরঃ ঘ) ইউরাসিল



১৩. ২০১৭ সালে কোন ঐতিহাসিক ঘটনার শতবার্ষিকী পালিত হয়েছে?

ক) অসহযোগ আন্দোলন

খ) ভারত ছাড়ো আন্দোলন

গ) চম্পারণ সত্যাগ্রহ

ঘ) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড


উত্তরঃ গ) চম্পারণ সত্যাগ্রহ



১৪. 'Unstoppable: My Life So Far' কার আত্মজীবনী?

ক) সাইনা নেহওয়াল

খ) পি. ভি. সিন্ধু

গ) সানিয়া মির্জা

ঘ) মারিয়া শারাপোভা


উত্তরঃ ঘ) মারিয়া শারাপোভা



১৫. রামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামে প্রবর্তিত হয়েছে?

ক) ইন্দোনেশিয়া

খ) থাইল্যান্ড

গ) মালয়েশিয়া

ঘ) ফিলিপাইনস


উত্তরঃ ঘ) ফিলিপাইনস



১৬. রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের প্রকাশিত বইটির নাম কী?

ক) The Story of My Life

খ) Playing It My Way

গ) I Do What I Do

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ গ) I Do What I Do



১৭. সলবাই সন্ধি স্বাক্ষরিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) রবার্ট ক্লাইভ

খ) লর্ড কর্নওয়ালিস

গ) ওয়ারেন হেস্টিংস

ঘ) লর্ড ওয়েলেসলি


উত্তরঃ গ) ওয়ারেন হেস্টিংস



১৮. লিগনাইট এক ধরনের কী?

ক) লোহা

খ) তামা

গ) কয়লা

ঘ) চুনাপাথর


উত্তরঃ গ) কয়লা



১৯. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন?

ক) মোহন সিং

খ) সুভাষচন্দ্র বসু

গ) রাসবিহারী বসু

ঘ) প্রফুল্ল চাকী


উত্তরঃ গ) রাসবিহারী বসু



২০. শালগাছ কী প্রকৃতির?

ক) চিরহরিৎ

খ) পর্ণমোচী (Deciduous)

গ) গুল্ম

ঘ) লতা


উত্তরঃ খ) পর্ণমোচী (Deciduous)



২১. বালিয়ারি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ:

ক) পূর্ব রাজস্থান

খ) পাঞ্জাব

গ) গুজরাট

ঘ) পশ্চিম রাজস্থান


উত্তরঃ ঘ) পশ্চিম রাজস্থান



২২. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) সি. রাজাগোপালাচারী

খ) লর্ড ক্যানিং

গ) লর্ড মাউন্টব্যাটেন

ঘ) লর্ড ডালহৌসি


উত্তরঃ গ) লর্ড মাউন্টব্যাটেন



২৩. নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়?

ক) এক্স-রে

খ) গামা রশ্মি

গ) রেডিও তরঙ্গ

ঘ) শব্দ তরঙ্গ


উত্তরঃ ঘ) শব্দ তরঙ্গ



২৪. ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশে খেলা হয়েছিল?

ক) ব্রাজিল

খ) ফ্রান্স

গ) জার্মানি

ঘ) রাশিয়া


উত্তরঃ ঘ) রাশিয়া



২৫. কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের ১০০তম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে?

ক) চিলি

খ) কলম্বিয়া

গ) পেরু

ঘ) প্যারাগুয়ে


উত্তরঃ ঘ) প্যারাগুয়ে



২৬. দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কিসের দ্বারা?

ক) পতঙ্গ দ্বারা

খ) জল দ্বারা

গ) পাখি দ্বারা

ঘ) বায়ু দ্বারা


উত্তরঃ ঘ) বায়ু দ্বারা



২৭. সুইজারল্যান্ডের রাজধানীর নাম কী?

ক) জেনেভা

খ) জুরিখ

গ) লুসান

ঘ) বার্ন


উত্তরঃ ঘ) বার্ন



২৮. ফল ও ফুলের মতো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী সংবাহী উদ্ভিদকে কী বলে?

ক) গুপ্তবীজী

খ) ব্যক্তবীজী

গ) ফার্ন

ঘ) ব্রায়োফাইটা


উত্তরঃ ক) গুপ্তবীজী



২৯. প্রোটিনের অভাবজনিত রোগটি কী নামে পরিচিত?

ক) ম্যারাসমাস

খ) কোয়াশিয়রকর

গ) পেলেগ্রা

ঘ) রিকেট


উত্তরঃ খ) কোয়াশিয়রকর



৩০. পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সবথেকে কম?

ক) উত্তর ২৪ পরগণা

খ) দার্জিলিং

গ) হাওড়া

ঘ) কলকাতা


উত্তরঃ ঘ) কলকাতা



৩১. প্রথম সফল টিকা কোন রোগের জন্য তৈরি করা হয়েছিল?

ক) পোলিও

খ) টিটেনাস

গ) গুটি বসন্ত

ঘ) হাম


উত্তরঃ গ) গুটি বসন্ত



৩২. নিম্নলিখিত কোনটি এক পারমাণবিক?

ক) হিলিয়াম

খ) নাইট্রোজেন

গ) ফ্লুওরিন

ঘ) অক্সিজেন


উত্তরঃ ক) হিলিয়াম



৩৩. নিম্নলিখিতগুলির মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন না?

ক) অ্যাটর্নি জেনারেল

খ) হাইকোর্টের বিচারপতি

গ) রাজ্যপাল

ঘ) লোকসভার স্পিকার


উত্তরঃ ঘ) লোকসভার স্পিকার



৩৪. জাভা (JAVA) কে আবিষ্কার করেন?

ক) বিল গেটস

খ) জেমস এ. গোসলিং

গ) টিম বার্নার্স-লি

ঘ) স্টিভ জবস


উত্তরঃ খ) জেমস এ. গোসলিং



৩৫. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোনটি?

ক) মহাকাল পর্বত

খ) হিমালয়

গ) পশ্চিম হিমালয়

ঘ) পশ্চিমঘাট পর্বতমালা


উত্তরঃ ঘ) পশ্চিমঘাট পর্বতমালা



৩৬. 'পেশো' নিচের কোন দেশের মুদ্রা?

ক) ব্রাজিল

খ) আর্জেন্টিনা এবং কলম্বিয়া

গ) চিলি

ঘ) স্পেন


উত্তরঃ খ) আর্জেন্টিনা এবং কলম্বিয়া



৩৭. সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ সকল নাগরিকদের জন্য কটি অধিকারের নিশ্চয়তা দেয়?

ক) ৫

খ) ৬

গ) ৮

ঘ) ৭


উত্তরঃ খ) ৬



৩৮. ভিমবেটকা চিত্রকর্ম নিচের কোন যুগের অন্তর্গত?

ক) নব্যপ্রস্তর যুগ

খ) প্রাচীন প্রস্তর যুগ

গ) তাম্র যুগ

ঘ) মধ্যপ্রস্তর যুগ


উত্তরঃ ঘ) মধ্যপ্রস্তর যুগ



৩৯. অনাল গ্রন্থি কী নিঃসরণ করে?

ক) হরমোন

খ) লালা

গ) স্নেহ পদার্থ

ঘ) এনজাইম


উত্তরঃ ক) হরমোন



৪০. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা কোনটি?

ক) ভিটামিন এ

খ) ভিটামিন ডি

গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন কে


উত্তরঃ ঘ) ভিটামিন কে



৪১. নিচের কোন হ্রদটি নোনা জলের হ্রদ?

ক) চিলকা হ্রদ

খ) কোলেরু হ্রদ

গ) উলার হ্রদ

ঘ) ডাল হ্রদ


উত্তরঃ ক) চিলকা হ্রদ



৪২. নিচের কোন স্লোগানটি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন?

ক) জয় হিন্দ

খ) করেঙ্গে ইয়া মরেঙ্গে

গ) স্বরাজ আমার জন্মগত অধিকার

ঘ) দিল্লী চলো


উত্তরঃ ক) জয় হিন্দ



৪৩. ডেইমাকস (গ্রিক রাজা এন্টিয়োকাম প্রেরিত) কার রাজসভায় এসেছিলেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য

খ) অশোক

গ) বিন্দুসার

ঘ) কনিষ্ক


উত্তরঃ গ) বিন্দুসার



৪৪. ভারতে জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান কে?

ক) রাষ্ট্রপতি

খ) উপ-রাষ্ট্রপতি

গ) প্রধানমন্ত্রী

ঘ) প্রধান বিচারপতি


উত্তরঃ গ) প্রধানমন্ত্রী



৪৫. মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত?

ক) ১০০%

খ) ২০০%

গ) ৩০০%

ঘ) ৪০০%


উত্তরঃ ঘ) ৪০০%



৪৬. দৈবপুত্র শাহানুশাহী কাদের উপাধি ছিল?

ক) গুপ্ত রাজাদের

খ) সাতবাহন রাজাদের

গ) মৌর্য রাজাদের

ঘ) কুশান রাজাদের


উত্তরঃ ঘ) কুশান রাজাদের



৪৭. 'একরাট', 'কবিরাজ', 'পরাক্রমাঙ্ক' এই উপাধিগুলো কার?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) সমুদ্রগুপ্ত

গ) কুমারগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত


উত্তরঃ খ) সমুদ্রগুপ্ত



৪৮. সিন্ধু সভ্যতার কোন শহরে একটি কৃত্রিম পোতাশ্রয় ছিল?

ক) হরপ্পা

খ) লোথাল

গ) কালিবঙ্গান

ঘ) মহেঞ্জোদাড়ো


উত্তরঃ খ) লোথাল



৪৯. কম্পিউটারের কোন স্টোরেজ ডিভাইসটি বর্তমানে অপ্রচলিত হয়ে গেছে?

ক) পেন ড্রাইভ

খ) হার্ড ডিস্ক

গ) ফ্লপি ডিস্ক

ঘ) সিডি-রম


উত্তরঃ গ) ফ্লপি ডিস্ক



৫০. ২০২২ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক) ভারত

খ) অস্ট্রেলিয়া

গ) কানাডা

ঘ) ইংল্যান্ড (বার্মিংহাম)


উত্তরঃ ঘ) ইংল্যান্ড (বার্মিংহাম)



৫১. 'বিক্রমাদিত্য' ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি কী?

ক) মহাদেব

খ) মহারাজ

গ) দেবরাজ

ঘ) অপ্রতিরথ


উত্তরঃ ঘ) অপ্রতিরথ



৫২. ইব্রাহিম লোদী কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন?

ক) ১৫০৪ খ্রিস্টাব্দ

খ) ১৫১০ খ্রিস্টাব্দ

গ) ১৫১৭ খ্রিস্টাব্দ

ঘ) ১৫২৬ খ্রিস্টাব্দ


উত্তরঃ গ) ১৫১৭ খ্রিস্টাব্দ



৫৩. গাঙ্গেয় বদ্বীপে কোন ধরনের উদ্ভিদ পাওয়া যায়?

ক) ম্যানগ্রোভ

খ) কাঁটাযুক্ত ঝোপ

গ) মরু উদ্ভিদ

ঘ) সুন্দরবন অরণ্য (ম্যানগ্রোভ ধরনের)


উত্তরঃ ঘ) সুন্দরবন অরণ্য (ম্যানগ্রোভ ধরনের)



৫৪. পশ্চিমবঙ্গের ভুটিয়া উপজাতিরা কোন ভাষায় কথা বলে?

ক) সিকিমিজ

খ) নেপালী

গ) বাংলা

ঘ) হিন্দি


উত্তরঃ ক) সিকিমিজ



৫৫. নিচের কোনটি বায়বীয় গ্রহ (Gas Giant)?

ক) বুধ

খ) মঙ্গল

গ) পৃথিবী

ঘ) বৃহস্পতি


উত্তরঃ ঘ) বৃহস্পতি



৫৬. সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত?

ক) বাঁকুড়া

খ) পুরুলিয়া

গ) বীরভূম

ঘ) পশ্চিম মেদিনীপুর


উত্তরঃ ঘ) পশ্চিম মেদিনীপুর



৫৭. চন্দ্রযান-২ মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথা থেকে?

ক) বিক্রম সারাভাই স্পেস সেন্টার

খ) থুম্বা ইকোয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন

গ) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (শ্রীহরিকোটা)

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ গ) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (শ্রীহরিকোটা)



৫৮. কুঞ্জরানী দেবী নামটি কোন খেলার সাথে জড়িত?

ক) শুটিং

খ) কুস্তি

গ) ভারোত্তোলন

ঘ) ব্যাডমিন্টন


উত্তরঃ গ) ভারোত্তোলন



৫৯. কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়?

ক) ১লা ডিসেম্বর

খ) ২রা ডিসেম্বর

গ) ৫ই জুন

ঘ) ৮ই মার্চ


উত্তরঃ খ) ২রা ডিসেম্বর



৬০. কোন শহর উৎসবের শহর (City of Festivals) নামে পরিচিত?

ক) মাদুরাই

খ) অমৃতসর

গ) বারাণসী

ঘ) জয়পুর


উত্তরঃ ক) মাদুরাই



৬১. ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত?

ক) ১৯৫৯ থেকে ১৯৬৫

খ) ১৯৬৫ থেকে ১৯৭১

গ) ১৯৪৬ থেকে ১৯৫৯

ঘ) ১৯৭১ থেকে ১৯৮০


উত্তরঃ গ) ১৯৪৬ থেকে ১৯৫৯



৬২. লন টেনিস প্রতিযোগিতায় রজার ফেডেরার কোন দেশের প্রতিনিধিত্ব করেন?

ক) স্পেন

খ) সার্বিয়া

গ) গ্রেট ব্রিটেন

ঘ) সুইজারল্যান্ড


উত্তরঃ ঘ) সুইজারল্যান্ড



৬৩. পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক) ইনপুট ডিভাইস

খ) আউটপুট ডিভাইস

গ) অপারেটিং সিস্টেম

ঘ) মাইক্রোপ্রসেসর


উত্তরঃ ঘ) মাইক্রোপ্রসেসর



৬৪. নিচের কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত নয়?

ক) হুমায়ুনের সমাধি

খ) লোটাস টেম্পল

গ) কুতুব মিনার

ঘ) বুলন্দ দরওয়াজা (এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত)


উত্তরঃ ঘ) বুলন্দ দরওয়াজা (এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত)



৬৫. ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

ক) NH 6

খ) NH 1

গ) NH 8

ঘ) NH 44


উত্তরঃ ঘ) NH 44



৬৬. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান?

ক) কাবুল

খ) দিল্লি

গ) ফারগানা

ঘ) সমরকন্দ


উত্তরঃ গ) ফারগানা



৬৭. নিম্নলিখিত কোন একটি কারণে ভারতের অধিকাংশ গ্রাম পীড়িত হয়, অন্য কোনো কারণে নয়?

ক) বায়ু দূষণ

খ) শব্দ দূষণ

গ) জমি দূষণ

ঘ) জল দূষণ


উত্তরঃ ঘ) জল দূষণ



৬৮. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

ক) বাবর ও রানা সংগ্রাম সিংহ

খ) বাবর ও মেদিনী রায়

গ) বাবর ও ইব্রাহিম লোদী

ঘ) আকবর ও হেমু


উত্তরঃ গ) বাবর ও ইব্রাহিম লোদী



৬৯. 'জল্লিকাট্টু' এটি কোথাকার একটি জনপ্রিয় খেলা?

ক) কেরালা

খ) কর্ণাটক

গ) অন্ধ্রপ্রদেশ

ঘ) তামিলনাড়ু


উত্তরঃ ঘ) তামিলনাড়ু



৭০. নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়?

ক) রাষ্ট্রপতি

খ) উপরাষ্ট্রপতি

গ) রাজ্যসভা

ঘ) সহসভাপতি


উত্তরঃ ঘ) সহসভাপতি (উপরাষ্ট্রপতি সংসদের অংশ হলেও, সহসভাপতি পদটি নয়)



৭১. কোষের তড়িৎচালক বলের একক কী?

ক) অ্যাম্পিয়ার

খ) ওয়াট

গ) ওহম

ঘ) ভোল্ট


উত্তরঃ ঘ) ভোল্ট



৭২. সার্চলাইটের প্রতিফলক কোন ধরনের আয়না?

ক) উত্তল আয়না

খ) সমতল আয়না

গ) অবতল আয়না

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ গ) অবতল আয়না



৭৩. কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়?

ক) ১৯৭৮

খ) ১৯৮৭

গ) ১৯৯২

ঘ) ২০০৫


উত্তরঃ খ) ১৯৮৭



৭৪. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) কোন রাজ্যে রয়েছে?

ক) মহারাষ্ট্র

খ) তামিলনাড়ু

গ) কেরালা

ঘ) কর্ণাটক


উত্তরঃ ক) মহারাষ্ট্র



৭৫. নিমুক্ত কোন খেলার সাথে "ফর্মুলা-1" সম্পর্কিত?

ক) ক্রিকেট

খ) টেনিস

গ) ফুটবল

ঘ) মোটর রেসিং


উত্তরঃ ঘ) মোটর রেসিং



৭৬. নিচের কোনটি অধাতুর বৈশিষ্ট্য?

ক) বিদ্যুৎ সুপরিবাহী

খ) নমনীয়

গ) উচ্চ গলনাঙ্ক

ঘ) তড়িৎ ঋণাত্মকতা


উত্তরঃ ঘ) তড়িৎ ঋণাত্মকতা



৭৭. নিম্নলিখিত নেতাদের মধ্যে কে আমেরিকার হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন?

ক) অ্যানি বেসান্ত

খ) বাল গঙ্গাধর তিলক

গ) লালা লাজপত রায়

ঘ) অরবিন্দ ঘোষ


উত্তরঃ গ) লালা লাজপত রায়



৭৮. নিম্নলিখিত কোন নক্ষত্রমণ্ডলকে 'শিকারীও' বলা হয়?

ক) কালপুরুষ (Orion)

খ) ক্যাসিওপিয়া

গ) লিও মেজর

ঘ) সপ্তর্ষিমণ্ডল


উত্তরঃ কালপুরুষ (Orion)



৭৯. শব্দ পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়?

ক) ডেসিবেল

খ) ওহম

গ) জুল

ঘ) হার্জ


উত্তরঃ ক) ডেসিবেল



৮০. রক্তহীন অস্ত্রোপচার ড্যাশের দ্বারা করা হয়:

ক) লেজার

খ) এক্স-রে

গ) মাইক্রোনীডলস

ঘ) সূক্ষ্ম কাঁচি


উত্তরঃ ক) লেজার



৮১. ফ্রানজ কাফকা ছিলেন একজন:

ক) রাশিয়ান কবি

খ) ইতালীয় কবি

গ) জার্মান কবি

ঘ) ফরাসি কবি


উত্তরঃ গ) জার্মান কবি



৮২. থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র?

ক) অন্ধ্রপ্রদেশ

খ) কেরালা

গ) মহারাষ্ট্র

ঘ) তামিলনাড়ু


উত্তরঃ খ) কেরালা



৮৩. বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম "ইডেন গার্ডেন" কোথায় রয়েছে?

ক) ওয়েস্ট ইন্ডিজ

খ) অস্ট্রেলিয়া

গ) ইংল্যান্ড

ঘ) ভারত


উত্তরঃ ঘ) ভারত



৮৪. ডঃ এল. সুব্রামণিয়াম কোন যন্ত্র বাজান?

ক) বেহালা

খ) বাঁশি

গ) তবলা

ঘ) সেতার


উত্তরঃ ক) বেহালা



৮৫. মানবদেহের গ্রন্থি যেটি উৎসেচক এবং হরমোন উভয়কেই নিঃসরণ করে, সেটি কোনটি?

ক) পিটুইটারি গ্রন্থি

খ) অগ্নাশয় (মিশ্র গ্রন্থি)

গ) অ্যাড্রিনাল গ্রন্থি

ঘ) থাইরয়েড গ্রন্থি


উত্তরঃ খ) অগ্নাশয় (মিশ্র গ্রন্থি)



৮৬. .css ফাইল এক্সটেনশন বলতে সাধারণত কোন ধরনের ফাইল বোঝায়?

ক) জাভা সম্পর্কিত ফাইল

খ) ইমেজ সম্পর্কিত ফাইল

গ) টেক্সট সম্পর্কিত ফাইল

ঘ) হাইপার টেক্সট সম্পর্কিত ফাইল (CSS)


উত্তরঃ ঘ) হাইপার টেক্সট সম্পর্কিত ফাইল (CSS)



৮৭. বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে?

ক) নরেন্দ্র মোদি

খ) অমিত শাহ

গ) রাজনাথ সিং

ঘ) শিবরাজ সিং চৌহান


উত্তরঃ ঘ) শিবরাজ সিং চৌহান



৮৮. নিম্নলিখিত কোনোটি ব্যতীত অন্য সকল উপায়ে এইচআইভি (HIV) এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বাহিত হয়?

ক) অনিরাপদ যৌন সম্পর্ক

খ) দূষিত রক্ত গ্রহণ

গ) দূষিত সূচ ব্যবহার

ঘ) মশার কামড়


উত্তরঃ ঘ) মশার কামড়



৮৯. মহাকাশে ভ্রমণকারী প্রথম ব্যক্তি কে?

ক) নীল আর্মস্ট্রং

খ) রাকেশ শর্মা

গ) সুনীতা উইলিয়ামস

ঘ) ইউরি গ্যাগারিন


উত্তরঃ ঘ) ইউরি গ্যাগারিন



৯০. জাহাজের নির্মাণ এবং চলাচল নিম্নের কিসের উপর ভিত্তি করে:

ক) নিউটনের প্রথম সূত্র

খ) নিউটনের তৃতীয় সূত্র

গ) আর্কিমিডিসের নীতি

ঘ) ডপলার প্রভাব


উত্তরঃ গ) আর্কিমিডিসের নীতি



৯১. প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কত সালে শুরু হয়?

ক) ১৯৭৮

খ) ১৯৮৫

গ) ১৯৯৯

ঘ) ২০০১


উত্তরঃ খ) ১৯৮৫



৯২. এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের তিনটি নদীর কোনটি ভূগর্ভস্থ নদী?

ক) গঙ্গা

খ) যমুনা 

গ) সরস্বতী

ঘ) ব্রহ্মপুত্র


উত্তরঃ গ) সরস্বতী



৯৩. ম্যাগমার কঠিনীভবন আর শীতলীকরণ থেকে কোন শিলা গঠিত হয়?

ক) আগ্নেয় শিলা

খ) রূপান্তরিত শিলা

গ) পাললিক শিলা

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ ক) আগ্নেয় শিলা



৯৪. 'The Argumentative Indian' বইটির লেখক কে?

ক) ভি. এস. নাইপল

খ) অমর্ত্য সেন

গ) কিরণ দেশাই

ঘ) ঝুম্পা লাহিড়ী


উত্তরঃ খ) অমর্ত্য সেন



৯৫. ________ অংকুরোদগম প্রক্রিয়া দ্বারা প্রজননের জন্য পুনরুৎপাদন কোষগুলোকে ব্যবহার করে:

ক) ইস্ট

খ) হাইড্রা

গ) অ্যামিবা

ঘ) প্ল্যানেরিয়া


উত্তরঃ খ) হাইড্রা



৯৬. নিম্নলিখিত কোন পোকামাকড়কে 'সামাজিক পোকামাকড়' বলা যায় না?

ক) পিঁপড়ে

খ) মৌমাছি

গ) উইপোকা

ঘ) ঝিঁঝি পোকা


উত্তরঃ ঘ) ঝিঁঝি পোকা



৯৭. হায়দ্রাবাদের মক্কা মসজিদটির নির্মাণ কে সম্পন্ন করেছিলেন?

ক) কুলি কুতুব শাহ

খ) হুমায়ুন

গ) ঔরঙ্গজেব

ঘ) মহম্মদ কুলি কুতুব শাহ


উত্তরঃ গ) ঔরঙ্গজেব



৯৮. ইন্দিরা গান্ধী জাতীয় কলা কেন্দ্রটির সদর দপ্তর কোথায় রয়েছে?

ক) নয়া দিল্লি

খ) মুম্বাই

গ) ব্যাঙ্গালোর

ঘ) কলকাতা


উত্তরঃ ক) নয়া দিল্লি



৯৯. মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ?

ক) সিস্টেম সফটওয়্যার

খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার

গ) ইউটিলিটি সফটওয়্যার

ঘ) অপারেটিং সিস্টেম


উত্তরঃ খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার



১০০. ১৯০৭ সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কোথায় গঠিত হয়েছিল?

ক) লন্ডন

খ) বার্লিন

গ) টোকিও

ঘ) ক্যালিফোর্নিয়া


উত্তরঃ ঘ) ক্যালিফোর্নিয়া



১০১. যদি কোনো বস্তু অসীমে থাকে, তবে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটির অবস্থান কী হবে?

ক) বক্রতা কেন্দ্রে

খ) ফোকাস দূরত্বে

গ) প্রধান অক্ষের উপর

ঘ) প্রকাশবিন্দুতে (Focal Point)


উত্তরঃ ঘ) প্রকাশবিন্দুতে (Focal Point)



১০২. ভারতের সংবিধানের 21A ধারা ________-এর অধিকার প্রদান করে:

ক) বাকস্বাধীনতার অধিকার

খ) সম্পত্তির অধিকার

গ) শিক্ষার অধিকার

ঘ) ধর্মীয় স্বাধীনতার অধিকার


উত্তরঃ গ) শিক্ষার অধিকার



১০৩. অম্লবৃষ্টির পিএইচ (pH) এর মান কত?

ক) 7.0

খ) 6.5 বা তার বেশি

গ) 5.5 বা তার চেয়ে কম

ঘ) 10.0


উত্তরঃ গ) 5.5 বা তার চেয়ে কম



১০৪. দুটি বস্তুর মধ্যে কোনটি সর্বদা সমান এবং বিপরীত?

ক) ভরবেগ

খ) শক্তি

গ) বল

ঘ) ক্ষমতা


উত্তরঃ গ) বল



১০৫. SI এককে পদার্থের পরিমাণ কিভাবে পরিমাপ করা হয়?

ক) রেডিয়ান

খ) মোল

গ) কেলভিন

ঘ) জুল


উত্তরঃ খ) মোল



১০৬. নিম্নলিখিত কোন খেলাটি টেবিলের সাহায্যে খেলা হয়?

ক) ব্যাডমিন্টন

খ) ভলিবল

গ) বিলিয়ার্ড

ঘ) টেবিল টেনিস


উত্তরঃ ঘ) টেবিল টেনিস



১০৭. নিম্নলিখিত কোন গ্যাসের পরিমাণ শুক্রের বায়ুমণ্ডলে সর্বাধিক?

ক) অক্সিজেন

খ) নাইট্রোজেন

গ) মিথেন

ঘ) কার্বন ডাইঅক্সাইড


উত্তরঃ ঘ) কার্বন ডাইঅক্সাইড



১০৮. ভূত্বক এবং উপরের আবরণ দ্বারা গঠিত পৃথিবীর বাইরের স্তর কোনটি?

ক) আয়নোস্ফিয়ার

খ) লিথোস্ফিয়ার

গ) কোর

ঘ) ম্যাগনেটোস্ফিয়ার


উত্তরঃ খ) লিথোস্ফিয়ার



১০৯. দুধ এবং ফেস ক্রিম ________-এর উদাহরণ:

ক) ইমালশন

খ) ফেনা

গ) এরোসল

ঘ) দ্রবণ


উত্তরঃ ক) ইমালশন



১১০. সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে উপজাতগুলির মধ্যে নিচের কোনটি গঠিত হয়?

ক) সোডিয়াম হাইড্রোক্সাইড

খ) বেরিয়াম হাইড্রোক্সাইড

গ) সোডিয়াম ক্লোরাইড

ঘ) বেরিয়াম সালফেট


উত্তরঃ গ) সোডিয়াম ক্লোরাইড



১১১. ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দ্রৌপদী মুর্মু নিচের কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন?

ক) ওড়িশা

খ) পশ্চিমবঙ্গ

গ) ছত্তিশগড়

ঘ) ঝাড়খণ্ড


উত্তরঃ ঘ) ঝাড়খণ্ড



১১২. ভারতের সংবিধানের দীর্ঘতম সংশোধনী কোনটি?

ক) প্রথম সংশোধনী

খ) ২৪তম সংশোধনী

গ) ৪২তম সংশোধনী

ঘ) ৭৩তম সংশোধনী


উত্তরঃ গ) ৪২তম সংশোধনী (মিনি সংবিধান নামে পরিচিত)



১১৩. ২০০২ সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল?

ক) ৫০তম

খ) ৭৫তম

গ) ৮৬তম

ঘ) ৯১তম


উত্তরঃ গ) ৮৬তম



১১৪. 'বার্ডি' এবং 'ইগল' এই শব্দ দুটো নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয়?

ক) গলফ

খ) বাস্কেটবল

গ) সাঁতার

ঘ) টেনিস


উত্তরঃ ক) গলফ



১১৫. নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ১৮৬১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক) মহাত্মা গান্ধী

খ) জওহরলাল নেহরু

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) স্বামী বিবেকানন্দ


উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর



১১৬. বিক্রম সারাভাই কিসের জনক?

ক) ভারতীয় পরমাণু কর্মসূচি

খ) ভারতীয় চিকিৎসা বিজ্ঞান

গ) ভারতীয় তথ্য প্রযুক্তি

ঘ) ভারতীয় মহাকাশ প্রোগ্রাম


উত্তরঃ ঘ) ভারতীয় মহাকাশ প্রোগ্রাম



১১৭. জাইগোটের কিরূপ সংমিশ্রণে একটি শিশু পুরুষ হবে?

ক) XX

খ) XZ

গ) ZZ

ঘ) XY


উত্তরঃ ঘ) XY



১১৮. বক্সাইট খনিগুলো কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়?

ক) গুজরাট

খ) ওড়িশা

গ) মধ্যপ্রদেশ

ঘ) মহারাষ্ট্র


উত্তরঃ খ) ওড়িশা



১১৯. কাকরাপার পারমাণবিক শক্তি কেন্দ্র কোন রাজ্যে রয়েছে?

ক) মহারাষ্ট্র

খ) কর্ণাটক

গ) রাজস্থান

ঘ) গুজরাট


উত্তরঃ ঘ) গুজরাট



১২০. নিম্নের কোন যন্ত্রের দ্বারা সূর্যের তাপের ক্ষমতা পরিমাপ করা হয়?

ক) অ্যাক্টিনোমিটার

খ) থার্মোমিটার

গ) ব্যারোমিটার

ঘ) অ্যানিমোমিটার


উত্তরঃ ক) অ্যাক্টিনোমিটার



১২১. তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

ক) বাষ্পীভবন

খ) ঘনীভবন

গ) ঊর্ধ্বপাতন (Sublimation)

ঘ) অবক্ষেপণ (Deposition)


উত্তরঃ ঘ) অবক্ষেপণ (Deposition)



১২২. নিচের কোন প্রধান ঘটনাটি ১৯১৯ সালে ঘটেছিল?

ক) বঙ্গভঙ্গ 

খ) অসহযোগ আন্দোলন

গ) চৌরি-চৌরা ঘটনা

ঘ) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড


উত্তরঃ ঘ) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড



১২৩. ব্রহ্মপুত্র মধ্য হিমালয়ের ________ এর কাছে একটি গভীর গিরিখাত তৈরি করে:

ক) কাঞ্চনজঙ্ঘা

খ) নাঙ্গা পর্বত

গ) কৈলাস পর্বত

ঘ) মাউন্ট এভারেস্ট


উত্তরঃ খ) নাঙ্গা পর্বত



১২৪. 'রন' কাকে বলে?

ক) রাজস্থানের মরুভূমি

খ) কেরালা উপকূলের জলাভূমি

গ) উত্তর ভারতের সমভূমি

ঘ) গুজরাটের অগভীর জলাভূমি


উত্তরঃ ঘ) গুজরাটের অগভীর জলাভূমি



১২৫. ২০ হার্জ এর কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দতরঙ্গকে কী বলা হয়?

ক) শ্রবণোত্তর শব্দ (Ultrasonic)

খ) শ্রাব্য শব্দ (Audible)

গ) শব্দেতর শব্দ (Infrasonic)

ঘ) কোনোটিই নয়


উত্তরঃ গ) শব্দেতর শব্দ (Infrasonic)


আরও পড়ুনঃ

ভারতের জাতীয় কংগ্রেস প্রশ্ন ও উত্তর

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর



Tags

Post a Comment

0 Comments