২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

Ads

২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali


আজকের গুরুত্বপূর্ণ ২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।

যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।


২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

চলুন দেখে নেওয়া যাক, আজকের ২৮ নভেম্বর ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স—


২৮ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


১. সম্প্রতি এশিয়ার সবচেয়ে খারাপ প্রদর্শনকারী মুদ্রা কোনটি হয়েছে?

উত্তরঃ ভারত-এর মুদ্রা রুপিয়া


২. ৫৩তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন?

উত্তরঃ আনা ম্যাক্সওয়েল মার্টিন


৩. ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ (India Ratings and Research) দ্বারা ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে?

উত্তরঃ ৭%


৪. 'রায়থান্না মেকোসম' (Rythanna Mekosam) নামক উদ্যোগটি কোন রাজ্যে শুরু করা হয়েছে?

উত্তরঃ অন্ধ্র প্রদেশ


৫. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় 'চাণক্য রক্ষা সংবাদ ২০২৫'-এর উদ্বোধন করেছেন?

উত্তরঃ নয়াদিল্লি


৬. টেকসই প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের জন্য কোন আইআইটি (IIT) 'ইমপ্যাক্ট রাইজ' (Impact Rise) কর্মসূচি শুরু করেছে?

উত্তরঃ আইআইটি খড়গপুর


৭. কোন দেশে ইউনেস্কো (UNESCO)-এর সদর দপ্তরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে?

উত্তরঃ ফ্রান্স


৮. সম্প্রতি ৮১ বছর বয়সে প্রয়াত উদো কিয়ের (Udo Kier) কে ছিলেন?

অভিনেতা


৯. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে ব্রহ্মোস মিসাইলের মডেল উপহার দিয়েছেন?

উত্তরঃ ইন্দোনেশিয়া


১০. সম্প্রতি কে ফিদে দাবা বিশ্বকাপ (FIDE Chess World Cup)-এর শিরোপা জিতেছেন?

উত্তরঃ জাভোখির সিন্ডোরভ (Javokhir Sindarov)


১১. সম্প্রতি কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা প্রতিযোগিতা (World's Strongest Woman Competition) ২০২৫-এর শিরোপা জিতেছেন?

উত্তরঃ অ্যান্ড্রিয়া থমসন (Andrea Thompson)


১২. ভারতের প্রথম ব্যক্তিগত কক্ষীয় রকেট 'বিক্রম-১' (Vikram First) কে ভার্চুয়ালি উৎক্ষেপণ করেছেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


১৩. ২৫তম গ্রীষ্মকালীন ডেফলিম্পিক-এ ভারতীয় ক্রীড়াবিদরা কয়টি পদক জিতেছেন?

উত্তরঃ ২০টি পদক


১৪. ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২৫-এর আয়োজন কোথায় হবে?

উত্তরঃ নয়াদিল্লি


১৫. কোন রাজ্য সরকার সম্প্রতি তিনটি নতুন জেলা গঠনের অনুমোদন দিয়েছে?

উত্তরঃ অন্ধ্র প্রদেশ


আরও পড়ুনঃ

২৭ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

২৬ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

২৫ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments