WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৫
WBP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তেও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি আসা সম্ভাব্য জিকে প্রশ্নগুলোর একটি নির্ভরযোগ্য সেট খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই। এখানে আমরা বাছাই করা সেরা General Knowledge প্রশ্ন ও উত্তর একত্র করেছি, যা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভারতীয় রাজনীতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান—সব বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যাতে খুব স্বল্প সময়ে আপনার রিভিশন সম্পূর্ণ হয়।
WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই সেট-০৫ অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে!
WBP Constable 2025 GK Set - 5
ইতিহাস ও রাষ্ট্রনীতি (History & Polity)
১. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কবে গঠিত হয়েছিল?
(A) ১৯৩৩
(B) ১৯৩৪
(C) ১৯৩৫
(D) ১৯৪৯
উত্তরঃ (C) ১৯৩৫
২. ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি (DPSP) কোন অংশে অন্তর্ভুক্ত রয়েছে?
(A) পার্ট থ্রি (তৃতীয় অংশ)
(B) পার্ট ফোর (চতুর্থ অংশ)
(C) পার্ট ফাইভ (পঞ্চম অংশ)
(D) পার্ট সিক্স (ষষ্ঠ অংশ)
উত্তরঃ (B) পার্ট ফোর (চতুর্থ অংশ)
৩. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৪১
(B) ১৯৪২
(C) ১৯৪৩
(D) ১৯৪৪
উত্তরঃ (B) ১৯৪২
৪. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
(A) সাইনা নেহওয়াল
(B) মেরি কম
(C) পিভি সিন্ধু
(D) কর্ণম মালেশ্বরী
উত্তরঃ (D) কর্ণম মালেশ্বরী
৫. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করে?
(A) ৩২ নম্বর ধারা
(B) ১৪২ নম্বর ধারা
(C) ২২৬ নম্বর ধারা
(D) ৩৫০ নম্বর ধারা
উত্তরঃ (C) ২২৬ নম্বর ধারা
৬. নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি জাতীয় জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না?
(A) জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা (ধারা ২১)
(B) শোষণের বিরুদ্ধে অধিকার (ধারা ২৩)
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার (ধারা ২৫)
(D) স্বাধীনতার অধিকার (ধারা ১৯)
উত্তরঃ (A) জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা (ধারা ২১)
৭. ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতির পদ কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত?
(A) আয়ারল্যান্ড
(B) যুক্তরাজ্য
(C) কানাডা
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (D) মার্কিন যুক্তরাষ্ট্র
৮. অনুশীলন সমিতি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত ছিল?
(A) অহিংস আন্দোলন
(B) সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ
(C) শিক্ষা বিস্তার
(D) সমাজ সংস্কার
উত্তরঃ (B) সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ
৯. সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের অধীনে নিম্নলিখিত কোনটি পরে?
(A) মৌলিক অধিকার লঙ্ঘনের মামলা
(B) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
(C) দুটো রাজ্যের মধ্যেকার বিরোধ
(D) রাষ্ট্রপতির পরামর্শ চাওয়া
উত্তরঃ (C) দুটো রাজ্যের মধ্যেকার বিরোধ
১০. গণপরিষদ নিম্নলিখিত কোনটির প্রস্তাবের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল?
(A) ক্রিপস মিশন
(B) সাইমন কমিশন
(C) ওয়াভেল পরিকল্পনা
(D) ক্যাবিনেট মিশন
উত্তরঃ (D) ক্যাবিনেট মিশন
১১. অবিভক্ত বাংলায় 'স্বদেশী ভান্ডার' কে প্রতিষ্ঠা করেছিল?
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) অরবিন্দ ঘোষ
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) বাল গঙ্গাধর তিলক
উত্তরঃ (C) রবীন্দ্রনাথ ঠাকুর
১২. ভারতে ন্যায়পাল বা লোকপাল এই ধারণাটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে?
(A) ফ্রান্স
(B) সুইডেন
(C) জাপান
(D) ফিনল্যান্ড
উত্তরঃ (B) সুইডেন
১৩. ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের সময়কাল সাধারণত কতদিনের জন্য হতে পারে?
(A) এক মাস
(B) দুই মাস
(C) তিন মাস
(D) ছয় মাস
উত্তরঃ (D) ছয় মাস
১৪. ভারতীয় সংবিধানের মূল কাঠামো (Basic Structure) তত্ত্বটি নিম্নলিখিত কোন মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য
(B) মিনার্ভা মিলস বনাম ভারত সরকার
(C) কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য
(D) শঙ্করী প্রসাদ বনাম ভারত সরকার
উত্তরঃ (C) কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য
১৫. ভারতীয় সংবিধানে বর্ণিত অর্থবিল (Money Bill)-এর সংজ্ঞা সম্পর্কিত বিধান কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে?
(A) ১০৮ নম্বর ধারা
(B) ১০৯ নম্বর ধারা
(C) ১১০ নম্বর ধারা
(D) ১২০ নম্বর ধারা
উত্তরঃ (C) ১১০ নম্বর ধারা
১৬. ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত ধারা রয়েছে?
(A) পার্ট ১৮
(B) পার্ট ১৯
(C) পার্ট ২০
(D) পার্ট ২১
উত্তরঃ (C) পার্ট ২০
১৭. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ নিম্নলিখিত কোন চুক্তির মাধ্যমে শেষ হয়?
(A) সলবাইয়ের চুক্তি
(B) পুরন্দরের চুক্তি
(C) বসাই চুক্তি
(D) সুরাট চুক্তি
উত্তরঃ (A) সলবাইয়ের চুক্তি
১৮. কোনো রাজ্যের রাজ্যপাল নিম্নের কার বিবেচনার জন্য রাজ্যে বিধানসভা থেকে পাস হওয়া কোনো বিল সংরক্ষিত রাখতে পারেন?
(A) রাষ্ট্রপতি
(B) মুখ্যমন্ত্রী
(C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(D) প্রধানমন্ত্রী
উত্তরঃ (A) রাষ্ট্রপতি
১৯. প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স (শিকাগো)-এ কে বক্তৃতা করেন?
(A) রাজা রামমোহন রায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) মহাত্মা গান্ধী
(D) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (D) স্বামী বিবেকানন্দ
২০. লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন?
(A) কমলাদেবী চট্টোপাধ্যায়
(B) অ্যানি বেসান্ত
(C) সরোজিনী নায়ডু
(D) কস্তুরবা গান্ধী
উত্তরঃ (C) সরোজিনী নায়ডু
২১. কোন মুঘল শাসক 'জিন্দা পীর' (Living Saint) নামে পরিচিত ছিলেন?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
উত্তরঃ (D) ঔরঙ্গজেব
২২. কোন ইউরোপীয় শক্তি প্রথমে ভারতের সাথে সরাসরি সামুদ্রিক পথ প্রতিষ্ঠা করে?
(A) ইংরেজ
(B) পর্তুগিজ
(C) ফরাসি
(D) ডাচ
উত্তরঃ (B) পর্তুগিজ
ভূগোল (Geography)
২৩. ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে গড়ে উঠেছে?
(A) বিপাশা
(B) ইরাবতী
(C) সিন্ধু
(D) শতদ্রু
উত্তরঃ (D) শতদ্রু
২৪. নিম্নলিখিতদের মধ্যে কোনটি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ?
(A) আনাইমুডি
(B) দোদাবেতা
(C) মহেন্দ্রগিরি
(D) জিন্দাগাদা
উত্তরঃ (D) জিন্দাগাদা
২৫. ভারতের দীর্ঘতম কৃষিখাল (Agricultural Canal) কোনটা?
(A) শারদা ক্যানেল
(B) যমুনা ক্যানেল
(C) ইন্দিরা গান্ধী খাল
(D) আপার গঙ্গা ক্যানেল
উত্তরঃ (C) ইন্দিরা গান্ধী খাল
২৬. বার্ষিক উষ্ণতার পরিসর (Annual range of temperature) কোন জলবায়ু অঞ্চলে সর্বনিম্ন হয়?
(A) মরু অঞ্চল
(B) নিরক্ষীয় অঞ্চল
(C) মেরু অঞ্চল
(D) ভূমধ্যসাগরীয় অঞ্চল
উত্তরঃ (B) নিরক্ষীয় অঞ্চল
২৭. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ আকরিক উৎপন্ন হয়?
(A) মধ্যপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) ওড়িশা
উত্তরঃ (D) ওড়িশা
২৮. ভারতের দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য কোনটা?
(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (A) গুজরাট
২৯. নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট হয়?
(A) ইয়ারদাং
(B) জিউগেন
(C) ইনসেলবার্গ
(D) লোয়েস সমভূমি
উত্তরঃ (D) লোয়েস সমভূমি
৩০. ভারতের শিলং শহর নিম্নলিখিত কোন পর্বতের উপর অবস্থিত?
(A) গাড়ো পাহাড়
(B) জয়ন্তিয়া পাহাড়
(C) আরাবল্লী পর্বত
(D) খাসি পাহাড়
উত্তরঃ (D) খাসি পাহাড়
৩১. নিচের কোন আকরিককে লোহার পরিমাণ সর্বাধিক থাকে?
(A) ম্যাগনেটাইট
(B) সিডারাইট
(C) হেমাটাইট
(D) লিমোনাইট
উত্তরঃ (A) ম্যাগনেটাইট
৩২. নিচের কোন গিরিপথটা প্রাচীন রেশম পথে (Silk Route)-এ অবস্থিত?
(A) জোজিলা
(B) নাথুলা
(C) বানিহাল
(D) লিপুলেখ
উত্তরঃ (B) নাথুলা
বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology)
৩৩. কোনো বস্তুর ভরবেগ (Momentum)-এর এসআই একক কী?
(A) কিলোগ্রাম মিটার (kg m)
(B) নিউটন সেকেন্ড (N s)
(C) জুল সেকেন্ড (J s)
(D) কিলোগ্রাম মিটার/সেকেন্ড (kg m/s)
উত্তরঃ (D) কিলোগ্রাম মিটার/সেকেন্ড (kg m/s)
৩৪. একটি বস্তুর স্থিতিশক্তি (Potential Energy) কিসের উপর ডিপেন্ড করে?
(A) শুধুমাত্র ভর
(B) শুধুমাত্র উচ্চতা
(C) ভর এবং উচ্চতা
(D) শুধুমাত্র গতিবেগ
উত্তরঃ (C) ভর এবং উচ্চতা
৩৫. নিম্নলিখিতদের মধ্যে কোনটি কঠিন কার্বন ডাইঅক্সাইড নামে পরিচিত?
(A) মার্বেল
(B) চুন জল
(C) কুইক লাইম
(D) ড্রাই আইস (শুষ্ক বরফ)
উত্তরঃ (D) ড্রাই আইস (শুষ্ক বরফ)
৩৬. মানবদেহের তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন পদার্থ ব্যবহৃত হয়?
(A) অ্যালকোহল
(B) পারদ
(C) পারদমিশ্রিত অ্যালকোহল
(D) জল
উত্তরঃ (B) পারদ
৩৭. কঠিন পদার্থে তাপ সঞ্চালনের প্রধান পদ্ধতি কোনটা?
(A) পরিচালন
(B) বিকিরণ
(C) পরিবহন
(D) কোনোটিই নয়
উত্তরঃ (C) পরিবহন
৩৮. লাইম ওয়াটার (Lime Water)-এর রাসায়নিক নাম কী?
(A) ক্যালসিয়াম অক্সাইড
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) সোডিয়াম হাইড্রোক্সাইড
(D) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
উত্তরঃ (D) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
৩৯. রেডিওঅ্যাকটিভিটি বা তেজস্ক্রিয়তা প্রদর্শনের জন্য দায়ী পরমাণুর কোন অংশ?
(A) ইলেকট্রন কক্ষপথ
(B) ইলেকট্রন
(C) প্রোটন
(D) নিউক্লিয়াস
উত্তরঃ (D) নিউক্লিয়াস
৪০. মোটর গাছকে বংশগতি পরীক্ষার জন্য কে ব্যবহার করেছিলেন?
(A) চার্লস ডারউইন
(B) গ্রেগর মেন্ডেল
(C) হুগো ডি ভ্রিস
(D) জ্যাঁ-ব্যাপটিস্ট ল্যামার্ক
উত্তরঃ (B) গ্রেগর মেন্ডেল
৪১. দূর থেকে আসা বস্তুর আলোর বর্ণালী বিশ্লেষণ করে তার উপাদান নির্ধারণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(A) টেলিস্কোপ
(B) মাইক্রোস্কোপ
(C) অল্টিমিটার
(D) স্পেক্ট্রোমিটার (বর্ণালী বিক্ষণ যন্ত্র)
উত্তরঃ (D) স্পেক্ট্রোমিটার (বর্ণালী বিক্ষণ যন্ত্র)
৪২. কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে?
(A) অ্যাড্রেনালিন
(B) থাইরক্সিন
(C) ইনসুলিন
(D) গ্রোথ হরমোন
উত্তরঃ (C) ইনসুলিন
৪৩. ওয়েবপেজ রিফ্রেশ করার জন্য কোন কি ব্যবহার করা হয়?
(A) F1
(B) F3
(C) F4
(D) F5
উত্তরঃ (D) F5
৪৪. নিম্নলিখিত কোন সফটওয়্যারটি স্লাইড বা প্রেজেন্টেশন বানানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
(A) MS Word
(B) MS Excel
(C) Adobe Photoshop
(D) MS PowerPoint
উত্তরঃ (D) MS PowerPoint
অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনাবলী (Economy & Current Affairs)
৪৫. ভারতীয় অর্থনীতির জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপের জন্য কোন আর্থিক বছর গণনা করা হয়?
(A) ১লা জুলাই থেকে ৩০শে জুন
(B) ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ
(C) ১লা অক্টোবর থেকে ৩০শে সেপ্টেম্বর
(D) ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর
উত্তরঃ (B) ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ
৪৬. বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিশালিত ক্রুজ মিসাইল 'বুরেভেসনিক' (Burevestnik) কোন দেশ পরীক্ষা করেছে?
(A) রাশিয়া
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ভারত
(D) চীন
উত্তরঃ (A) রাশিয়া
৪৭. কোনো দেশের এইচডিআই (HDI) সূচক নির্ধারণের জন্য নিম্নলিখিত কোন দিকটি বিবেচনা করা হয় না?
(A) জন্মহার
(B) সাক্ষরতার হার
(C) জীবন প্রত্যাশা
(D) মাথাপিছু আয়
উত্তরঃ (A) জন্মহার
৪৮. বায়োস্ফিয়ার রিজার্ভ-এর ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে?
(A) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
(B) বিশ্ব ব্যাংক (World Bank)
(C) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
(D) ইউনেস্কো (UNESCO)
উত্তরঃ (D) ইউনেস্কো (UNESCO)
৪৯. ২০২৫ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন?
(A) ৫ জন
(B) ৬ জন
(C) ৭ জন
(D) ৮ জন
উত্তরঃ (C) ৭ জন
৫০. ২২তম এশিয়ান শীর্ষ সম্মেলন (Asian Summit) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) জাপান
(B) ভিয়েতনাম
(C) মালয়েশিয়া
(D) থাইল্যান্ড
উত্তরঃ (D) থাইল্যান্ড
আরও পড়ুনঃ
✅ WBP Constable 2025 GK Set - 4
✅ WBP Constable 2025 GK Set - 3
✅ WBP Constable 2025 GK Set - 2


Please do not enter any spam link in the comment box.