WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৪

Ads

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৪

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৪


WBP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তেও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি আসা সম্ভাব্য জিকে প্রশ্নগুলোর একটি নির্ভরযোগ্য সেট খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই। এখানে আমরা বাছাই করা সেরা General Knowledge প্রশ্ন ও উত্তর একত্র করেছি, যা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভারতীয় রাজনীতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান—সব বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যাতে খুব স্বল্প সময়ে আপনার রিভিশন সম্পূর্ণ হয়।


WBP Constable 2025 GK Set - 4

WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই সেট-০৪ অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে!


WBP Constable 2025 GK Set - 4


১. 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট'-এর প্রধান উদ্দেশ্য কী ছিল?

(A) দেশীয় সংবাদপত্রগুলোর স্বাধীনতা বাড়ানো।

(B) দেশীয় সংবাদপত্রগুলোর স্বাধীনতা হ্রাস।

(C) বিচার বিভাগকে শক্তিশালী করা।

(D) সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা।


উত্তরঃ (B) দেশীয় সংবাদপত্রগুলোর স্বাধীনতা হ্রাস।



২. কোন অ্যাসিডকে 'কিং অফ কেমিক্যালস' বলা হয়?

(A) নাইট্রিক অ্যাসিড (HNO₃)

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)

(C) অ্যাসিটিক অ্যাসিড (CH₃COOH)

(D) সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)


উত্তরঃ (D) সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)



৩. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ নিতে পারেন?

(A) অনুচ্ছেদ ১২৪

(B) অনুচ্ছেদ ১২৬

(C) অনুচ্ছেদ ১৩২

(D) অনুচ্ছেদ ১৪৩


উত্তরঃ (D) অনুচ্ছেদ ১৪৩



৪. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম GST কাউন্সিল সভার সভাপতি ছিলেন?

(A) শ্রী অরুণ জেটলি

(B) শ্রী প্রণব মুখার্জি

(C) শ্রী নির্মলা সীতারমণ

(D) শ্রী নরেন্দ্র মোদী


উত্তরঃ (A) শ্রী অরুণ জেটলি



৫. কোন বস্তুর উষ্ণতম প্রান্ত থেকে শীতলতম প্রান্তে তাপ স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলা হয়?

(A) পরিচলন (Convection)

(B) তাপ সঞ্চালন/পরিবহন (Conduction)

(C) বিকিরণ (Radiation)

(D) অন্তরণ (Insulation)


উত্তরঃ (B) তাপ সঞ্চালন/পরিবহন (Conduction)



৬. নিচের মধ্যে কোনটি তামার আকরিক?

(A) জিঙ্ক ব্লেন্ড

(B) বক্সাইট

(C) কপার গ্ল্যান্স

(D) হেমাটাইট


উত্তরঃ (C) কপার গ্ল্যান্স


৭. ভারতের কোন ক্ষেত্রে 'উন্মুক্ত বেকারত্ব'pi (Open Unemployment) সবচেয়ে বেশি দেখা যায়?

(A) কৃষিক্ষেত্র

(B) পরিষেবা ক্ষেত্র

(C) পরিবহন ক্ষেত্র

(D) শিল্পক্ষেত্র


উত্তরঃ (D) শিল্পক্ষেত্র



৮. ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন (Indian Reform Association)-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) রাজা রামমোহন রায়

(B) কেশব চন্দ্র সেন

(C) স্বামী বিবেকানন্দ

(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


উত্তরঃ (B) কেশব চন্দ্র সেন



৯. নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য প্রায় কত থাকে?

(A) দিন ১৩ ঘণ্টা ও রাত ১১ ঘণ্টা

(B) দিন ১৪ ঘণ্টা ও রাত ১০ ঘণ্টা

(C) দিন ১০ ঘণ্টা ও রাত ১৪ ঘণ্টা

(D) দিন ১২ ঘণ্টা ও রাত ১২ ঘণ্টা


উত্তরঃ (D) দিন ১২ ঘণ্টা ও রাত ১২ ঘণ্টা



১০. সমুদ্রের জলে দ্রবীভূত লবণগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

(A) ক্যালসিয়াম ক্লোরাইড

(B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড

(C) সোডিয়াম ক্লোরাইড

(D) ক্যালসিয়াম সালফেট


উত্তরঃ (C) সোডিয়াম ক্লোরাইড



১১. রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কতজন পূর্ণকালীন সদস্য আছেন?

(A) ৩ জন

(B) ৪ জন

(C) ৫ জন

(D) ২ জন


উত্তরঃ (A) ৩ জন



১২. ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (UNICEF)-এর সদর দপ্তর কোথায়?

(A) জেনেভা, সুইজারল্যান্ড

(B) ওয়াশিংটন ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র

(C) প্যারিস, ফ্রান্স

(D) নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র


উত্তরঃ (D) নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র



১৩. জাতীয় সংগীত এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মার্চিং গান 'কদম কদম বাড়ায়ে যা'-এর রচয়িতা কে?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর

(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(C) রাম সিং ঠাকুরি

(D) কাজী নজরুল ইসলাম


উত্তরঃ (C) রাম সিং ঠাকুরি



১৪. অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কী দিয়ে?

(A) গাড়ো H₂SO₄

(B) P₂O₅

(C) CaCl₂

(D) কলিচুন (CaO)


উত্তরঃ (D) কলিচুন (CaO)



১৫. পশ্চিমবঙ্গের সিআইডি (CID)-এর সদর দপ্তর কোথায় রয়েছে?

(A) ভবানীপুর

(B) আলিপুর

(C) ব্যারাকপুর

(D) লালবাজার


উত্তরঃ (B) আলিপুর



১৬. বিহারের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন?

(A) ফাগু চৌহান

(B) আরিফ মোহাম্মদ (খান)

(C) লালজি ট্যান্ডন

(D) কেশরী নাথ ত্রিপাঠী


উত্তরঃ (B) আরিফ মোহাম্মদ (খান)



১৭. লোকসভার কার্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে?

(A) প্রধানমন্ত্রী

(B) উপ-রাষ্ট্রপতি

(C) স্বরাষ্ট্রমন্ত্রী

(D) স্পিকার


উত্তরঃ (D) স্পিকার



১৮. ব্রাজিলের রাজধানীর নাম কী?

(A) বুয়েনোস আয়ারস

(B) ব্রাসিলিয়া

(C) অটোয়া

(D) রোম


উত্তরঃ (B) ব্রাসিলিয়া



১৯. আরশোলার রেচন অঙ্গের নাম কী?

(A) ম্যালপিজিয়ান নালিকা

(B) রেনেট কোষ

(C) ফ্লেমকোষ

(D) সবুজ গ্রন্থি


উত্তরঃ (A) ম্যালপিজিয়ান নালিকা



২০. ৩৮তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হয়েছিল?

(A) গোয়া

(B) গুজরাট

(C) কর্ণাটক

(D) উত্তরাখণ্ড


উত্তরঃ (D) উত্তরাখণ্ড



২১. নব আবিষ্কৃত বৃহত্তম কৃষ্ণ গহ্বর জেটের নাম কী?

(A) টারজান

(B) গ্যামাটন

(C) ম্যাসন

(D) পোরফিরিয়ান


উত্তরঃ (D) পোরফিরিয়ান



২২. মেরিন ন্যাশনাল পার্ক নিচের কোন স্থানে রয়েছে?

(A) সুন্দরবন

(B) চিলকা হ্রদ

(C) কচ্ছ উপসাগর

(D) পুলিকট হ্রদ


উত্তরঃ (C) কচ্ছ উপসাগর



২৩. নিচের কোনটিকে ভারতীয় জনগণের 'ম্যাগনাকাটা' হিসেবে বিবেচনা করা হয়?

(A) পিট-এর ভারত আইন, ১৭৮৪

(B) রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩

(C) চার্টার অ্যাক্ট, ১৮৩৩

(D) রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, ১৮৫৮


উত্তরঃ (D) রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, ১৮৫৮



২৪. কোন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয়?

(A) ক্ষয়ীভবন (Erosion)

(B) পেডোজেনেসিস (Pedogenesis)

(C) আবহবিকার (Weathering)

(D) পুঞ্জিত ক্ষয় (Mass Wasting)


উত্তরঃ (B) পেডোজেনেসিস (Pedogenesis)



২৫. নিচের কোন দেশটি জি-৭ (G7)-এর সদস্য দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়?

(A) জার্মানি

(B) ইতালি

(C) জাপান

(D) ভারত


উত্তরঃ (D) ভারত



২৬. ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন শহরে হয়েছিল?

(A) টোকিও

(B) প্যারিস

(C) বার্লিন

(D) বেজিং


উত্তরঃ (A) টোকিও



২৭. কোন আইনের দ্বারা ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আনুষ্ঠানিকভাবে বাতিল করে?

(A) রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩

(B) পিট-এর ভারত আইন, ১৭৮৪

(C) চার্টার অ্যাক্ট, ১৮৩৩

(D) চার্টার অ্যাক্ট, ১৮১৩


উত্তরঃ (D) চার্টার অ্যাক্ট, ১৮১৩



২৮. নিচের কোন অঞ্চলটিকে 'বিশ্বের ফলের বাগান' বলা হয়?

(A) ভূমধ্য সাগরীয় অঞ্চল

(B) তুন্দ্রা অঞ্চল

(C) নিরক্ষীয় অঞ্চল

(D) তৈগা অঞ্চল


উত্তরঃ (A) ভূমধ্য সাগরীয় অঞ্চল



২৯. হীনযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা কে করেছিলেন?

(A) কনিষ্ক

(B) হর্ষবর্ধন

(C) হিউয়েন সাং

(D) অশোক


উত্তরঃ (D) অশোক



৩০. 'দ ইনহেরিটেন্স অফ লস' (The Inheritance of Loss) বইটির লেখক কে?

(A) অরুন্ধতী রায়

(B) ঝুম্পা লাহিড়ী

(C) চেতন ভগত

(D) কিরণ দেশাই


উত্তরঃ (D) কিরণ দেশাই



৩১. 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে কে অভিনয় করেছেন?

(A) রণবীর কাপুর

(B) হৃতিক রোশন

(C) বিক্রান্ত ম্যাসি

(D) রণবীর সিং


উত্তরঃ (C) বিক্রান্ত ম্যাসি



৩২. 'ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট' (The World Beneath His Feet) কার আত্মজীবনী?

(A) সচিন টেন্ডুলকার

(B) পুল্লেলা গোপীচাঁদ

(C) সুনীল ছেত্রী

(D) লিয়েন্ডার পেজ


উত্তরঃ (B) পুল্লেলা গোপীচাঁদ



৩৩. গোল্ডেন গ্লোব ২০২৪-এ সেরা পরিচালকের পুরস্কার কে পান?

(A) মার্টিন স্কোরসেস

(B) গ্রেটা গারউইগ

(C) ব্র্যাডলি কুপার

(D) ক্রিস্টোফার নোলান


উত্তরঃ (D) ক্রিস্টোফার নোলান



৩৪. সৌর কুকারে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়?

(A) সমতল দর্পণ

(B) উত্তল দর্পণ

(C) অবতল দর্পণ

(D) অর্ধ-উত্তল দর্পণ


উত্তরঃ (C) অবতল দর্পণ



৩৫. কোন ভারতীয় শহরকে 'দাক্ষিণাত্যের রানী' বলা হয়?

(A) বেঙ্গালুরু

(B) হায়দ্রাবাদ

(C) মুম্বাই

(D) পুনে


উত্তরঃ (D) পুনে



৩৬. কোনটি ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদক রাজ্য?

(A) অন্ধ্রপ্রদেশ

(B) মধ্যপ্রদেশ

(C) ছত্তিশগড়

(D) রাজস্থান


উত্তরঃ (D) রাজস্থান



৩৭. পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর কোন দুটি প্রধান নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত?

(A) গঙ্গা ও ব্রহ্মপুত্র

(B) মহানন্দা ও তিস্তা

(C) হুগলি ও দামোদর

(D) যমুনা ও জলঢাকা


উত্তরঃ (B) মহানন্দা ও তিস্তা



৩৮. মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত?

(A) ক্রিকেট

(B) ফুটবল

(C) টেনিস

(D) হকি


উত্তরঃ (D) হকি



৩৯. ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)-এর সদর দপ্তর কোথায় আছে?

(A) মুম্বাই

(B) কলকাতা

(C) চেন্নাই

(D) নতুন দিল্লি


উত্তরঃ (D) নতুন দিল্লি



৪০. অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট-এর নাম কী?

(A) সিরি

(B) গুগল অ্যাসিস্ট্যান্ট

(C) অ্যালেক্সা

(D) কর্টানা


উত্তরঃ (C) অ্যালেক্সা



৪১. প্রো-কাবাডি লীগ ফাইনালে কোন দল শিরোপা জিতেছে?

(A) পুনেরি পল্টন

(B) ইউপি যোদ্ধা

(C) বেঙ্গালুরু বুলস

(D) দাবাং দিল্লি কে.সি.


উত্তরঃ (D) দাবাং দিল্লি কে.সি.



৪২. সিন্ধু নদের জলচুক্তি (Indus Water Treaty) স্বাক্ষরকারী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন?

(A) ইন্দিরা গান্ধী

(B) লাল বাহাদুর শাস্ত্রী

(C) জওহরলাল নেহেরু

(D) অটল বিহারী বাজপেয়ী


উত্তরঃ (C) জওহরলাল নেহেরু



৪৩. কৃষ্ণনগর কোন নদী তীরে অবস্থিত?

(A) গঙ্গা

(B) ভাগীরথী

(C) দামোদর

(D) জলঙ্গী


উত্তরঃ (D) জলঙ্গী



৪৪. নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন (Narora Atomic Power Station) কোথায় রয়েছে?

(A) উত্তরপ্রদেশ

(B) কর্ণাটক

(C) গুজরাট

(D) মহারাষ্ট্র


উত্তরঃ (A) উত্তরপ্রদেশ



৪৫. পাখিয়াং বিমানবন্দর (Pakyoung Airport) ভারতের নিচের কোন রাজ্যে রয়েছে?

(A) সিকিম

(B) অরুণাচল প্রদেশ

(C) নাগাল্যান্ড

(D) আসাম


উত্তরঃ (A) সিকিম



৪৬. ইলেকশন পিটিশন (Election Petition) নিম্নের কোথায় ফাইল করতে হয়?

(A) সুপ্রিম কোর্ট

(B) নির্বাচন কমিশন

(C) লোকসভা সচিবালয়

(D) হাইকোর্ট


উত্তরঃ (D) হাইকোর্ট



৪৭. আলোর প্রতিসরণের সূত্রের প্রবক্তা কে?

(A) নিউটন

(B) আইনস্টাইন

(C) উইলব্রড স্নেলিয়াস

(D) হাইগেন্স


উত্তরঃ (C) উইলব্রড স্নেলিয়াস



৪৮. কোন যন্ত্রের দ্বারা বায়বীয়যানের উচ্চতা পরিমাপ করা হয়?

(A) ব্যারোমিটার

(B) হাইড্রোমিটার

(C) থার্মোমিটার

(D) অল্টিমিটার


উত্তরঃ (D) অল্টিমিটার



৪৯. ভাটিয়ালি গান কোন রাজ্যের একটি বিখ্যাত লোকসংগীত?

(A) আসাম

(B) পশ্চিমবঙ্গ

(C) ওড়িশা

(D) ত্রিপুরা


উত্তরঃ (B) পশ্চিমবঙ্গ


৫০. রাষ্ট্রপতির বিরুদ্ধে ইম্পিচমেন্ট সংসদের কোন কক্ষে উত্থাপন করা যায়?

(A) শুধুমাত্র লোকসভা

(B) শুধুমাত্র রাজ্যসভা

(C) সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে

(D) যেকোনো কক্ষে


উত্তরঃ (D) যেকোনো কক্ষে


আরও পড়ুনঃ

WBP Constable 2025 GK Set - 3

WBP Constable 2025 GK Set - 2

WBP Constable 2025 GK Set - 1


Tags

Post a Comment

0 Comments