WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৩

Ads

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৩

WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০৩


WBP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তেও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি আসা সম্ভাব্য জিকে প্রশ্নগুলোর একটি নির্ভরযোগ্য সেট খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই। এখানে আমরা বাছাই করা সেরা General Knowledge প্রশ্ন ও উত্তর একত্র করেছি, যা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভারতীয় রাজনীতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান—সব বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যাতে খুব স্বল্প সময়ে আপনার রিভিশন সম্পূর্ণ হয়।


WBP Constable 2025 GK

WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই সেট-০৩ অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে!


WBP Constable 2025 GK Set - 3


১. হোমরুল লীগ গঠনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন?

(A) অ্যানি বেসান্ত

(B) রাসবিহারী ঘোষ

(C) গোপাল কৃষ্ণ গোখলে

(D) অম্বিকা চরণ মজুমদার


উত্তরঃ (D) অম্বিকা চরণ মজুমদার



২. নিচের কোন বিকল্পে ফরমালডিহাইড ব্যবহার করা হয়?

(A) পারফিউম

(B) এয়ার কন্ডিশনার (AC)

(C) রেফ্রিজারেটর

(D) অগ্নিনির্বাপক যন্ত্র


উত্তরঃ (A) পারফিউম



৩. নিচের কোন রোগটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়?

(A) ডিপথরিয়া

(B) ডেঙ্গু

(C) নিউমোনিয়া

(D) প্লেগ


উত্তরঃ (B) ডেঙ্গু (এটি ভাইরাসজনিত রোগ)



৪. নিম্নের কোনটি পতঞ্জলির রচনা?

(A) নাট্যশাস্ত্র

(B) মধ্যম বায়োগ

(C) মহাভাষ্য

(D) কাব্যলংকার


উত্তরঃ (C) মহাভাষ্য



৫. মুখ দেখার জন্য সাধারণত কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

(A) উত্তল দর্পণ

(B) অবতল দর্পণ

(C) উপবৃত্তাকার দর্পণ

(D) সমতল দর্পণ


উত্তরঃ (D) সমতল দর্পণ



৬. কাবেরী নদীর প্রধান উৎস কোনটি?

(A) মহাবালেশ্বর শৃঙ্গ

(B) অমরকন্টক মালভূমি

(C) মহেন্দ্রগিরি পাহাড়

(D) ব্রহ্মগিরি পাহাড়


উত্তরঃ (D) ব্রহ্মগিরি পাহাড়



৭. নিম্নলিখিত কোন স্থানে ভূগর্ভস্থ জলস্তর সবচেয়ে বেশি গভীর?

(A) উত্তর ভারতীয় সমভূমি

(B) ছোটনাগপুর মালভূমি

(C) থর মরুভূমি (পশ্চিম রাজস্থান)

(D) উপকূলীয় এলাকা


উত্তরঃ (C) থর মরুভূমি (পশ্চিম রাজস্থান)



৮. ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা কোনটা?

(A) ইন্টেলিজেন্স ব্যুরো (IB)

(B) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)

(C) রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)

(D) ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)


উত্তরঃ (C) রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)



৯. বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় সমভূমির অংশ নিম্নের কোনটি?

(A) করমন্ডল উপকূল

(B) মালাবার উপকূল

(C) কচ্ছ উপকূল

(D) কোঙ্কণ উপকূল


উত্তরঃ (A) করমন্ডল উপকূল



১০. ১৯৩১ সালে সরদার প্যাটেলের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে, মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচির উপর প্রস্তাব কে প্রণয়ন করেছিলেন?

(A) মহাত্মা গান্ধী

(B) পন্ডিত জহরলাল নেহেরু

(C) সুভাষ চন্দ্র বসু

(D) সর্দার বল্লভ ভাই প্যাটেল


উত্তরঃ (B) পন্ডিত জহরলাল নেহেরু



১১. ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল?

(A) রিইমেজাইন, রিক্রিয়েট, রিস্টোর

(B) ইকোসিস্টেম রিস্টোরেশন

(C) বিট প্লাস্টিক পলিউশন

(D) এয়ার পলিউশন


উত্তরঃ (C) বিট প্লাস্টিক পলিউশন



১২. কম্পিউটারকে মালওয়ার থেকে রক্ষা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে?

(A) কম্পাইলার

(B) অপারেটিং সিস্টেম

(C) ডিবাগার

(D) অ্যান্টিভাইরাস সফটওয়্যার


উত্তরঃ (D) অ্যান্টিভাইরাস সফটওয়্যার



১৩. একটি অক্সাইড জলে দ্রবীভূত হয়ে একটি অ্যাসিড তৈরি করলে সেই অক্সাইডটাকে কী বলা হয়?

(A) ক্ষারীয় অক্সাইড

(B) প্রশম অক্সাইড

(C) অ্যাসিডিক অক্সাইড

(D) উভধর্মী অক্সাইড


উত্তরঃ (C) অ্যাসিডিক অক্সাইড



১৪. জিরো ডিগ্রি উষ্ণতায় ৭৬০ মিলিমিটার পারদস্তম্ভের চাপকে কী বলে?

(A) ১ পাস্কাল

(B) ১ টর

(C) ১ বার

(D) ১ অ্যাটমোস্ফিয়ার


উত্তরঃ (D) ১ অ্যাটমোস্ফিয়ার



১৫. কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় দুটি বা ততধিক সরল পদার্থ একত্রিত হয়ে একটি জটিল পদার্থ তৈরি করে?

(A) সংযোজন বিক্রিয়া

(B) বিয়োজন বিক্রিয়া

(C) দহন বিক্রিয়া

(D) প্রতিস্থাপন বিক্রিয়া


উত্তরঃ (A) সংযোজন বিক্রিয়া



১৬. ২০২৫ সালে ভারত কোন দেশের সাথে একটি যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে?

(A) ফ্রান্স

(B) জার্মানি

(C) অস্ট্রেলিয়া

(D) যুক্তরাজ্য (UK)


উত্তরঃ (D) যুক্তরাজ্য (UK)



১৭. ভারতের নির্বাচন কমিশন এসআইআর (SIR)-এর কাজ সহজ করা এবং ভোটার কার্ড সম্পর্কিত সমস্ত সুবিধা প্রদান করার জন্য নিম্নের কোন অ্যাপ চালু করেছে?

(A) ই-ভোটার অ্যাপ

(B) সি-ভিজিল

(C) ইসি আই নেট (ECI Net)

(D) ভোটার হেল্পলাইন অ্যাপ


উত্তরঃ (C) ইসি আই নেট (ECI Net)


১৮. জীববিদ্যার জনক হিসেবে কাকে গণ্য করা হয়?

(A) অ্যারিস্টোটল

(B) লিনিয়াস

(C) ল্যামার্ক

(D) থিওফ্রাস্টাস


উত্তরঃ (A) অ্যারিস্টোটল



১৯. বারিন্দ্র ঘোষের নাম নিচের কোন সংবাদপত্রের সাথে যুক্ত?

(A) সন্ধ্যা

(B) বন্দে মাতরম

(C) সঞ্জীবনী

(D) যুগান্তর


উত্তরঃ (D) যুগান্তর



২০. মহাকাশচারীরা মহাশূন্যে জলের পরিবর্তে কোন ধরনের মিশ্রণ ব্যবহার করে?

(A) জল ও অ্যালকোহল মিশ্রণ

(B) জল এবং অ্যান্টি-ফ্রিজ মিশ্রণ

(C) জল ও অক্সিজেন মিশ্রণ

(D) জল ও গ্লিসারিন মিশ্রণ


উত্তরঃ (B) জল এবং অ্যান্টি-ফ্রিজ মিশ্রণ



২১. চেঙ্গিস খান কার রাজত্বকালে সিন্ধু নদীর তীরে এসেছিলেন?

(A) আলাউদ্দিন খলজি

(B) কুতুবউদ্দিন আইবক

(C) বলবন

(D) ইলতুৎমিশ


উত্তরঃ (D) ইলতুৎমিশ



২২. ভারতের কোন রাজ্যটিতে সর্বাধিক তপশীলী উপজাতি (Scheduled Tribe) রয়েছে?

(A) ওড়িশা

(B) রাজস্থান

(C) মধ্যপ্রদেশ

(D) মহারাষ্ট্র


উত্তরঃ (C) মধ্যপ্রদেশ



২৩. কুনুবার সিং ১৮৫৭ সালের মহাবিদ্রোহে কোন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছিলেন?

(A) লখনৌ

(B) বিহার

(C) ঝাঁসি

(D) কানপুর


উত্তরঃ (B) বিহার



২৪. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশবান্ধব জ্বালানী (ইকোফ্রেন্ডলি ফুয়েল) নয়?

(A) বায়োডিজেল

(B) কয়লা

(C) সিএনজি

(D) এলপিজি


উত্তরঃ (B) কয়লা



২৫. ১৯২১ সালে মোপলা কৃষক বিদ্রোহ কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত?

(A) মহারাষ্ট্র

(B) তামিলনাড়ু

(C) অন্ধ্রপ্রদেশ

(D) কেরালা


উত্তরঃ (D) কেরালা



২৬. ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে (Human Development Report) ভারতের স্থান কত?

(A) ১২৫

(B) ১২৭

(C) ১২৯

(D) ১৩০


উত্তরঃ (D) ১৩০



২৭. বিহারীনাথ পাহাড় কোন জেলায় রয়েছে?

(A) পুরুলিয়া

(B) বীরভূম

(C) বাঁকুড়া

(D) পশ্চিম মেদিনীপুর


উত্তরঃ (C) বাঁকুড়া



২৮. কোন চীনা পর্যটক নালন্দায় ছাত্র এবং শিক্ষক উভয়ই ছিলেন?

(A) ফা-হিয়েন

(B) ইৎ-সিং

(C) সুং য়ুন

(D) হিউয়েন সাং


উত্তরঃ (D) হিউয়েন সাং



২৯. কোন বেদে আর্যদের সপ্তসিন্ধুকে আর্যাবর্ত বলা হয়েছে?

(A) ঋক্‌বেদ

(B) অথর্ববেদ

(C) সামবেদ

(D) যজুর্বেদ


উত্তরঃ (A) ঋক্‌বেদ



৩০. কোন শহর নবাবদের শহর নামে পরিচিত?

(A) কলকাতা

(B) হায়দ্রাবাদ

(C) দিল্লি

(D) লখনৌ


উত্তরঃ (D) লখনৌ



৩১. সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী?

(A) রুবেল

(B) রেনমিনবি

(C) ফ্রাঙ্ক

(D) ওন


উত্তরঃ (C) ফ্রাঙ্ক



৩২. অপারেশন ফ্লাড কত সালে চালু হয়?

(A) ১৯৬৯

(B) ১৯৬২

(C) ১৯৭০

(D) ১৯৭৫


উত্তরঃ (C) ১৯৭০



৩৩. উড়োজাহাজ যখন শব্দের গতিবেগকে অতিক্রম করে তখন যে বিকট শব্দ শোনা যায় তাকে কী বলা হয়?

(A) সাউন্ড ওয়েভ

(B) সনিক বুম

(C) ডপলার এফেক্ট

(D) ম্যাক রেশিও


উত্তরঃ (B) সনিক বুম



৩৪. কোন নীতি বা সূত্র অনুযায়ী একটি চলমান তরল বা গ্যাসের গতিবেগ বাড়লে তার চাপ কমে যায়?

(A) আর্কিমিডিসের নীতি

(B) নিউটনের নীতি

(C) প্যাসকেলের নীতি

(D) বার্নৌলির নীতি


উত্তরঃ (D) বার্নৌলির নীতি



৩৫. লেড পেন্সিলে ব্যবহৃত প্রধান উপাদান কোনটা?

(A) গ্রাফাইট

(B) সিলিকন

(C) চারকোল

(D) শিষা (Lead)


উত্তরঃ (A) গ্রাফাইট



৩৬. হরশংকর ভট্টাচার্য নিচের কোন বাদ্যযন্ত্রের ওস্তাদ?

(A) সেতার

(B) বাঁশি

(C) সানাই

(D) সরোদ


উত্তরঃ (A) সেতার



৩৭. ১৮ শতকের ভারতে 'ক্লাইভের শিয়াল' নামে কে পরিচিত ছিলেন?

(A) সিরাজ-উদ-দৌলা

(B) মির কাসিম

(C) উমিচাঁদ

(D) মীর জাফর


উত্তরঃ (D) মীর জাফর



৩৮. নিম্নের কোনটা সক্রিয় আগ্নেয়গিরি নয়?

(A) মাউন্ট এটনা

(B) মাউন্ট ব্যারেন

(C) মাউন্ট কিলিমাঞ্জারো

(D) মাউন্ট ভিসুভিয়াস


উত্তরঃ (C) মাউন্ট কিলিমাঞ্জারো



৩৯. সাবান প্রস্তুতিতে সাধারণত কোন ক্ষারীয় যৌগটা ব্যবহার করা হয়?

(A) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

(B) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড

(C) পটাসিয়াম হাইড্রোক্সাইড

(D) সোডিয়াম হাইড্রোক্সাইড


উত্তরঃ (D) সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)



৪০. নিচের কোন নদীকে 'মধ্যপ্রদেশের জীবনরেখা' বলা হয়?

(A) তাপ্তি

(B) নর্মদা

(C) চম্বল

(D) মহানদী


উত্তরঃ (B) নর্মদা



৪১. অলিম্পিকে পুরুষ হকিতে ভারত কতবার সোনা জিতেছে?

(A) ৬ বার

(B) ৭ বার

(C) ৯ বার

(D) ৮ বার


উত্তরঃ (D) ৮ বার



৪২. 'বরুণ' নামক নৌমহড়াটি কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

(A) ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র

(B) ভারত ও রাশিয়া

(C) ভারত ও জাপান

(D) ভারত ও ফ্রান্স


উত্তরঃ (D) ভারত ও ফ্রান্স



৪৩. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোন সদস্যকে তার আসন থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে?

(A) অনুচ্ছেদ ১০১

(B) অনুচ্ছেদ ১০২

(C) অনুচ্ছেদ ১০৫

(D) অনুচ্ছেদ ১০৩


উত্তরঃ (B) অনুচ্ছেদ ১০২



৪৪. 'ভারত সেবক সমাজের' প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) বাল গঙ্গাধর তিলক

(B) লালা লাজপত রায়

(C) দাদাভাই নৌরোজি

(D) গোপাল কৃষ্ণ গোখলে


উত্তরঃ (D) গোপাল কৃষ্ণ গোখলে



৪৫. ২০২৫ সালের 'মনোহর পারিক্কর যুববিজ্ঞানী পুরস্কার' কে পেয়েছেন?

(A) ড. আর নারায়ণ

(B) ড. এস সোমনাথ

(C) ড. অমিতাভ ঘোষ

(D) সাই গৌতম গোপালকৃষ্ণান


উত্তরঃ (D) সাই গৌতম গোপালকৃষ্ণান



৪৬. কোনটি সবচেয়ে সাধারণ ধরনের বর্ণান্ধতা?

(A) লাল এবং সবুজ

(B) শুধুমাত্র নীল

(C) শুধুমাত্র লাল

(D) নীল এবং হলুদ


উত্তরঃ (A) লাল এবং সবুজ



৪৭. নিচের কোন লেখক ২০২৫ সালে 'বুকার প্রাইজ' পেয়েছেন?

(A) Kiran Desai

(B) David Szalay

(C) Andrew Miller

(D) Susan Choi


উত্তরঃ (B) David Szalay



৪৮. কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধিরোধক বা গ্রোথ ইনহিবিটার হিসেবে পরিচিত?

(A) 

অক্সিন

(B) জিব্বেরেলিন

(C) সাইটোকাইনিন

(D) অ্যাবসিসিক অ্যাসিড


উত্তরঃ (D) অ্যাবসিসিক অ্যাসিড



৪৯. উইন্ডোজে মুছে ফেলা ফাইলগুলো কোথায় স্থানান্তরিত হয়?

(A) টাস্কবার

(B) কন্ট্রোল প্যানেল

(C) মাই কম্পিউটার

(D) রিসাইকেল বিন


উত্তরঃ (D) রিসাইকেল বিন



৫০. নিম্নলিখিত কোন নিয়োগটি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক করা হয় না?

(A) ভারতের প্রধান বিচারপতি

(B) লোকসভার স্পিকার

(C) বিমান বাহিনী প্রধান

(D) গভর্নর


উত্তরঃ (B) লোকসভার স্পিকার


আরও পড়ুনঃ 

WBP Constable 2025 GK Set - 2

WBP Constable 2025 GK Set - 1



Tags

Post a Comment

0 Comments