২৫ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
আজকের গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।
যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক, আজকের ২৫ নভেম্বর ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স—
২৫ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: লাচিত দিবস কবে পালিত হয়েছে?
উত্তর: ২৪ নভেম্বর
প্রশ্ন: প্রথম ব্লাইন্ড মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৫ কে জিতেছে?
উত্তর: ভারত (নেপালকে পরাজিত করে)
প্রশ্ন: জাতীয় মহিলা কমিশন (NCW) নতুন কোন হেল্পলাইন নম্বর চালু করেছে?
উত্তর: ১৪৪৯০
প্রশ্ন: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?
উত্তর: জাস্টিস সূর্যকান্ত
প্রশ্ন: এসিআইটিআই (ACITI) পার্টনারশিপ কোন তিনটি দেশ শুরু করেছে?
উত্তর: ভারত, অস্ট্রেলিয়া এবং কানাডা
প্রশ্ন: পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় শুরু হয়েছে?
উত্তর: রাজস্থান
প্রশ্ন: নৌবাহিনীর ভারতের প্রথম ডুবোজাহাজ-বিরোধী যুদ্ধ জাহাজ আইএনএস মাহে-এর জলাভিবরণ কোথায় হয়েছে?
উত্তর: মুম্বাই
প্রশ্ন: ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ পুরুষ এককের খেতাব কে জিতেছেন?
উত্তর: লক্ষ্য সেন
প্রশ্ন: বধির অলিম্পিক শুটিংয়ে ভারতের প্রাঞ্জলি প্রশান্ত ধুমাল ২৫ মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছেন?
উত্তর: স্বর্ণপদক
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা কোন দেশকে পোলিও-মুক্ত ঘোষণা করা হয়েছে?
উত্তর: ইন্দোনেশিয়া
প্রশ্ন: ভারত বাণিজ্য প্রচার সংস্থার (ITPO) চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: জাভেদ আশরাফ
প্রশ্ন: কে ২০২৫ লাস ভেগাস গ্রাঁ প্রি জিতেছেন?
উত্তর: ম্যাক্স ভাস্টাপেন
প্রশ্ন: কোন দেশ টানা দ্বিতীয়বারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ জিতেছে?
উত্তর: ভারত (তাইওয়ানকে পরাজিত করে)
প্রশ্ন: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ষষ্ঠ আন্তর্জাতিক শস্য বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন কোন শহরে করেছেন?
উত্তর: নয়াদিল্লি
প্রশ্ন: ডিজিটাল এবং STEM শিক্ষার জন্য Samsung কোথায় ডিজিআরিবু (DigiArivu) শুরু করেছে?
উত্তর: তামিলনাড়ু
আরও পড়ুনঃ
✅ ২৪ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
✅ ২৩ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
✅ ২২ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


Please do not enter any spam link in the comment box.