WBP Constable 2025 GK: শেষ মুহূর্তের বাছাই করা সেরা জিকে প্রশ্ন ও উত্তর সেট - ০২
WBP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তেও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি আসা সম্ভাব্য জিকে প্রশ্নগুলোর একটি নির্ভরযোগ্য সেট খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই। এখানে আমরা বাছাই করা সেরা General Knowledge প্রশ্ন ও উত্তর একত্র করেছি, যা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভারতীয় রাজনীতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান—সব বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যাতে খুব স্বল্প সময়ে আপনার রিভিশন সম্পূর্ণ হয়।
WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই সেট-০২ অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে!
WBP Constable 2025 GK Set - 2
১. ব্রিটিশ সরকার ১৯১৯ সালের ভারত শাসন আইন পর্যালোচনা করার জন্য কোন কমিশনটা নিয়োগ করেছিল?
(A) হান্টার কমিশন
(B) ক্যাবিনেট মিশন
(C) সাইমন কমিশন
(D) ক্রিপস মিশন
উত্তরঃ (C) সাইমন কমিশন
২. জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি (Lucknow Pact) কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ১৯০৭ সালে
(B) ১৯০৯ সালে
(C) ১৯১৬ সালে
(D) ১৯২২ সালে
উত্তরঃ (C) ১৯১৬ সালে
৩. উগ্রসেন উপাধি কে গ্রহণ করেছিলেন?
(A) শিশুনাগ
(B) অজাতশত্রু
(C) বিম্বিসার
(D) মহাপদ্মনন্দ
উত্তরঃ (D) মহাপদ্মনন্দ
৪. নীল বিদ্রোহের প্রতি সমর্থন জানানো 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(A) গিরিশচন্দ্র ঘোষ
(B) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(C) শিশির কুমার ঘোষ
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (B) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
৫. বারদৌলি সত্যাগ্রহের (১৯২৮) নেতা কে ছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) জওহরলাল নেহেরু
(C) সরদার বল্লভ ভাই প্যাটেল
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ (C) সরদার বল্লভ ভাই প্যাটেল
৬. সতীদাহ প্রথা কবে এবং কার দ্বারা বাতিল হয়েছিল?
(A) ১৮২৯, লর্ড ডালহৌসি
(B) ১৮২৯, লর্ড উইলিয়াম বেন্টিং
(C) ১৮৩৫, লর্ড ক্যানিং
(D) ১৮৩৯, লর্ড হেস্টিংস
উত্তরঃ (B) ১৮২৯, লর্ড উইলিয়াম বেন্টিং
৭. সর্বপ্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?
(A) ফা-হিয়েন
(B) হিউয়েন সাং
(C) আল বিরুনি
(D) মেগাস্থিনিস
উত্তরঃ (D) মেগাস্থিনিস
৮. বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য 'হাম্পির রথ' কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (C) কর্ণাটক
৯. 'নীলদর্পণ' নাটকটি কার লেখা?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) হরিশ্চন্দ্র মুখার্জি
(C) দীনবন্ধু মিত্র
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (C) দীনবন্ধু মিত্র
১০. বিখ্যাত সুফিসন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়া নিম্নলিখিত কোন সুলতানের সমসাময়িক ছিলেন না?
(A) আলাউদ্দিন খলজি
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) গিয়াসউদ্দিন তুঘলক
(D) কুতুবউদ্দিন আইবক
উত্তরঃ (B) ফিরোজ শাহ তুঘলক
১১. নিচের কোন পর্বত শৃঙ্গের অপর নাম 'সাগরমাথা'?
(A) কাঞ্চনজঙ্ঘা
(B) মাউন্ট এভারেস্ট
(C) কেটু (K2)
(D) নাঙ্গা পর্বত
উত্তরঃ (B) মাউন্ট এভারেস্ট
১২. পৃথিবীর আবর্তন গতির ফলে এক ঘন্টায় কত দ্রাঘিমাংশ পরিবর্তিত হয়?
(A) ১ ডিগ্রি
(B) ১০ ডিগ্রি
(C) ১৫ ডিগ্রি
(D) ৩০ ডিগ্রি
উত্তরঃ (C) ১৫ ডিগ্রি
১৩. ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়?
(A) ত্রিকুট পাহাড়
(B) পরেশনাথ পাহাড়
(C) রাজমহল পাহাড়
(D) ছোটনাগপুর মালভূমি
উত্তরঃ (A) ত্রিকুট পাহাড়
১৪. ভারতের কোন নদীতে সোমশীলা বাঁধ (Somasila Dam) নির্মিত হয়েছে?
(A) কৃষ্ণা নদী
(B) কাবেরী নদী
(C) পেন্নার নদী
(D) গোদাবরী নদী
উত্তরঃ (C) পেন্নার নদী
১৫. ভারতের মোট ক্ষেত্রফলের প্রায় ৪০ শতাংশে কোন ধরনের মাটি পাওয়া যায়?
(A) পলিমাটি
(B) কৃষ্ণ মৃত্তিকা
(C) ল্যাটেরাইট মাটি
(D) লোহিত মৃত্তিকা
উত্তরঃ (A) পলিমাটি
১৬. আইনসভার জননী (Mother of Parliaments) কোনটাকে বলা হয়?
(A) ভারতীয় সংসদ
(B) মার্কিন কংগ্রেস
(C) ব্রিটিশ পার্লামেন্ট
(D) ফরাসি সংসদ
উত্তরঃ (C) ব্রিটিশ পার্লামেন্ট
১৭. রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে?
(A) আর্টিকেল ৪৯
(B) আর্টিকেল ৫২
(C) আর্টিকেল ৫৪
(D) আর্টিকেল ৬১
উত্তরঃ (C) আর্টিকেল ৫৪
১৮. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের নির্বাচন কমিশনকে দেশে নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়?
(A) আর্টিকেল ৩১৮
(B) আর্টিকেল ৩২০
(C) আর্টিকেল ৩২২
(D) আর্টিকেল ৩২৪
উত্তরঃ (D) আর্টিকেল ৩২৪
১৯. নাবার্ডের (NABARD) সম্পূর্ণ নাম কী?
(A) ন্যাশনাল অ্যাসেসমেন্ট বোর্ড ফর রুরাল ডেভেলপমেন্ট
(B) ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
(C) ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড রুরাল ডেমোগ্রাফি
(D) ন্যাশনাল ব্যাংক ফর অটোমোবাইল অ্যান্ড রেলওয়ে ডেভেলপমেন্ট
উত্তরঃ (B) ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
২০. কোল ইন্ডিয়ার (Coal India) সদর দপ্তর কোথায় রয়েছে?
(A) ধানবাদ
(B) রাঁচি
(C) মুম্বাই
(D) কলকাতা
উত্তরঃ (D) কলকাতা
২১. কোন উষ্ণতায় জল তার **সর্বোচ্চ ঘনত্ব** (Maximum Density) লাভ করে?
(A) 0°C
(B) 100°C
(C) 4°C
(D) -4°C
উত্তরঃ (C) 4°C
২২. দেহের সৈনিক (Soldier of the body) কাকে বলা হয়?
(A) লোহিত রক্তকণিকা (RBC)
(B) শ্বেত রক্তকণিকা (WBC)
(C) অণুচক্রিকা (Platelet)
(D) প্লাজমা
উত্তরঃ (B) শ্বেত রক্তকণিকা (WBC)
২৩. ভারতের মহাকাশ গবেষণার জনক (Father of Indian Space Program) কাকে বলা হয়?
(A) বিক্রম সারাভাই
(B) হোমি জাহাঙ্গীর ভাবা
(C) সতীশ ধাওয়ান
(D) এ.পি.জে. আব্দুল কালাম
উত্তরঃ (A) বিক্রম সারাভাই
২৪. আলোক রাসায়নিক ধোঁয়াসা (Photochemical Smog) তৈরির সময় নিচের কোনটা উৎপন্ন হয়?
(A) সালফার ডাই অক্সাইড
(B) নাইট্রোজেন অক্সাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) হাইড্রোজেন সালফাইড
উত্তরঃ (B) নাইট্রোজেন অক্সাইড
২৫. অগ্নিনির্বাপক যন্ত্রে (Fire Extinguisher) কোন গ্যাস ব্যবহার করা হয়?
(A) অক্সিজেন
(B) কার্বন ডাই অক্সাইড
(C) নাইট্রোজেন
(D) আর্গন
উত্তরঃ (B) কার্বন ডাই অক্সাইড
২৬. শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় সেটাকে কী বলে?
(A) রেচন
(B) শ্বসন
(C) মেটাবলিজম (বিপাক)
(D) পরিপাক
উত্তরঃ (C) মেটাবলিজম (বিপাক)
২৭. কোন কোষ অঙ্গাণু বিষাক্ত পদার্থ আর ওষুধের বিষ নিষ্কাশন করে?
(A) মাইটোকন্ড্রিয়া
(B) লাইসোজোম
(C) নিউক্লিয়াস
(D) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
উত্তরঃ (D) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
২৮. ওয়াশিং সোডা (Washing Soda) কী?
(A) একটি আম্লিক লবণ
(B) একটি প্রশম লবণ
(C) একটি ক্ষারীয় লবণ
(D) একটি অ্যাসিড
উত্তরঃ (C) একটি ক্ষারীয় লবণ
২৯. ফেডরিক ওলার 'ইউরিয়া' তৈরির জন্য নিচের কোন যৌগ ব্যবহার করেছিলেন?
(A) পটাশিয়াম সায়ানেট
(B) অ্যামোনিয়া সায়ানেট
(C) সোডিয়াম সায়ানেট
(D) ক্যালসিয়াম সায়ানেট
উত্তরঃ (B) অ্যামোনিয়া সায়ানেট
৩০. ভারতের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেছিল?
(A) ইংরেজ
(B) পর্তুগিজ
(C) ওলন্দাজ
(D) ফরাসি
উত্তরঃ (B) পর্তুগিজ
৩১. ডিআরডিওর (DRDO) কার্যালয় কোথায়?
(A) নতুন দিল্লি
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) বেঙ্গালুরু
উত্তরঃ (A) নতুন দিল্লি
৩২. ফিল্ড হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকেন?
(A) ৯ জন
(B) ১০ জন
(C) ১১ জন
(D) ১২ জন
উত্তরঃ (C) ১১ জন
৩৩. দিগম্বর সম্প্রদায়টা নিম্নলিখিত কোন ধর্মের অন্তর্গত?
(A) হিন্দুধর্ম
(B) বৌদ্ধধর্ম
(C) শিখধর্ম
(D) জৈনধর্ম
উত্তরঃ (D) জৈনধর্ম
৩৪. 'ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল' (Man is a social animal) – এই উক্তিটি কার?
(A) প্লেটো
(B) সক্রেটিস
(C) অ্যারিস্টটল
(D) রুশো
উত্তরঃ (C) অ্যারিস্টটল
৩৫. কোন ভারতীয় ভাষা সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার একটি সরকারি ভাষা হিসেবেও স্বীকৃত?
(A) হিন্দি
(B) তেলুগু
(C) মালয়ালম
(D) তামিল
উত্তরঃ (D) তামিল
আরও পড়ুনঃ
✅ WBP Constable 2025 GK Set - 1


Please do not enter any spam link in the comment box.