২৭ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
আজকের গুরুত্বপূর্ণ ২৭ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।
যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক, আজকের ২৭ নভেম্বর ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স—
২৭ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
১. জাতীয় সংবিধান দিবস কবে পালিত হয়েছে?
উত্তরঃ ২৬ নভেম্বর।
২. সম্প্রতি কে মহিলা কাবাডি বিশ্বকাপ ২০২৫ জিতেছে?
উত্তরঃ ভারত (দ্বিতীয়বার)।
৩. সম্প্রতি কোন রাজ্য সরকার তার বার্ষিক জনপরিষেবা প্রচার অভিযান 'আপকি যোজনা আপকি সরকার আপকে দ্বারা' শুরু করেছে?
উত্তরঃ ঝাড়খণ্ড।
৪. সম্প্রতি কে আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠানের (International IDEA) সভাপতির পদ সামলাবেন?
উত্তরঃ জ্ঞানেশ কুমার (ভারতের মুখ্য নির্বাচন কমিশনার)।
৫. সম্প্রতি কোন দেশ 'আঙ্গারা ১.২ লাইট লঞ্চ ভেহিকেল' (Angara 1.2 Light Launch Vehicle) থেকে সফলভাবে গোপন সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে?
উত্তরঃ রাশিয়া (রূস)।
৬. সম্প্রতি ড. টি এও জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল লীগ কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ নাগাল্যান্ডে।
৭. সম্প্রতি কে কমনওয়েলথ গেমস ২০২৫-এর আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে?
উত্তরঃ ভারত (হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে)।
৮. সম্প্রতি 'মঙ্গসির বাগবাল' উৎসব কোন রাজ্যে পালিত হয়েছে?
উত্তরঃ উত্তরাখণ্ডে।
৯. সম্প্রতি জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি হয়েছে?
উত্তরঃ জাকার্তা (৪ কোটি ১৯ লক্ষ জনসংখ্যা নিয়ে)।
১০. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে 'সূর্য কিরণ' (Surya Kiran) সামরিক মহড়ার ১৯তম সংস্করণটি উত্তরাখণ্ডের পিথোরাগড়ে শুরু হয়েছে?
উত্তরঃ নেপাল।
১১. সম্প্রতি ওয়ার্ল্ড বক্সিং (World Boxing)-এর সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ গেনাডি গোলোভকিন (Gennady Golovkin)।
১২. সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫-এর ১৮তম সংস্করণটি কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ ভারতে।
১৩. সম্প্রতি প্রকাশিত 'উন্নয়ন প্রতিশ্রুতি সূচক' (Development Commitment Index) ২০২৫-এ কোন দেশ শীর্ষে রয়েছে?
উত্তরঃ সুইডেন (ভারত ৩৬তম স্থানে)।
১৪. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Safran Aircraft Engine Services India (SAESI) সুবিধার ভার্চুয়াল উদ্বোধন কোথায় করেছেন?
উত্তরঃ হায়দ্রাবাদে।
১৫. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিখদের নবম গুরু, শ্রী গুরু তেগ বাহাদুর জি-এর নামে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছেন?
উত্তরঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
আরও পড়ুনঃ
✅ ২৬ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
✅ ২৫ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


Please do not enter any spam link in the comment box.