8th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
8th March 2023 - Daily Current Affairs in Bengali |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে 8th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে পাবেন current affairs MCQs in bengali.
8th March 2023 - Daily Current Affairs in Bengali তে আপনাদের জন্য 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে।
8th March 2023 - Daily Current Affairs in Bengali
1. ভারতের নতুন Controller General of Accounts পদে কে নিযুক্ত হলেন?
2. ক্রাউন প্রিন্স, শেখ আহমেদ নওয়াফ আল-সাবাহ কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
3. কোন ব্যাঙ্ক ভারতকে তার স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে $1 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে চলেছে?
4. ভোপালে 7th International Dharma Dhamma Conference এর উদ্বোধন করলেন কে?
5. বিচারপতি অমিত শর্মা কোন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন?
6. 2023 Women's Snooker World Cup কোথায় অনুষ্ঠিত হল?
7. V-dem democracy report 2023 অনুসারে Electoral Democracy Index এ ভারতের স্থান কত?
8. ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে FRINJEX-23 নামে মিলিটারি অনুসরণ অনুষ্ঠিত হতে চলেছে?
9. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের জন্য Ladli Bahna Scheme লঞ্চ করল?
10. কোন রেসিং ড্রাইভার Baharin Grand Prix 2023 শিরোপা জিতলেন?
Read More...
◾ 7th March 2023 - Daily Current Affairs in Bengali
আরও পড়ুন...
◾ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা
◾ ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা
◾ ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of India
Please do not enter any spam link in the comment box.