22nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
22nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
22nd April 2023 - Daily Current Affairs in Bengali তে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
22nd April 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 সান্তোকবা মানবিক পুরস্কার (2023 Santokbaa Humanitarian Award) এ কে ভূষিত হলেন?
A) রতন টাটা
B) কৈলাস সত্যার্থী
C) এ এস কিরন কুমার
D) সোনম ওয়াংচুক
উত্তরঃ D) সোনম ওয়াংচুক
2. ডিজিটাল লেনদেনে ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে?
A) ব্যাঙ্গালোর
B) কলকাতা
C) মুম্বাই
D) দিল্লি
উত্তরঃ A) ব্যাঙ্গালোর
3. জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A) অনিল চৌহান
B) সন্দীপ সিং
C) অজয় কাপুর
D) সুনীল কুমার
উত্তরঃ B) সন্দীপ সিং
4. পার্টনার পোর্টাল মোবাইল অ্যাপ কোন মন্ত্রণালয় চালু করেছে?
A) Foreign Ministry
B) Home Ministry
C) Ministry of Agriculture
D) Ministry of Education
উত্তরঃ C) Ministry of Agriculture
5. ভারতীয় সেনাবাহিনীর সামরিক কর্মীদের চীনা ভাষা প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করল?
A) মুম্বাই বিশ্ববিদ্যালয়
B) তেজপুর বিশ্ববিদ্যালয় (আসাম)
C) দিল্লি বিশ্ববিদ্যালয়
D) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
উত্তরঃ B) তেজপুর বিশ্ববিদ্যালয় (আসাম)
6. অষ্টম ভারত-থাইল্যান্ড প্রতিরক্ষা সংলাপ কোথায় আয়োজিত হচ্ছে?
A) ঢাকা
B) মুম্বাই
C) দিল্লি
D) ব্যাংকক
উত্তরঃ D) ব্যাংকক
7. কোন রাজ্য 'প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা'র (PMFBY) জন্য জাতীয় পুরস্কার পেলেন?
A) ঝাড়খন্ড
B) উত্তরাখণ্ড
C) কর্ণাটক
D) তামিলনাড়ু
উত্তরঃ C) কর্ণাটক
8. HDFC Bank এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) মনীষ শর্মা
B) ভবেশ আইয়ার
C) জয়ন্ত সিনহা
D) কাইজাদ ভরুচা
উত্তরঃ D) কাইজাদ ভরুচা
9. Miguel Diaz Canel কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেন?
A) কিউবা
B) থাইল্যান্ড
C) মালয়েশিয়া
D) সিঙ্গাপুর
উত্তরঃ A) কিউবা
10. জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ারের কাছ থেকে জার্মানির সর্বোচ্চ অর্ডার অফ মেরিট কে পেয়েছেন?
A) Irene Kasner
B) Angela Merkel
C) Annalena Baerbock
D) Joachim Sauer
উত্তরঃ B) Angela Merkel
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.