3rd June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
3rd June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
3rd June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
3rd June 2023 - Daily Current Affairs in Bengali
1. বিশ্ব আবহাওয়া সংস্থার সভাপতি পদে কে নির্বাচিত হলেন?
A) রোহিত শেঠি
B) মৃত্যুঞ্জয় মহাপাত্র
C) অংশুমালী রাস্তগী
D) ড: আবদুল্লাহ আল মানসুদ
উত্তরঃ D) ড: আবদুল্লাহ আল মানসুদ
2. 'Ringside' শিরোনামে বইটির লেখক কে?
A) বিমল জানা
B) অপরেশ বর্মা
C) ড: বিজয় দারদা
D) চেতন ভগত
উত্তরঃ C) ড: বিজয় দারদা
3. SAIL এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) সঞ্জয় বর্মা
B) অমরেন্দু প্রকাশ
C) রবীন্দ্র শর্মা
D) সঞ্জু তিওয়ারি
উত্তরঃ B) অমরেন্দু প্রকাশ
4. কোন রাজ্য সরকার স্কুল ছুট শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার জন্য NIOS এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?
A) হরিয়ানা
B) তামিলনাড়ু
C) মধ্যপ্রদেশ
D) মেঘালয়
উত্তরঃ D) মেঘালয়
5. Edgars Rinkevies কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
A) ঘানা
B) কানাডা
C) লাটভিয়া
D) ক্রোয়েশিয়া
উত্তরঃ C) লাটভিয়া
6. Hockey Junior Asia Cup Championship 2023 কোন দেশ জয়লাভ করল?
A) ভারত
B) পাকিস্তান
C) বাংলাদেশ
D) মালয়েশিয়া
উত্তরঃ A) ভারত
7. Mangalore Refinery and Petrochemicals Limited (MRPL) এর ম্যানেজিং ডিরেক্টর এর অতিরিক্ত পদে কে নিযুক্ত হলেন?
A) জয়ন্ত কুমার সিং
B) রবীন্দ্র শর্মা
C) সঞ্জয় বর্মা
D) সঞ্জু তিওয়ারি
উত্তরঃ C) সঞ্জয় বর্মা
8. কোন কোম্পানি ভারতের প্রথম ডায়াবেটিক রোগীদের জন্য বীমা পরিষেবা চালু করলো?
A) LIC
B) Tata Aia
C) Bajaj Allianz
D) Reliance Life Insurance
উত্তরঃ C) Bajaj Allianz
9. International Civil Aviation Organisation (ICAO) এ ভারতের প্রতিনিধি হিসেবে কে নিযুক্ত হলেন?
A) রকি শর্মা
B) অংশুমালী রাস্তগী
C) তপন কামাথ
D) শশী কুমার শর্মা
উত্তরঃ B) অংশুমালী রাস্তগী
10. বামিংহামের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হলেন কে?
A) দিলীপ বড়ুয়া
B) চমন লাল
C) গগন মেহেতা
D) প্রভাস মজুমদার
উত্তরঃ B) চামল লাল
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.