Ads Area

4th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

4th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

4th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
4th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

4th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 12টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



4th June 2023 - Daily Current Affairs in Bengali


1. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ৫২তম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?


A) প্রমোদ মিশ্র

B) জনার্দন প্রসাদ

C) তপন বাগচী

D) দ্বিগবিজয় চৌতালা


উত্তরঃ B) জনার্দন প্রসাদ


2. কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে অহিল্যাবাই হোলকার রাখা হলো?


A) মহারাষ্ট্র

B) হরিয়ানা

C) উত্তর প্রদেশ

D) উত্তরাখণ্ড


উত্তরঃ A) মহারাষ্ট্র


3. UPSC এর সদস্য পদে কে শপথ গ্রহণ করলেন?


A) বিদ্যুৎ বিহারী সোয়াইন

B) সোমনাথ শর্মা

C) ভরত দাস

D) অমর শর্মা


উত্তরঃ A) বিদ্যুৎ বিহারী সোয়াইন


4. 100টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের Alstom কোম্পানি?


A) থাইল্যান্ড

B) ফ্রান্স

C) জাপান

D) জার্মানি


উত্তরঃ B) ফ্রান্স


5. কে Air Officer-in-Charge Administration (AOA) এর দায়িত্বভার গ্রহণ করলেন?


A) ইন্দ্রনীল শর্মা

B) রমেশ আইয়ার

C) রাজেশ কুমার আনন্দ

D) রাজেশ মালহোত্রা


উত্তরঃ C) রাজেশ কুমার আনন্দ


6. কোন দেশ প্রথম commercial grade satellite লঞ্চ করলো?


A) ভারত

B) দক্ষিণ কোরিয়া

C) বেলজিয়াম

D) জাপান


উত্তরঃ B) দক্ষিণ কোরিয়া


7. Kheer Bhawani Mela 2023 এর আয়োজন করা হলো কোথায়?


A) জম্মু-কাশ্মীর

B) ছত্রিশগড়

C) তামিলনাড়ু

D) লাদাখ


উত্তরঃ A) জম্মু-কাশ্মীর


8. UPI তে 2 লক্ষ টাকা Rupay ক্রেডিট কার্ড লিঙ্ক করা প্রথম পেমেন্ট অ্যাপ কোনটি?


A) Phonepe

B) Bharatpay

C) Paytm

D) Google pay


উত্তরঃ A) Phonepe


9. বিশ্ব সাইকেল দিবস কবে পালিত হয়?


A) 1 জুন

B) 2 জুন

C) 3 জুন

D) 4 জুন


উত্তরঃ C) 3 জুন


10. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে উন্নীত হলেন?


A) প্রতিমা ভাল্লার

B) রত্না শর্মা

C) অনুসূয়া ভাল্লার

D) রিতা প্যাটেল


উত্তরঃ A) প্রতিমা ভাল্লার


11. বিশ্ব আবহাওয়া সংস্থার (WHO) প্রথম মহিলা মহাসচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?


A) অ্যাঞ্জেলা মার্কেল

B) সেলেস্তে সাওলো

C) ক্রিস্টিন লাগার্ড

D) উরসুলা ভন ডের লেইন


উত্তরঃ B) সেলেস্তে সাওলো


12. কোন কোম্পানিকে নেপালে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমতি দেওয়া হয়েছে?


A) Satluj Jal Vidyut Corporation

B) National Hydroelectric Power Corporation

C) Tehri Hydro Development Corporation Limited

D) Northeast Electric Power Company


উত্তরঃ A) Satluj Jal Vidyut Corporation



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad