Ads Area

General knowledge in bengali with answers - Part 60 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers - Part 60 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers - Part 60
General knowledge in bengali with answers - Part 60

বাংলা জিকে ডায়েরি 📘

General knowledge in bengali with answers এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General knowledge in bengali with answers পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General knowledge in bengali with answers যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই General knowledge in bengali with answers পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General knowledge in bengali with answers


১। হেরোইন কোথা থেকে পাওয়া যায়?

➥ আফিম থেকে



২। আয়োডাইজড খাদ্যলবণে আয়োডিনের কোন যৌগ থাকে?

➥ পটাশিয়াম আয়োডাইট



৩। নক্ষত্রের আলো মিটমিট করে কেন?

➥ অপবর্তন



৪। কোন ধর্মের সাহায্যে কোলয়েড ও প্রকৃত দ্রবণের পার্থক্য দ্রুত বোঝা যায়?

➥ কোলয়েডের 'টিন্ডাল প্রভাব' ধর্মের সাহায্যে



৫। মানব দেহে মাথার চুলে কোন প্রোটিন থাকে?

➥ কেরাটিন



৬। কোন ব্যাকটেরিয়া ড্রেনের ময়লার পচন ঘটিয়ে ড্রেনকে পরিষ্কার করে?

➥ এন্টারোব্যাক্টর



৭। সাপের কামড়ের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়?

➥ অ্যান্টিভেনম



৮। পৃথিবীর কোন স্থানে কোনো বস্তু ভারশূন্য হয়ে যায়?

➥ কেন্দ্রে



৯। লালচে গরম লোহার ওপর দিয়ে বাষ্প চালনা করলে কোন গ্যাস উৎপাদিত হয়?

➥ হাইড্রোজেন



১০। অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন কে?

➥ মার্কিন পদার্থবিদ রবার্ট মিলিকান



১১। কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল?

➥ ওয়ারেন হেস্টিংস



১২। ১৮৫৭ সালে 'সিপাহী বিদ্রোহ'এর সময় সিপাহীরা কোন মোগল সম্রাটকে 'স্বাধীন ভারতের সম্রাট' বলে ঘোষণা করেছিল?

➥ দ্বিতীয় বাহাদুর শাহ



১৩। ১৭৬০ সালে 'উদগীরের সন্ধি' কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

➥ নিজাম ও বালাজি বাজিরাও



১৪। ১৮৭০ সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কাজ শুরু হয়?

➥ লর্ড মেয়ো



১৫। অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই ৪টি ভাগে কোন শাস্ত্র বিভক্ত?

➥ জৈন



১৬। সম্রাট অশোকের সময়ে দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয়?

➥ ব্রাহ্মী



১৭। 'খানুয়ার যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল?

➥ বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে)



১৮। আলবিরুণী কখন ভারতে আসেন?

➥ সুলতান মামুদের ভারত আক্রমণকালে



১৯। 'হিন্দু মিশনারি সমিতি' ভারতের কোন রাজ্যে স্থাপিত হয়েছিল?

➥ মহারাষ্ট্র



২০। মহেঞ্জোদারোতে শীলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কিসের মূর্তি?

➥ শিবের আদি মূর্তি



২১। 'মন্থকূপ' নদীর কোন গতিতে দেখা যায়?

➥ পার্বত্য গতি



২২। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি?

➥ গ্র্যান্ড ক্যানাল



২৩। 'চম্বল প্রকল্প'এর নাম কোন বাঁধের সঙ্গে যুক্ত?

➥ রাণাপ্রতাপ



২৪। 'ড্রামলিন' কেমন দেখতে?

➥ উল্টানো নৌকার মতো



২৫। 'কুদ্রেমুখ' লৌহ খনি ভারতের কোন রাজ্যে আছে?

➥ কর্ণাটক



২৬। 'পিচোলা' হ্রদ ভারতের কোন রাজ্যের কোন শহরে আছে?

➥ রাজস্থানের উদয়পুর শহরে



২৭। 'সর্দার সরোবর প্রকল্প' কোন নদীর সঙ্গে সম্পর্কিত?

➥ নর্মদা



২৮। কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

➥ ঝিলাম



২৯। ভারতের কোন রাজ্যে পলিমাটি সব থেকে কম দেখা যায়?

➥ মধ্যপ্রদেশ



৩০। ভারতের বৃষ্টিপাতকে কোন বায়ু নিয়ন্ত্রণ করে?

➥ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু




আরো পড়ুন...

General knowledge in bengali with answers

WBPSC Food SI GK Mock Test in Bengali Part - 11

পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF | Important Gulf of the World PDF

ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন

ব্রিটিশ শাসনাধীন সময়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে স্থাপিত কিছু রাজনৈতিক সংগঠন



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad