বাংলায় সাধারণ জ্ঞান – পার্ট ১০৫ | প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিন
![]() |
বাংলায় সাধারণ জ্ঞান – পার্ট ১০৫ |
আপনি যদি WBCS, SSC, UPSC, অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সাধারণ জ্ঞান সিরিজটি আপনার জন্য। প্রতিটি প্রশ্ন পরীক্ষায় উপস্থিত হতে পারে এমন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। এই পর্বে ৪৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে যা আপনার প্রস্তুতিকে শক্তিশালী করবে। আজকের প্রশ্নগুলি একবার দেখে নিন!
বাংলায় সাধারণ জ্ঞান – পার্ট ১০৫
1. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত?
➟ ৩টি (CH3COCOOH)।
2. স্বাভাবিক ও সম্পূর্ণ সংবহনকালের সময়কাল কত?
➟ প্রায় ২৩-২৮ সেকেন্ড।
3. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
➟ শিপ্রা নদী
4. যােগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➟ কর্ণাটক
5. ভারতের রূঢ় কাকে বলা হয়?
➟ দুর্গাপুরকে।
6. সােনা উৎপাদনে পৃথিবীতে বৃহত্তম দেশ কোনটি?
➟ দক্ষিণ আফ্রিকা।
7. ভারতের বৃহত্তম বাঁধ কোনটি?
➟ তেহরি বাঁধ
8. পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটি?
➟ কিউবা।
9. ইতিহাসখ্যাত ‘পলাশী’ স্থানটি কোথায় অবস্থিত?
➟ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়
10. জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?
➟ পাললিক শিলায়
11. ভারতের দক্ষিণাঞ্চলে 'ডেকান ট্র্যাপ’ কোন শিলা দ্বারা গঠিত?
➟ ব্যাসল্ট শিলা
12. পৃথিবীর কোন দেশকে ' পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ’ (epitome of the world) বলে আখ্যা দেওয়া হয়?
➟ ভারতকে।
13. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
➟ টাইফুন (Typhoon)।
14. অস্ট্রেলিয়ার ঘূর্ণবাত কি নামে পরিচিত?
➟ উইলি উইলি (Willy - Willy)।
15. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
➟ গুরুশিখর।
16. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
➟ কুঞ্চিকাল জলপ্রপাত।
17. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
➟ পামীর মালভূমি।
18. ‘পঞ্চনদের দেশ' কাকে বলা হয়?
➟ পাঞ্জাবকে।
19. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালােক দেখা যায়?
➟ নরওয়ে।
20. লােকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➟ মণিপুর।
21. ফ্যাসিওলা (Fasciola) পরজীবীটি প্রাণীদেহের কোথায় বাস করে?
➟ লিভার এবং পিত্ত নালীতে।
22. চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি
➟ ফুলকা।
23. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী?
➟ সমান্তরাল শিরাবিন্যাস।
24. কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে?
➟ ওল, কচু।
25. উপপত্র কাঁটার রূপ নেয় কোন গাছে?
➟ বাবলা।
26. কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞ্চয় কোথায় দেখা যায়?
➟ কিছু গাছের কান্ডে দেখা যায়, যেমন - আলু, ওল, এবং আদা।
27. কোন উদ্ভিদের চোষক মূল আছে?
➟ স্বর্ণলতা।
28. ব্লাড ব্যাঙ্কে কী ধরণের তঞ্চনরোধক ব্যবহৃত হয়?
➟ সোডিয়াম সাইট্রেট।
29. কোন শ্রেণির রক্তে কোনো অ্যান্টিজেন নেই?
➟ O শ্রেণির রক্তে।
30. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে?
➟ 200 বছর।
31. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরোধ করে?
➟ ইওসিনোফিল।
32. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত?
➟ 150-250 mg/100 ml.
33. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রোগ?
➟ নীলব্যাধি বা সায়ানোসিস।
34. চালতার ভোজ্য অংশ কোনটি?
➟ বৃত্যাংশ।
35. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন অঙ্গকে বলে?
➟ যকৃত।
36. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয়?
➟ ফ্যাট।
37. লোহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয়?
➟ পলিসাইথেমিয়া।
38. Birbal Sahani Institute of Paleobotany কোথায় আছে?
➟ লখনৌয়ে।
39. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে?
➟ -170 Degree C
40. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে?
➟ স্তম্ভকার।
41. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে?
➟ লিথোসিস্ট।
42. বিছুটি পাতার দংশক রোম গঠনগতভাবে কী?
➟ বিশেষ ধরণের গ্রন্থিরোম।
43. মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC'র গড় সংখ্যা কত?
➟ 6,000
44. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
➟ গ্লুকোজের ফসফোরিলেশন।
এই পর্বের প্রতিটি প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে। নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। তাই নিয়মিত পড়তে থাকুন। আমাদের বাংলা জিকে সিরিজ - প্রতিদিনের প্রস্তুতি আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যাবে। আপনার মতামত এবং মন্তব্য শেয়ার করতে ভুলবেন না! ✅📘
আরো পড়ুন...
➜ General Knowledge in Bengali – Part 104
➜ General Knowledge in Bengali – Part 103
➜ General Knowledge in Bengali – Part 102
Please do not enter any spam link in the comment box.