WBSSC Group C & D 2025 GK - বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা | Art & Culture GK

Ads

WBSSC Group C & D 2025 GK - বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা | Art & Culture GK

WBSSC Group C & D 2025 GK - বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা | Art & Culture GK


WBSSC Group C & D 2025 পরীক্ষায় Art & Culture GK থেকে বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য। সাহিত্য, কমিক্স, নাটক ও উপন্যাসে সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলির সঙ্গে তাদের স্রষ্টাদের নাম জানা থাকলে বহু MCQ প্রশ্ন সহজেই সমাধান করা যায়। এই পোস্টে আমরা WBSSC 2025 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা সম্পর্কিত GK প্রশ্ন ও উত্তর একত্রে তুলে ধরেছি। নিয়মিত রিভিশনের মাধ্যমে এই স্ট্যাটিক GK অংশটি আপনার স্কোর বাড়াতে সাহায্য করবে।


বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা | Art & Culture GK


বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা | Art & Culture GK


প্রশ্ন: সাহিত্য সম্রাট নামে কে পরিচিত?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন: বাংলার বাঘ বলে কাকে ডাকা হয়?

উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়।


প্রশ্ন: কবিশেখর নামে কে পরিচিত?

উত্তর: কালিদাস রায়।


প্রশ্ন: বিদ্যাসাগর উপাধি কে পেয়েছিলেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


প্রশ্ন: ব্রহ্মানন্দ নামে কে পরিচিত?

উত্তর: কেশব চন্দ্র সেন।


প্রশ্ন: অপেরা কিং (Opera King) নামে কে পরিচিত?

উত্তর: রামতারণ সান্যাল।


প্রশ্ন: নটগুরু নামে কে পরিচিত?

উত্তর: গিরীশ চন্দ্র ঘোষ।


প্রশ্ন: বিজ্ঞানাচার্য কার খেতাবী নাম?

উত্তর: জগদীশ চন্দ্র বসু।


প্রশ্ন: নাট্যাচার্য কার খেতাবী নাম?

উত্তর: শিশির কুমার ভাদুড়ী।


প্রশ্ন: চাইনিজ ওয়াল (Chinese Wall) নামে কে পরিচিত?

উত্তর: গোষ্ঠপাল।


প্রশ্ন: ছন্দের জাদুকর নামে কে পরিচিত?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।


প্রশ্ন: বিদ্রোহী কবি নামে কে পরিচিত?

উত্তর: কাজী নজরুল ইসলাম।


প্রশ্ন: রাজ্যের বুলবুল কাকে বলা হয়?

উত্তর: সরোজিনী নাইডু।


প্রশ্ন: বাঘাযতীন বলে কাকে ডাকা হয়?

উত্তর: যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়।


প্রশ্ন: নেতাজী বলে কাকে ডাকা হয়?

উত্তর: সুভাষচন্দ্র বসু।


প্রশ্ন: দেশবন্ধু কার খেতাবী নাম?

উত্তর: চিত্তরঞ্জন দাস।


প্রশ্ন: বিশ্বকবি উপাধিটি কে পেয়েছিলেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: স্বামীজী নামে কে পরিচিত?

উত্তর: নরেন্দ্রনাথ দত্ত (স্বামী বিবেকানন্দ)।


প্রশ্ন: রাষ্ট্রগুরু নামে কে পরিচিত?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


প্রশ্ন: নবলার রূপকার কার খেতাবী নাম?

উত্তর: বিধানচন্দ্র রায়।


প্রশ্ন: লোকমাতা নামে কে পরিচিত?

উত্তর: রানী রাসমণি।


প্রশ্ন: আচার্য নামে কে পরিচিত?

উত্তর: প্রফুল্লচন্দ্র রায়।


প্রশ্ন: মহানায়ক কার খেতাবী নাম?

উত্তর: অরুণ চট্টোপাধ্যায় (উত্তম কুমার)।


প্রশ্ন: নটসূর্য কার খেতাবী নাম?

উত্তর: অহিন্দ্র চৌধুরী।


প্রশ্ন: কান্ত কবি নামে কে পরিচিত?

উত্তর: রজনীকান্ত সেন।


প্রশ্ন: কিশোর কবি নামে কে পরিচিত?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য।


প্রশ্ন: মাস্টারদা নামে কে পরিচিত?

উত্তর: সূর্য সেন।


প্রশ্ন: শিল্পীগুরু নামে কে পরিচিত?

উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: গান্ধী বুড়ি নামে কে পরিচিত?

উত্তর: মাতঙ্গিনী হাজরা।


প্রশ্ন: দেশপ্রিয় কার খেতাবী নাম?

উত্তর: যতীন্দ্রমোহন সেনগুপ্ত।


প্রশ্ন: মহর্ষি কার খেতাবী নাম?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।


আরও পড়ুনঃ

WBSSC Group C 2025 - Indian Festivals GK

WBSSC Group C 2025 – ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী



Post a Comment

0 Comments