General knowledge in bengali with answers - Part 61 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General knowledge in bengali with answers |
বাংলা জিকে ডায়েরি 📘
General knowledge in bengali with answers এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General knowledge in bengali with answers পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General knowledge in bengali with answers যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই General knowledge in bengali with answers পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General knowledge in bengali with answers
১। 'বেঞ্জিন'এর আবিষ্কারক কে?
➥ মাইকেল ফ্যারাডে
২। আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ?
➥ তির্যক তরঙ্গ
৩। বৈদ্যুতিক প্রবাহ সনাক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
➥ গ্যালভানোমিটার
৪। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
➥ মাধ্যাকর্ষণ বলের জন্য
৫। এলপিজি'র সম্পূর্ণ নাম কি?
➥ লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস
৬। কোন অ্যাসিড 'রসায়নের রাজা' নামে পরিচিত?
➥ সালফিউরিক অ্যাসিড
৭। কোন কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে?
➥ অ্যানথ্রাসাইট
৮। ফল ও ফলের চাষ বিষয়ক বিজ্ঞানকে কি বলে?
➥ পমোলজি
৯। পিত্তরসে কোন উৎসেচক থাকে?
➥ ট্রিপসিন
১০। শ্রাবণবেলগোলায় গোমতেশ্বরের মূর্তিটি কে তৈরি করেছিলেন?
➥ চামুণ্ডারায়
১১। মহারাজা 'রঞ্জিত সিং'এর রাজ্যের রাজধানী কি ছিল?
➥ লাহোর
১২। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন?
➥ হায়দ্রাবাদের নিজাম
১৩। প্রথম ভারতীয় শাসক, যিনি রাজ্যের খরচে হজ যাত্রার আয়োজন করেছিলেন?
➥ আকবর
১৪। ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য সর্বপ্রথম যৌথ স্টক কোম্পানি শুরু করে কারা?
➥ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৫। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন ধরনের শহর ছিল?
➥ পরিকল্পিত শহর
১৬। ভারতের বৃহত্তম সাম্রাজ্য ছিল কোনটি?
➥ মৌর্য সাম্রাজ্য (২৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ৫০,০০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য)
১৭। সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান অর্থনৈতিক উৎস কি ছিল?
➥ কৃষি
১৮। হিন্দু দর্শনের উৎস কি?
➥ উপনিষদ
১৯। ডুয়ার্তে বারবোসা ছিলেন কে?
➥ পর্তুগিজ লেখক
২০। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
➥ প্রশান্ত মহাসাগর
২১। প্রচন্ড গরমের কারণে কোন মরুভূমিকে 'মৃত্যুর মরুভূমি' বলা হয়?
➥ সাহারা মরুভূমি
২২। ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি?
➥ ১৩
২৩। কোন দেশের সবথেকে বড় উপকূলরেখা আছে?
➥ কানাডা
২৪। ভারতের সবথেকে উর্বর অঞ্চল কোনটি?
➥ ইন্দো-গাঙ্গেয় সমভূমি
২৫। ভারতে তুলা চাষের জন্য সবথেকে আদর্শ অঞ্চল কোনটি?
➥ দাক্ষিণাত্যের মালভূমি
২৬। 'রউফ' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য?
➥ জম্মু ও কাশ্মীর
২৭। এশিয়ার বৃহত্তম মিঠে জলের হ্রদ 'উলার হ্রদ' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
➥ জম্মু ও কাশ্মীর
২৮। পশ্চিমবঙ্গে কবে প্রথম যৌথ বন ব্যবস্থাপনা সূচনা হয়?
➥ ১৯৭১ সালে
২৯। রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নামে বেশি পরিচিত?
➥ কুলিক পাখিরালয়
আরো পড়ুন...
➜ General knowledge in bengali with answers
➜ WBPSC Food SI GK Mock Test in Bengali
➜ SSC MTS GK Questions in Bengali
Please do not enter any spam link in the comment box.