Ads Area

General knowledge in bengali with answers - Part 61 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers - Part 61 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers
General knowledge in bengali with answers

বাংলা জিকে ডায়েরি 📘

General knowledge in bengali with answers এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General knowledge in bengali with answers পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General knowledge in bengali with answers যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই General knowledge in bengali with answers পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General knowledge in bengali with answers


১। 'বেঞ্জিন'এর আবিষ্কারক কে?

➥ মাইকেল ফ্যারাডে



২। আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ?

➥ তির্যক তরঙ্গ



৩। বৈদ্যুতিক প্রবাহ সনাক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?

➥ গ্যালভানোমিটার



৪। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

➥ মাধ্যাকর্ষণ বলের জন্য



৫। এলপিজি'র সম্পূর্ণ নাম কি?

➥ লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস



৬। কোন অ্যাসিড 'রসায়নের রাজা' নামে পরিচিত?

➥ সালফিউরিক অ্যাসিড



৭। কোন কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে?

➥ অ্যানথ্রাসাইট



৮। ফল ও ফলের চাষ বিষয়ক বিজ্ঞানকে কি বলে?

➥ পমোলজি



৯। পিত্তরসে কোন উৎসেচক থাকে?

➥ ট্রিপসিন



১০। শ্রাবণবেলগোলায় গোমতেশ্বরের মূর্তিটি কে তৈরি করেছিলেন?

➥ চামুণ্ডারায়



১১। মহারাজা 'রঞ্জিত সিং'এর রাজ্যের রাজধানী কি ছিল?

➥ লাহোর



১২। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন?

➥ হায়দ্রাবাদের নিজাম



১৩। প্রথম ভারতীয় শাসক, যিনি রাজ্যের খরচে হজ যাত্রার আয়োজন করেছিলেন?

➥ আকবর



১৪। ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য সর্বপ্রথম যৌথ স্টক কোম্পানি শুরু করে কারা?

➥ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি



১৫। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন ধরনের শহর ছিল?

➥ পরিকল্পিত শহর



১৬। ভারতের বৃহত্তম সাম্রাজ্য ছিল কোনটি?

➥ মৌর্য সাম্রাজ্য (২৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ৫০,০০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য)



১৭। সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান অর্থনৈতিক উৎস কি ছিল?

➥ কৃষি



১৮। হিন্দু দর্শনের উৎস কি?

➥ উপনিষদ



১৯। ডুয়ার্তে বারবোসা ছিলেন কে?

➥ পর্তুগিজ লেখক



২০। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

➥ প্রশান্ত মহাসাগর



২১। প্রচন্ড গরমের কারণে কোন মরুভূমিকে 'মৃত্যুর মরুভূমি' বলা হয়?

➥ সাহারা মরুভূমি



২২। ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি?

➥ ১৩



২৩। কোন দেশের সবথেকে বড় উপকূলরেখা আছে?

➥ কানাডা



২৪। ভারতের সবথেকে উর্বর অঞ্চল কোনটি?

➥ ইন্দো-গাঙ্গেয় সমভূমি



২৫। ভারতে তুলা চাষের জন্য সবথেকে আদর্শ অঞ্চল কোনটি?

➥ দাক্ষিণাত্যের মালভূমি



২৬। 'রউফ' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য?

➥ জম্মু ও কাশ্মীর



২৭। এশিয়ার বৃহত্তম মিঠে জলের হ্রদ 'উলার হ্রদ' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

➥ জম্মু ও কাশ্মীর



২৮। পশ্চিমবঙ্গে কবে প্রথম যৌথ বন ব্যবস্থাপনা সূচনা হয়?

➥ ১৯৭১ সালে



২৯। রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নামে বেশি পরিচিত?

➥ কুলিক পাখিরালয়




আরো পড়ুন...

General knowledge in bengali with answers

WBPSC Food SI GK Mock Test in Bengali

WBP Constable GK in Bengali

Geography GK MCQ in Bengali

SSC MTS GK Questions in Bengali



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad