Ads Area

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫ | Geography GK in Bengali

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫ | Geography GK in Bengali

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫ | Geography GK in Bengali
1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫ | Geography GK in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।


Geography mcq in bengali, ভারতের ভূগোল mcq, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল GK, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভূগোল প্রশ্ন ও উত্তর 2022, ভারতের ভূগোল কুইজ, ভারতের ভূগোল mcq for wbcs, পশ্চিমবঙ্গের ভূগোল mcq ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব।


এই সিরিজের মাধ্যমে আমরা ১০০০+ ভূগোলের প্রশ্ন, যেগুলি আগামী সরকারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। এই পেজে ভূগোল জিকে প্রশ্ন উত্তর পর্ব - ৫ শেয়ার করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।



ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫


1. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?


A) ভাগীরথী-হুগলি

B) তিস্তা

C) মহানন্দা

D) দামোদর


উত্তরঃ (A) ভাগীরথী-হুগলি



2. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?


A) চুম্বি উপত্যকা

B) জেমু হিমবাহ

C) সিকিমের বিদ্যাং হ্রদ

D) চেমলাহেরী পর্বত


উত্তরঃ (B) জেমু হিমবাহ



3. চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?


A) রাইডাক

B) মহানন্দা

C) জলঢাকা

D) তিস্তা


উত্তরঃ (A) রাইডাক



4. দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নাম কি?


A) তিস্তা

B) জলঢাকা

C) মহানন্দ

D) রাইডাক


উত্তরঃ (B) জলঢাকা



5. ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারি নদীর নাম কি?


A) সংকোশ

B) মেচি

C) রাইডাক

D) জলঢাকা


উত্তরঃ (B) মেচি



6. নিম্নের কোন নদীটি দক্ষিণ বাহিনী নদী নয়?


A) তোর্সা

B) তিস্তা

C) অজয়

D) ভাগীরথী-হুগলি


উত্তরঃ (C) অজয়



7. পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমানা নির্ধারক নদীর নাম কি?


A) সংকোশ

B) জলঢাকা

C) মেচি

D) রাইডাক


উত্তরঃ (A) সংকোশ



8. "পশ্চিমবঙ্গের দুঃখ" বলা হয় কোন নদীকে?


A) মাতলা

B) দামোদর

C) তিস্তা

D) রূপনারায়ণ


উত্তরঃ (B) দামোদর



9. মেসেঞ্জার বাঁধ নির্মিত হয়েছে নিম্নের কোন নদীর উপর?


A) দামোদর

B) বরাকর

C) ময়ূরাক্ষী

D) রূপনারায়ণ


উত্তরঃ (C) ময়ূরাক্ষী



10. নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?


A) কংসাবতী

B) সুবর্ণরেখা

C) ময়ূরাক্ষী

D) অজয়


উত্তরঃ (B) সুবর্ণরেখা



11. শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি?


A) রূপনারায়ন

B) ময়ূরাক্ষী

C) শিলাবতী

D) হলদি


উত্তরঃ (A) রূপনারায়ন



12. সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি?


A) ইছামতি

B) মাতলা

C) বিদ্যাধরী

D) রায়মঙ্গল


উত্তরঃ (B) মাতলা



13. তিলাইয়া ও মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত?


A) কেলেঘাই

B) বরাকর

C) দ্বারকেশ্বর

D) দামোদর


উত্তরঃ (B) বরাকর



14. আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) হুগলি

B) সুবর্ণরেখা

C) মাহি

D) দামোদর


উত্তরঃ (D) দামোদর



15. বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) জলঙ্গী

B) কোপাই

C) কালজানি

D) আত্রাই


উত্তরঃ (B) কোপাই



16. ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) গন্ধেশ্বরী ও ধলকিশোর

B) হুগলি

C) মহানন্দা

D) জলঙ্গী


উত্তরঃ (C) মহানন্দা



17. গন্ধেশ্বরী ও ধলকিশোর বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত-


A) আলিপুরদুয়ার

B) শিলিগুড়ি

C) বাঁকুড়া

D) শান্তিনিকেতন


উত্তরঃ (C) বাঁকুড়া



18. শান্তিনিকেতন শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) মহানন্দা

B) জলঙ্গী

C) দামোদর

D) অজয়, কোপাই


উত্তরঃ (D) অজয়, কোপাই



19. কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) কোপাই

B) মহানন্দা

C) জলঙ্গী

D) অজয়


উত্তরঃ (C) জলঙ্গী



20. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) তিস্তা ও করলা

B) তোর্সা

C) মহানন্দা

D) রাইডাক


উত্তরঃ (A) তিস্তা ও করলা



Read More...

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব - ১

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad