Ads Area

28th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

28th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

28th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
28th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

28th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



28th June 2023 - Daily Current Affairs in Bengali


1. 'The Yoga Sutra for Children' শিরোনামে বইটির লেখক কে?


উত্তরঃ রূপা রাই



2. ফিজি কোন দেশে তার প্রথম দূতাবাস স্থাপনের পরিকল্পনা করেছে?


উত্তরঃ ইজরায়েল



3. কে ভারতে কারিগরি শিক্ষার গুনমান বাড়ানোর লক্ষ্যে 255.5 মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে?


উত্তরঃ World Bank



4. হিন্দুস্তান ইউনিলিভারের নতুন MD এবং CEO হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?


উত্তরঃ রোহিত জাওয়া



5. 8th Global Pharmaceutical Quality Summit 2023 কোথায় অনুষ্ঠিত হলো?


উত্তরঃ মুম্বাই



6. DBS Bank of India এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ রজত ভার্মা



7. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কোথায় মেধা রেল কোচ কারখানার উদ্বোধন করলেন?


উত্তরঃ সাঙ্গারেডি



8. কোন কেন্দ্রীয় মন্ত্রী জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বলিদান স্তম্ভের উদ্বোধন করলেন?


উত্তরঃ অমিত শাহ



9. টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া প্রথম স্পিনার কে?


উত্তরঃ ওয়ানিন্দু হাসরাঙ্গা



10. কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কোন শহরে অত্যাধুনিক BSF Hockey Turf Ground এর উদ্বোধন করেছিলেন?


উত্তরঃ জলন্ধর



11. স্টার্ট আপ ইকো সিস্টেম তৈরির জন্য কোন রাজ্যের সাথে চুক্তি করলো Paytm কোম্পানি?


উত্তরঃ অরুণাচল প্রদেশ



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad