Ads Area

7th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

7th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

7th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
7th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

7th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



7th June 2023 - Daily Current Affairs in Bengali


1. তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোন বিশ্ববিদ্যালয় জয় লাভ করলো?


A) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

B) জৈন বিশ্ববিদ্যালয়

C) গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়

D) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়


উত্তরঃ A) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়


2. "Kathakali Dance Theatre: A Visual Narrative of Sacred Indian Mine" শিরোনামে বইটির লেখক কে?


A) নির্মলা মিশ্র

B) কে কে শৈলজা

C) তরুণ সান্যাল

D) কে কে গোপালকৃষ্ণান


উত্তরঃ D) কে কে গোপালকৃষ্ণান


3. Ace Turtle Omni Pvt Ltd, a retail company এর Wrangler brand এর অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?


A) স্মৃতি মান্ধনা

B) রানী রামপাল

C) ঝুলন গোস্বামী

D) হরমানপ্রীত কৌর


উত্তরঃ A) স্মৃতি মান্ধনা


4. নিম্নের কে সুরিনামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন?


A) রামনাথ কোবিন্দ

B) মনমোহন সিং

C) নরেন্দ্র মোদি

D) দ্রৌপদী মুর্মু


উত্তরঃ D) দ্রৌপদী মুর্মু


5. ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম ক্লাস্টার উন্নয়ন প্রকল্প এর লঞ্চ করা হলো?


A) সিকিম

B) কেরালা

C) মহারাষ্ট্র

D) ওড়িশা


উত্তরঃ C) মহারাষ্ট্র


6. জলাতান ইব্রাহিমোভিচ কোন দেশের ফুটবল খেলোয়াড় সম্প্রতি সব ধরনের ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করলেন?


A) সুইডেন

B) ফ্রান্স

C) আর্জেন্টিনা

D) ইংল্যান্ড


উত্তরঃ A) সুইডেন


7. টাটা গ্রুপ লিথিয়াম আয়ন ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করার জন্য কোন রাজ্যের সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করল?


A) তামিলনাড়ু

B) গুজরাট

C) রাজস্থান

D) হরিয়ানা


উত্তরঃ B) গুজরাট


8. The Hindu Group Publishing Private Limited এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন?


A) সনৎ সিং

B) নির্মলা লক্ষন

C) মনীষা সিং

D) অপরূপা ট্যান্ডন


উত্তরঃ B) নির্মলা লক্ষন


9. ভারতের কোন জেলায় প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে?


A) ইন্দোর, মধ্যপ্রদেশ

B) থানে, মহারাষ্ট্র

C) বিলাসপুর, ছত্রিশগড়

D) মুজাফফরনগর, উত্তর প্রদেশ


উত্তরঃ B) থানে, মহারাষ্ট্র


10. মহারাষ্ট্র সরকার 5,000 কোটি টাকার বিনিয়োগের জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?


A) Google

B) ICICI Finance

C) Tata Infotech

D) Bajaj Finserv


উত্তরঃ D) Bajaj Finserv



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad