Ads Area

6th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

6th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

6th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
6th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

6th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



6th June 2023 - Daily Current Affairs in Bengali


1. কোন রেসিং ডাইভার 2023 Spanish Grand Prix জয়লাভ করলো?


A) ম্যাক্স ভার্স্টাপেন

B) লুইস হ্যামিল্টন

C) চার্লস লেকলার্ক

D) সের্জিও পেরেজ


উত্তরঃ A) ম্যাক্স ভার্স্টাপেন


2. বিজয় কুমার কোন রাজ্যের DGP পদে নিযুক্ত হলেন?


A) হরিয়ানা

B) মধ্যপ্রদেশ

C) উত্তর প্রদেশ

D) তামিলনাড়ু


উত্তরঃ C) উত্তর প্রদেশ


3. Zebronics TV এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?


A) রোহিত শর্মা

B) হৃত্বিক রোশন

C) বিরাট কোহলি

D) বরুণ ধাওয়ান


উত্তরঃ B) হৃত্বিক রোশন


4. বিশ্বের প্রথম কোথায় 3D প্রিন্টেড হিন্দু মন্দির তৈরি হচ্ছে?


A) উত্তর প্রদেশ

B) তামিলনাড়ু

C) উত্তরাখণ্ড

D) তেলেঙ্গানা


উত্তরঃ D) তেলেঙ্গানা


5. মধ্যপ্রদেশের প্রথম সোলার শহর হচ্ছে কোনটি?


A) সাঁচি

B) জব্বলপুর

C) ইন্দোর

D) ভোপাল


উত্তরঃ A) সাঁচি


6. UN General Assembly - এর 78 তম অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হলেন?


A) Mikki Koomar

B) Dennis Francis

C) Dan Mulhall

D) Henry James


উত্তরঃ B) Dennis Francis


7. International Union for Conservation of Nature (IUCN) এর World Conservation Congress 2025 কোন দেশে আয়োজিত হবে?


A) ইউনাইটেড কিংডম

B) কাতার

C) মার্কিন যুক্তরাষ্ট্র

D) ইউনাইটেড আরব এমিরেটস


উত্তরঃ D) ইউনাইটেড আরব এমিরেটস


8. 1971 liberation war gallery এর উদ্বোধন করা হলো কোথায়?


A) কলকাতা

B) শিলং

C) ঢাকা

D) দিল্লি


উত্তরঃ C) ঢাকা


9. কোন রাজ্যের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন Muthamizh Selvi?


A) হরিয়ানা

B) মধ্যপ্রদেশ

C) তামিলনাড়ু

D) উত্তর প্রদেশ


উত্তরঃ C) তামিলনাড়ু


10. আসামে 1450 কোটি টাকার চারটি সড়ক প্রকল্পের উদ্বোধন করেন কে?


A) নরেন্দ্র মোদি

B) নীতিন গডকরি

C) হিমন্ত বিশ্ব শর্মা

D) রাজনাথ সিং


উত্তরঃ B) নীতিন গডকরি



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad