Ads Area

16th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

16th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

16th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স
16th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলা জিকে ডায়েরি 📘

16th April 2023 - Daily current affairs in bengali 2023 এ আপনি পাবেন 10টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



16th April 2023 - Daily current affairs in bengali MCQ


1. ভারতবর্ষের কোন নৃত্য গিনেশ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে?





উত্তরঃ (A) বিহু নৃত্য

 

2. বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য অক্সফোর্ড ম্যালেরিয়া ভ্যাকসিন অনুমোদন করলো?





উত্তরঃ (C) ঘানা

 

3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী A-HELP (Accredited Agent for Health and Extension of Livestock Production) প্রোগ্রাম লঞ্চ করলো?





উত্তরঃ (A) উত্তরাখণ্ড

 

4. 2023 Artificial Intelligence (AI) Index এ ভারতের স্থান কত?





উত্তরঃ (B) 5th

 

5. দ্বিতীয় Women's 20 International Meeting কোথায় অনুষ্ঠিত হলো?





উত্তরঃ (A) জয়পুর

 

6. AU Small Finance Bank (SFB) এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) সঞ্জয় আগারওয়াল

 

7. 2023 সালে অনুষ্ঠিত Asian Wrestling Championship এ আমান সেহরাওয়াত 57 কেজি বিভাগে কোন পদক জিতলেন?





উত্তরঃ (A) সোনা

 

8. নিম্নের কে মর্যাদাপূর্ণ 'Business Leader of the Decade' পুরস্কার জিতলেন?





উত্তরঃ (A) কুমার মঙ্গালাম বিড়লা

 

9. হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (D) 15 এপ্রিল

 

10. বিশ্ব বিমান চলাচল ও মহাকাশ অবতরণ দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (C) 12 এপ্রিল



Daily current affairs in bengali 2023

Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali 2023 পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad