Ads Area

Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs

Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs

Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs এ আপনি পাবেন 11টি Daily Current Affairs in Bengali MCQs প্রশ্ন উত্তর।


Daily Current Affairs in Bengali - 9th April 2023 - Bengali Current Affairs পেজে 2023 সালের যেকোন রাজ্য ও কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য, Daily Current Affairs in Bengali 2023 -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষায় বেশিরভাগ জিএ বিভাগের প্রশ্নগুলি প্রধানত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Daily Current Affairs in Bengali - 9th April 2023


1. কোন দেশের রাষ্ট্রপতি পোল্যান্ডের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হলেন?





উত্তরঃ (B) ইউক্রেন

 

2. কোন রাজ্যের নাগরী দুবরাজ চাল জিআই ট্যাগ পেল?





উত্তরঃ (C) ছত্রিশগড়

 

3. কোন রাজ্য সরকার 'CM diYogshala' কর্মসূচি চালু করলো?





উত্তরঃ (B) পাঞ্জাব

 

4. নতুন Space System Design Lab এর উদ্বোধন করা হলো কোথায়?





উত্তরঃ (D) আহমেদাবাদ

 

5. ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে 50 বছর পূর্ণ করল বান্দিপুর জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ (C) কর্ণাটক

 

6. কোথাকার Wood Carving জি আই ট্যাগ পেল?





উত্তরঃ (C) লাদাখ

 

7. বিশ্ব ব্যাংক কোন রাজ্যকে 100 মিলিয়ন ডলার লোন দেওয়ার কথা ঘোষণা করল?





উত্তরঃ (A) ওড়িশা

 

8. ইরান সম্প্রতি 5016 সালের পর প্রথমবারের মতো নিম্নলিখিত কোন দেশে রাষ্ট্রদূত নিয়োগ করলো?





উত্তরঃ (D) ইউনাইটেড আরব এমিরেটস

 

9. কোন কোম্পানি Pincode নামে ই কমার্স অ্যাপ লঞ্চ করল?





উত্তরঃ (A) PhonePe

 

10. Naval Operations এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ

 

11. অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ কবে পালিত হয়?





উত্তরঃ (A) 1 এপ্রিল থেকে 7 এপ্রিল



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad