Ads Area

27th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

27th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

27th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
27th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘
27th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



27th May 2023 - Daily Current Affairs in Bengali


1. 2023 সালে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে কোন কোম্পানি?


A) Amazon
B) Apple
C) Microsoft
D) Tesla


উত্তরঃ B) Apple


2. সম্প্রতি প্রকাশিত Hanke Annual Misery Index (HAMI) 2022 সালে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?


A) নেপাল
B) পাকিস্তান
C) জিম্বাবুয়ে
D) বাংলাদেশ


উত্তরঃ C) জিম্বাবুয়ে


3. কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম পঞ্চায়েত স্তরে ডিজিটাল লেনদেন প্রচারের জন্য SAMARTH ক্যাম্পেইন লঞ্চ করল?


A) গিরিরাজ সিং
B) অনুরাগ ঠাকুর
C) নির্মলা সীতারামন
D) রাজনাথ সিং


উত্তরঃ A) গিরিরাজ সিং


4. কোন রাজ্যে ভারতের বৃহত্তম হাইকোর্ট ভবন তৈরি হল?


A) তামিলনাড়ু
B) মহারাষ্ট্র
C) আসাম
D) ঝাড়খন্ড


উত্তরঃ D) ঝাড়খন্ড


5. ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ e Governed State এ পরিণত হলো?


A) কেরালা
B) হরিয়ানা
C) মহারাষ্ট্র
D) তামিলনাড়ু


উত্তরঃ A) কেরালা


6. কোন দেশের Harris Park এর নাম পরিবর্তন করে Little India রাখা হলো?


A) নিউজিল্যান্ড
B) আমেরিকা
C) অস্ট্রেলিয়া
D) থাইল্যান্ড


উত্তরঃ C) অস্ট্রেলিয়া


7. টাটা কেমিক্যালস এর চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?


A) রমেশ বৈদ্য
B) অলোক সান্যাল
C) সুশীল শর্মা
D) আর মুকুন্দন


উত্তরঃ D) আর মুকুন্দন


8. ইউ.টি. খাদের কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন?


A) কর্ণাটক
B) হরিয়ানা
C) মহারাষ্ট্র
D) ত্রিপুরা


উত্তরঃ A) কর্ণাটক


9. G20 ইন্ডিয়া প্রেসিডেন্সির অধীনে দ্বিতীয় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় শুরু হল?


A) তিরুবনন্তপুরম
B) চেন্নাই
C) ব্যাঙ্গালোর
D) ভুবনেশ্বর


উত্তরঃ C) ব্যাঙ্গালোর


10. কোন দেশে Bhoto Jatra উৎসব শুরু হল?


A) ভুটান
B) নেপাল
C) থাইল্যান্ড
D) বাংলাদেশ


উত্তরঃ B) নেপাল


Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad