16th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
16th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
16th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
16th June 2023 - Daily Current Affairs in Bengali
1. কোন রাজ্যের Kari Ishad Mango জি আই ট্যাগ পেলো?
উত্তরঃ কর্ণাটক
2. কোন রাজ্যে CNG চালিত দেশের প্রথম টয় ট্রেন উদ্বোধন করা হলো?
উত্তরঃ রাজস্থান
3. বিশ্বব্যাঙ্ক কোন শহরে দক্ষিণ এশিয়ায় প্রথম 'Road Safety Project' চালু করেছে?
উত্তরঃ ঢাকা
4. কোন রাজ্য রাজ্যের পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10 হাজার টাকা করে পেনশন দেবে?
উত্তরঃ হরিয়ানা
5. কোন আইনজীবী 2023 ইকবাল মসীহ পুরস্কার জিতলেন?
উত্তরঃ ললিতা নটরাজন
6. NHPC Limited Infia এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ উত্তম পাল
7. Reliance Retail's Beauty Retail Venture, Tira এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ উপরের সবকটি
8. প্রথম উপজাতীয় ক্রীড়া উৎসব কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ভুবনেশ্বর
9. PTC India Financial Services Limited কাকে কোম্পানির Director (Finance) ও Chief Financial Officer হিসেবে নিযুক্ত হলো?
উত্তরঃ মহেন্দ্র লোধা
10. World Cup Squash Championship 2023 কোথায় শুরু হলো?
উত্তরঃ চেন্নাই
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.