GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 56
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 56 |
বাংলা জিকে ডায়েরি 📘
GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১। রেডিয়াম ধাতু তেজষ্ক্রিয়তার ফলে পরিবর্তিত হয়ে শেষে কিসে পরিণত হয়?
➥ সীসা।
২। পারমাণবিক সংখ্যা বাড়লে একই গ্রুপের মৌলের আকার কেমন হয়?
➥ বাড়ে।
৩। মিথেন গ্যাসের কোন উৎস ভবিষ্যতে জ্বালানির চাহিদা পূরণে সক্ষম হবে?
➥ মিথেন হাইড্রেট।
৪। কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?
➥ হেপারিন।
৫। একজন মহিলা তার এক্স-ক্রোমোজোম কার থেকে পান?
➥ বাবা-মা উভয়ের থেকে।
৬। আফিম গাছের কোন অংশ থেকে 'মরফিন' পাওয়া যায়?
➥ ত্বক।
৭। 'সিউডোমোনাস' জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত থাকে?
➥ ডিনাইট্রিফিকেশন।
৮। রাগ, ভয় প্রভৃতি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে বেড়ে যায়?
➥ অ্যাড্রিনালিন।
৯। 'অল্টারনেটিং কারেন্ট'এর আবিস্কারক কে?
➥ নিকোলা টেসলা।
১০। বাহমনি শাসক তাজ-উদ-দ্বীন ফিরোজ শাহ কোন বিজয়নগর শাসকের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন?
➥ প্রথম দেব রায়।
১১। কোন সুলতান 'জায়গিরদার প্রথা' তুলে দেন?
➥ আলা-উদ-দ্বীন খিলজি।
১২। ডেইমাকাস কার রাজসভায় এসেছিলেন?
➥ বিন্দুসার।
১৩। বৈদিক যুগে 'নিষ্ক' গয়নাটি কোথায় পরা হত?
➥ গলা।
১৪। সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন?
➥ কারুয়াকি।
১৫। কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন?
➥ মহামেঘবাহন।
১৬। কোন গুপ্ত রাজা 'মহেন্দ্রাদিত্য' উপাধি অর্জন করেছিলেন?
➥ প্রথম কুমার গুপ্ত।
১৭। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল?
➥ হুগলি।
১৮। 'গৌলিয়া ট্যাঙ্ক ময়দান'এর সঙ্গে ভারতের কোন শহর যুক্ত?
➥ মুম্বই (মহাত্মা গান্ধী ১৯৪২ সালের ৮ আগস্ট গৌলিয়া ট্যাঙ্ক ময়দানে 'ভারত ছাড়ো' আন্দোলনের বিখ্যাত স্লোগান 'ডু অর ডাই' প্রথমবারের জন্য ব্যবহার করেন)।
১৯। দিল্লির কোন মনুমেন্ট থেকে ১৮৫৭ সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেফতার করে?
➥ হুমায়ুনের কবর (বাঁচার জন্য বাহাদুর শাহ জাফর হুমায়ুনের কবরে লুকিয়ে ছিলেন)।
২০। 'ডল্লু কুনিথা' ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য?
➥ কর্ণাটক।
২১। 'তিনবিঘা করিডর' কোন দুটি দেশকে যুক্ত করেছে?
➥ ভারত ও বাংলাদেশ।
২২। সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য 'বিশ্ব ঐতিহ্য'এর তালিকায় নথিভুক্ত করা হয়েছে?
➥ জীববৈচিত্র্য।
২৩। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম কোথায় সার্থক হয়?
➥ মেদিনীপুরের আরাবারি গ্রামে।
২৪। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে কোন কারখানা গড়ে উঠেছে?
➥ লোকোমোটিভ কারখানা।
২৫। তিব্বতে কোন নদী 'সাং পো' ও বাংলাদেশে 'যমুনা' নামে পরিচিত?
➥ ব্রহ্মপুত্র।
২৬। 'আল্পস' কোন ধরনের পর্বত?
➥ নবীন ভঙ্গিল পর্বত।
২৭। কেন-বেতোয়া ক্যানাল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গিয়েছে?
➥ মধ্যপ্রদেশে অবস্থিত 'পান্না জাতীয় উদ্যান'।
২৮। ওড়িশার কোন জেলায় লৌহ আকরিক পাওয়া যায়?
➥ ময়ূরভঞ্জ ও কেন্দুঝার দুই জেলায়।
২৯। কোন দেশ ভারতের সঙ্গে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে?
➥ বাংলাদেশ।
Read More...
◾ পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
◾ ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৫
◾ SSC MTS GK Questions in Bengali - Part 13
Please do not enter any spam link in the comment box.