Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 7

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 7

General Knowledge in Bengali 2022
General Knowledge in Bengali 2022

নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকছে।


GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 7 তে থাকছে 30টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language.

Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.



আরো পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)




জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022



১। নর্ম্যাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কত?

☞ ০.৮৪% (ওজন ও আয়তন)।


২। পিচব্লেন্ড কোন মৌলের আকরিক?

☞ তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম।


৩। অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি হয়, এদেরকে কি বলে?

☞ প্রোটিনয়েড।


৪। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনো সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কি বলে?

☞ জিন পুল।


৫। আইসক্রিমে সংরক্ষক কোলয়েড হিসেবে কি ব্যবহার করা হয়?

☞ জিলোটিন।


৬। ধুতরা গাছের পাতায় কি পাওয়া যায়?

☞ ডাটুরিন।


৭। কিডনির ডায়ালিসিস কোন নীতিকে অনুসরণ করে?

☞ অভিস্রবণ।


৮। মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে?

☞ মাছের পটকা।


৯। 'মরফিন'এর উৎস কি?

☞ পোস্ত গাছের শুকনো ল্যাটেক্স।


১০। 'বেঙ্গল কেমিক্যাল'এর প্রতিষ্ঠাতা কে?

☞ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।


১১। নেপোলিয়ন বোনাপার্টের সেনাদল কি নামে পরিচিত ছিলেন?

☞ প্রাঁদ আর্মি।


১২। নেপোলিয়ন বোনাপার্ট কবে 'ব্যাঙ্ক অফ ফ্রান্স' প্রতিষ্ঠা করেন?

☞ ১৮০০ খ্রিস্টাব্দে।


১৩। কবে, কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়?

☞ ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।


১৪। 'ভারতমাতা চিত্র'টি কে এঁকেছেন?

☞ অবনীন্দ্রনাথ ঠাকুর।


১৫। কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

☞ ভারত শাসন আইন (১৮৫৮ খ্রিস্টাব্দে)।


১৬। 'আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?

☞ সত্যানন্দ।


১৭। মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?

☞ ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর।


১৮। 'ইলবার্ট বিল' কে রচনা করেন?

☞ লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট।


১৯। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

☞ লর্ড ক্যানিং।


২০। হেমচন্দ্র কানুনগো কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন?

☞ যুগান্তর।


২১। আখ কোন জলবায়ু অঞ্চলের ফসল?

☞ ক্রান্তীয় ও উপক্রান্তীয়।


২২। ভারতে ব্যবহৃত দুটি উচ্চ ফলনশীল তুলো বীজের নাম লেখ?

☞ সুজাতা ও ভারতী।


২৩। কোন তিনটি অপ্রধান দানাশস্যকে একসঙ্গে 'মিলেট' বলে?

☞ জোয়ার, বাজরা ও রাগি।


২৪। ভারতে কোন ধরনের গমের চাষ বেশি হয়?

☞ শীতকালীন লাল গম।


২৫। মরু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য কি?

☞ কাঁটাযুক্ত হয়।


২৬। যেখানে বছরে ২০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, সেখানে কি ধরনের বনভূমি জন্মায়?

☞ চিরহরিৎ।


২৭। কোন ধরনের গাছে ঠেসমূল থাকে?

☞ ম্যানগ্রোভ অরণ্যে।


২৮। কৃষির সঙ্গে বনপ্রতিপালনকে কি বলে?

☞ কৃষি বনসৃজন।


২৯। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কি বলে?

☞ ভাঙ্গর।


৩০। 'ভুর মাটি' কোথায় দেখতে পাওয়া যায়?

☞ গঙ্গা সমভূমিতে।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad