Ads Area

1st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

1st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

1st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
1st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

1st June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



1st June 2023 - Daily Current Affairs in Bengali


1. মহারাষ্ট্রের "Swachh Mukh Abhiyan"- এর স্মাইলিং অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হলেন?


A) শচীন টেন্ডুলকার

B) আমির খান

C) রনবীর কাপুর

D) রোহিত শর্মা


উত্তরঃ A) শচীন টেন্ডুলকার


2. Bola Ahmed Tinubu কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন?


A) বেলারুশ

B) ঘানা

C) নাইজেরিয়া

D) কানাডা


উত্তরঃ C) নাইজেরিয়া


3. Tayyip Erdogan কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?


A) তুর্কী

B) জিম্বাবুয়ে

C) ঘানা

D) বেলজিয়াম


উত্তরঃ A) তুর্কী


4. 'NTR: A Political Biography' শিরোনামে বইটির লেখক কে?


A) শচীন গুপ্তা

B) তপন সাইকিয়া

C) প্রমোদ শর্মা

D) রামচন্দ্র মূর্তি কোন্ডুভাটলা


উত্তরঃ D) রামচন্দ্র মূর্তি কোন্ডুভাটলা


5. কোন দেশ CAVA Women's Volleyball Cup 2023 জয়লাভ করলো?


A) ভারত

B) কাজাকস্তান

C) জাপান

D) মালয়েশিয়া


উত্তরঃ A) ভারত


6. Handball Association of India এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?


A) চঞ্চল বাগচী

B) রুপম শর্মা

C) তপন রেড্ডি

D) দ্বিগবিজয় চৌতালা


উত্তরঃ D) দ্বিগবিজয় চৌতালা


7. পশ্চিমবঙ্গে কোথায় প্রথম Urban Climate Film Festival শুরু হচ্ছে?


A) কলকাতা

B) কালিম্পং

C) বর্ধমান

D) দার্জিলিং


উত্তরঃ A) কলকাতা


8. United Nations Convention on Climate Change এর 28তম অধিবেশনের "চেয়ারম্যানের উপদেষ্টা প্যানেলের সদস্য" হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?


A) অপরেশ বর্মা

B) মুকেশ আম্বানি

C) রতন টাটা

D) গৌতম আদানি


উত্তরঃ B) মুকেশ আম্বানি


9. কোন রাজ্য সরকার প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে নেশা মুক্তি কেন্দ্র তৈরি করল?


A) মধ্যপ্রদেশ

B) তেলেঙ্গানা

C) পশ্চিমবঙ্গ

D) উত্তর প্রদেশ


উত্তরঃ B) তেলেঙ্গানা


10. বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়?


A) 2 জুন

B) 1 জুন

C) 3 জুন

D) 31 মে


উত্তরঃ B) 1 জুন


11. আসামের কোন রুটে বন্দে ভারত ট্রেন চালু হল?


A) গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি

B) গুয়াহাটি থেকে হরিদ্দার

C) ডিব্রুগড় থেকে দিল্লী

D) ডিব্রুগড় থেকে কন্যাকুমারী


উত্তরঃ A) গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad