Ads Area

24th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

24th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

24th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
24th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

24th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



24th June 2023 - Daily Current Affairs in Bengali


1. 2023 Global Gender Gap Index-এ ভারতের স্থান কত?


উত্তরঃ 127



2. Marcel Ciolacu কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?


উত্তরঃ রোমানিয়া



3. কোন রাজ্য সরকার ধর্মীয় পর্যটনকে প্রমোট করতে 13.48 কোটি টাকা অনুমোদন করলো?


উত্তরঃ রাজস্থান



4. বিশ্বের দ্রুততম মোটরবাইক রেস 'Moto GP' 2023 কোন দেশ আয়োজন করবে?


উত্তরঃ ভারত



5. কোন মহাকাশ কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য একটি MoU স্বাক্ষর করেছে?


উত্তরঃ GE Aerospace



6. GIFT City Ltd এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ হাসমুখ আধিয়া



7. Axis Bank এর Non-Executive (Part-Time) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ এন এস বিশ্বনাথন



8. ভারতের কোন শহরে যোগ দিবসে সবচেয়ে বড় জমায়েতের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো?


উত্তরঃ সুরাট



9. Alibaba Group (the largest E-commerce technology company) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ Joseph Tsai



10. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়?


উত্তরঃ 23 জুন



11. কোন দেশকে INS Kiran নামক যুদ্ধজাহাজ দিচ্ছে ভারত?


উত্তরঃ ভিয়েতনাম



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad