Ads Area

25th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

25th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

25th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
25th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

25th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



25th June 2023 - Daily Current Affairs in Bengali


1. 2023 সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ?


উত্তরঃ ভিয়েনা



2. 2023 ACC Women's T20 Emerging Teams Asia Cup কোন দেশ জয়লাভ করলো?


উত্তরঃ ভারত



3. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো পাকিস্তান?


উত্তরঃ চীন



4. কাজী ফয়েজ ইসা কোন দেশের পরবর্তী সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলেন?


উত্তরঃ পাকিস্তান



5. কোন রাজ্য সরকারের পুলিশ রাত 10 টা থেকে সকাল 6 টার মধ্যে মহিলাদের একা ভ্রমণ করার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে?


উত্তরঃ তামিলনাড়ু



6. উত্তর ভারতের প্রথম কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে "স্কিন ব্যাঙ্ক" খোলা হলো?


উত্তরঃ দিল্লি



7. NDDB-এর সাথে সহযোগিতায় কোন রাজ্যে দুধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরি হতে চলেছে?


উত্তরঃ হিমাচল প্রদেশ



8. Delhi Electricity Regulatory Commission (DERC) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ উমেশ কুমার



9. IFFCO কোন দেশের সঙ্গে ন্যানো তরল ইউরিয়া রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?


উত্তরঃ আমেরিকা



10. কোন দেশে রথযাত্রা উৎসব শুরু হলো?


উত্তরঃ বাংলাদেশ



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad