GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54 |
বাংলা জিকে ডায়েরি 📘
GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১। 'ভারনালিন' কী?
➥ একপ্রকার উদ্ভিদ হরমোন।
২। শূককীটের রূপান্তরের সাহায্য করে, এমন একটি হরমোনের নাম কি?
➥ একডাইজোন।
৩। আলোকের তীব্রতার মাধ্যমে নিয়ন্ত্রিত উদ্ভিদের ব্যাপ্তি চলনকে কি বলে?
➥ ফটোন্যাস্টি।
৪। ভলভক্সের গমন অঙ্গের নাম কি?
➥ সিলিয়া।
৫। হিমোসায়ানিন কি ঘটিত প্রোটিন?
➥ তাম্র ঘটিত।
৬। মহাকর্ষীয় তরঙ্গের প্রবক্তা কে?
➥ অ্যালবার্ট আইনস্টাইন।
৭। 'সোরা'র রাসায়নিক নাম কি?
➥ পটাশিয়াম নাইট্রেট।
৮। 'ফায়ারি আইস' কাকে বলে?
➥ মিথেন হাইড্রেট।
৯। ১৯০৯ খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী সর্বপ্রথম 'জিন' শব্দটির প্রচলন করেন?
➥ বিজ্ঞানী জোহানসেন।
১০। তেজি জল কোন খনিজ অ্যাসিড?
➥ নাইট্রিক অ্যাসিড।
১১। আমির খসরু কোন সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?
➥ গিয়াস উদ্দিন তুঘলক।
১২। 'গদর পার্টি' প্রথম কোথায় আত্মপ্রকাশ করে?
➥ সানফ্রান্সিসকো।
১৩। 'ভিয়েতনাম যুদ্ধ' কত সালে শেষ হয়?
➥ ১৯৭৫।
১৪। গিয়াস উদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি?
➥ গাজী মালিক।
১৫। মহম্মদ বিন তুঘলক কোথায় মারা যান?
➥ সিন্দুর তট্টা নামে স্থানে।
১৬। আলতুনিয়া কে ছিলেন?
➥ সুলতান রাজিয়ার স্বামী।
১৭। 'মাণ্ডি' কি?
➥ দিল্লিতে প্রধান শষ্যের বাজার।
১৮। সঙ্গম বংশের প্রথম শাসকের নাম কি?
➥ হরিহর ও বুক্ক।
১৯। কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছাড়েন?
➥ কনৌজের যুদ্ধ।
২০। শের শাহ সূরির আমলে দূরত্ব পরিমাপ করা হতো কোন এককে?
➥ ক্রোশ।
২১। লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?
➥ আনা সাগর হ্রদ।
২২। 'মেটস্যাট' কি?
➥ ভারতের সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ।
২৩। 'ডানকান প্যাসেজ' কোথায় অবস্থিত?
➥ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে।
২৪। 'আলেপ্পী বন্দর' ভারতের কোন রাজ্যে আছে?
➥ কেরালা।
২৫। মুম্বাই বন্দর কোন উপকূলে অবস্থিত?
➥ কঙ্কন।
২৬। 'রান' বলতে কী বোঝায়?
➥ লবণাক্ত জলাভূমি।
২৭। মেঘালয় মালভূমি কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ?
➥ দাক্ষিণাত্য মালভূমি।
২৮। ভারতে গ্রস্ত উপত্যকা কোনটি?
➥ নর্মদা নদী উপত্যকা।
২৯। নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে?
➥ মিয়েন্ডার।
৩০। বছরের কোন দিনটি 'জলবিষুব' নামে পরিচিত?
➥ ২৩ সেপ্টেম্বর।
আরো পড়ুন...
➜ GK Questions in Bengali Part 53
➜ GK Questions in Bengali Part 52
➜ GK Questions in Bengali Part 51
➜ GK Questions in Bengali Part 50
Please do not enter any spam link in the comment box.