Ads Area

Daily Current Affairs in Bengali 2023 - 3rd September

Daily Current Affairs in Bengali 2023 - 3rd September

Daily Current Affairs in Bengali 2023 - 3rd September
Daily Current Affairs in Bengali 2023 - 3rd September

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali 2023 - 3rd September পেজে আপনি পাবেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



Daily Current Affairs in Bengali 2023 - 3rd September


1. ভারতের কোন চিকিৎসক 2023 Ramon Magsaysay Award পেলেন?


উত্তরঃ রবি কান্নন



2. Bharti AXA Life Insurance Company এর নতুন Chief Financial Officer পদে কাকে নিযুক্ত করা হল?


উত্তরঃ রিখিল শাহ



3. সম্প্রতি কোন রাজ্যের মহিলাদের জন্য গৃহ লক্ষী প্রকল্প চালু হয়েছে?


উত্তরঃ কর্ণাটক



4. গ্লোবাল ইন্ডিয়া AI 2023 সম্মেলনের প্রথম সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হবে?


উত্তরঃ ভারত



5. 'Shell India' এর নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?


উত্তরঃ মানসী মদন ত্রিপাঠী



6. যৌথ সামরিক মহড়া Bright Star-23 কোন দেশে অনুষ্ঠিত হবে?


উত্তরঃ মিশর



7. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর কাকে স্বরাস্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন?


উত্তরঃ পি চিদাম্বরম



8. হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বেসামরিক বিমান চলাচল সেক্টরে ব্যবসার সুযোগ অন্বেষণ করতে কার সাথে চুক্তি করেছে?


উত্তরঃ Hevas Aerotech India



9. কোন দেশের মহিলা হকি টিম প্রথম Women's Hockey 5S Asia Cup ফাইনাল জয়লাভ করল?


উত্তরঃ ভারত



10. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 4×400 মিটার রিলে টিম ইভেন্টে কোন দেশ একটি নতুন এশীয় রেকর্ড তৈরি করেছে?


উত্তরঃ চীন




Daily Current Affairs in Bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Read More...

Daily Current Affairs in Bengali 2023 - September

WBPSC Food SI GK Mock Test in Bengali

মৌলিক অধিকার - Fundamental Rights | ভারতের সংবিধান


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad