Ads Area

কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট | প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | সেট - ১

কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট | প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | সেট - ১

কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট
কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট

নমস্কার বন্ধুরা,

আপনাদের জন্য এই পাঠে কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট এর প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ২০টি গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন-উত্তর এর সেট - ১ থাকছে আপনাদের জন্য। নিচের দেওয়া প্রশ্নোত্তর গুলি একবার দেখে নিন আপনাদের আগামী সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট পরীক্ষার জন্য।




প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | সেট - ১

 


1. নীচের কে অদ্ভুত সাগর গ্রন্থটির লেখা সম্পন্ন করেন?





উত্তরঃ C) লক্ষণ সেন

 

2. SI পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে?





উত্তরঃ B) 7টি

 

3. 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়?





উত্তরঃ C) 111 কিমি

 

4. ভারতের কৃষি শুমারি কত বছর অন্তর হয়?





উত্তরঃ B) 5

 

5. গোলকোণ্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ B) তেলেঙ্গানা

 

6. গুগল'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?





উত্তরঃ D) ক্যালিফোর্নিয়া

 

7. ভারতের কত টাকার নোটে লালকেল্লার ছবি রয়েছে?





উত্তরঃ C) 500 টাকা

 

8. কোন রোগটি Dumdum Fever নামে পরিচিত?





উত্তরঃ C) কালাজ্বর

 

9. সাধারণত কমপ্যাক্ট ডিস্কের বেধ (Thickness) কত?





উত্তরঃ B) 1.2 mm

 

10. কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসেবে পরিচিত?





উত্তরঃ C) বিহার

 

11. বোম্বে স্টক এক্সচেঞ্জ'এর প্রতিষ্ঠাতা কে?





উত্তরঃ D) প্রেমচাঁদ রারচাঁদ

 

12. 'A song of India' বইটির লেখক কে?





উত্তরঃ B) রাসকিন বন্ড

 

13. নেল পালিশ রিমুভারে কি থাকে?





উত্তরঃ D) অ্যাসোটোন

 

14. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে?





উত্তরঃ C) গুজরাট

 

15. নিউট্রন শোষণকারী পদার্থ হিসেবে পরমাণু চুল্লিগুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না?





উত্তরঃ B) আয়রন

 

16. নিচের হাড়গুলির মধ্যে কোনটি মানুষের কর্ণের অংশ নয়?





উত্তরঃ A) ফিমার

 

17. পরিকুদ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ B) ওড়িশা

 

18. স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?





উত্তরঃ C) সইফুদ্দিন কিচলু

 

19. নিচের মালভূমির মধ্যে কোনটি এশিয়া মাইনর নামে পরিচিত?





উত্তরঃ D) আনাতোলিয়া মালভূমি

 

20. কত সালের অলিম্পিক খেলায় ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হবে?





উত্তরঃ C) 2032




More Important GK Link
টোকিও প্যারা অলিম্পিক - ২০২০ Click Here




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad