কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট | প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | সেট - ১
![]() |
কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট |
নমস্কার বন্ধুরা,
আপনাদের জন্য এই পাঠে কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট এর প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ২০টি গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন-উত্তর এর সেট - ১ থাকছে আপনাদের জন্য। নিচের দেওয়া প্রশ্নোত্তর গুলি একবার দেখে নিন আপনাদের আগামী সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট পরীক্ষার জন্য।
প্রিলিমিনারী পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | সেট - ১
1. নীচের কে অদ্ভুত সাগর গ্রন্থটির লেখা সম্পন্ন করেন?
2. SI পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে?
3. 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়?
4. ভারতের কৃষি শুমারি কত বছর অন্তর হয়?
5. গোলকোণ্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত?
6. গুগল'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
7. ভারতের কত টাকার নোটে লালকেল্লার ছবি রয়েছে?
8. কোন রোগটি Dumdum Fever নামে পরিচিত?
9. সাধারণত কমপ্যাক্ট ডিস্কের বেধ (Thickness) কত?
10. কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসেবে পরিচিত?
11. বোম্বে স্টক এক্সচেঞ্জ'এর প্রতিষ্ঠাতা কে?
12. 'A song of India' বইটির লেখক কে?
13. নেল পালিশ রিমুভারে কি থাকে?
14. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে?
15. নিউট্রন শোষণকারী পদার্থ হিসেবে পরমাণু চুল্লিগুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না?
16. নিচের হাড়গুলির মধ্যে কোনটি মানুষের কর্ণের অংশ নয়?
17. পরিকুদ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
18. স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
19. নিচের মালভূমির মধ্যে কোনটি এশিয়া মাইনর নামে পরিচিত?
20. কত সালের অলিম্পিক খেলায় ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হবে?
More Important GK | Link |
---|---|
টোকিও প্যারা অলিম্পিক - ২০২০ | Click Here |
READ MORE
▶ কয়েকটি বাদ্যযন্ত্রের তারের সংখ্যা তালিকা
▶ ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং আঞ্চলিক নৃত্য
▶ ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জেলার সংখ্যা ও রাজধানী তালিকা
Please do not enter any spam link in the comment box.