Ads Area

17th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

17th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

17th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024
17th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

বাংলা জিকে ডায়েরি 📘

17th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



17th March 2024 - Daily Current Affairs in Bengali


1. কোন দল 2023-24 রঞ্জিত ট্রফি জয়লাভ করল?

উত্তরঃ মুম্বাই


2. উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হবে কোথায়?

উত্তরঃ জম্মু-কাশ্মীর


3. কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসা "Conspiracy to Oust Me from the Presidency" শিরোনামে বই লিখলেন?

উত্তরঃ শ্রীলঙ্কা


4. French Open ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জয় লাভ করলো?

উত্তরঃ An Se-young


5. French Open ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জয় লাভ করলো?

উত্তরঃ Shi Yuqi


6. French Open ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডবল স্টাইটেল জিতলেন কোন দেশের সাত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি?

উত্তরঃ ভারত


7. কোন রাজ্যে Mahtari Vandan Yojana লঞ্চ করলেন নরেন্দ্র মোদী?

উত্তরঃ ছত্রিশগড়


8. নর্দান কোলফিল্ডস লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তরঃ বি সাই রাম


9. কোন রাজ্যের মাজুলি মাক্স GI Tag পেল?

উত্তরঃ অসম


10. ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ISMA) এর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ দীপক বল্লানি


(ads2)

Daily Current Affairs in Bengali 2024


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Read More...

16th March 2024 - Daily Current Affairs in Bengali

15th March 2024 - Daily Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad