Ads Area

18th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

18th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

18th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024
18th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

বাংলা জিকে ডায়েরি 📘

18th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 11টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



18th March 2024 - Daily Current Affairs in Bengali


1. Global Human Development Index 2024 এ ভারতের স্থান কত?

উত্তরঃ 134


2. 2024 সালের অস্কার পুরস্কারের সেরা ছবির পুরস্কার পেল কোন ছবি?

উত্তরঃ Oppenheimer


3. ভারতের কোন রাজ্যে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছিল?

উত্তরঃ অরুণাচল প্রদেশ


4. 2024 সালের অস্কার পুরস্কার এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কে?

উত্তরঃ Emma Stone


5. গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালক পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি?

উত্তরঃ Oppenheimer


6. 2024 সালের Oscar award কততম?

উত্তরঃ 96th


7. কোন রাজ্য আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যা নগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল?

উত্তরঃ মহারাষ্ট্র


8. কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিমহা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তরঃ রতন টাটা


9. কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং কোথায় "National Speed Breeding Crop Facility" উদ্বোধন করেছিলেন?

উত্তরঃ মোহালি


10. কোন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা ও মোটা শস্যের বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তরঃ রাজস্থান


11. জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে?

উত্তরঃ 16 মার্চ


(ads2)

Daily Current Affairs in Bengali 2024


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Read More...

17th March 2024 - Daily Current Affairs in Bengali

Online GK Mock Test in Bengali Part - 137

PSC Miscellaneous Exam GK in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad