Ads Area

19th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

19th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

19th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024
19th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

বাংলা জিকে ডায়েরি 📘

19th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 11টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।


19th March 2024 - Daily Current Affairs in Bengali


1. 2024 মহিলা প্রিমিয়ার লীগ কোন মহিলা দল জয়লাভ করলো?

উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর


2. কোন মহিলা ক্রিকেটার Women Premier League 2024 এ Orange cup পেলো?

উত্তরঃ Ellyse Perry


3. কোন মহিলা ক্রিকেটার Women Premier League 2024 এ Purple cup পেলো?

উত্তরঃ Shreyanka Patil


4. 2024 Women Premier League বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হল?

উত্তরঃ 6 কোটি


5. Women Premier League 2024 এ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ কে হল?

উত্তরঃ Sophie Molineux


6. সম্প্রতি প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ নবনীত কুমার সেহগাল


7. কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা কোন রাজ্যে 'সেন্টার ফর প্রিজারভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজ'- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন?

উত্তরঃ ঝাড়খন্ড


8. কোন সরকার জম্মু ও কাশ্মীরে প্রথম ধরনের পর্যটক সুবিধা স্থাপন করবে?

উত্তরঃ মহারাষ্ট্র


9. 2024 সালের মার্চ মাসে ভারতের নির্বাচন কমিশন কাকে 'National Disability Icon' হিসেবে ঘোষণা করেছে?

উত্তরঃ শ্রীমতী শীতল দেবী


10. তামিলিসাই সৌন্দররাজন তার পদ থেকে পদত্যাগ করেছেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন?

উত্তরঃ তেলেঙ্গানা


11. ভারতে ফিনটেক ইকো সিস্টেমকে শক্তিশালী করার জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তরঃ ADB


(ads2)

Daily Current Affairs in Bengali 2024


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Read More...

Indian History GK Questions in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট

GK questions with answers in bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad