Ads Area

GK Questions Bengali 2022 - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

GK Questions Bengali 2022 - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

GK Questions in Bengali - Part 23
GK Questions in Bengali - Part 23

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions Bengali 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।


GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - Part 23 তে থাকছে 34টি GK Questions in Bengali.


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language.

Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK, History GK, Geography GK, Science GK, Polity GK and Latest Notification.



আরো পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)




GK Questions in Bengali - Part 23



১। গিনিপিগ কোন বর্গের প্রাণী?

➥ রোডেনশিয়া।


২। শেয়ালের লালায় কি ভাইরাস থাকতে পারে?

➥ রেবিস।


৩। কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা যায়?

➥ রেক্টিফায়ার।


৪। বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের পথ কেমন?

➥ বৃত্তাকার।


৫। যকৃত থেকে বের হয়ে পিত্ত কোথায় জমা হয়?

➥ পিত্তথলিতে।


৬। হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?

➥ স্যালিক্স কাঠ।


৭। কোন বিজ্ঞানী প্রথম 'ভিটামিন' শব্দটি প্রয়োগ করেন?

➥ ক্যাসিমির ফাঙ্ক।


৮। কোন হরমোন সুপ্ত বীজকে জাগিয়ে তোলে?

➥ জিব্বারেলিন।


৯। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে?

➥ অঙ্কোজিন।


১০। কোন জীবাণু থেকে 'হাম' রোগ হয়?

➥ রুবেওলা।


১১। 'ফরাসি' শব্দের অর্থ কি?

➥ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।


১২। বাংলাদেশে প্রথম নীলচাষ হয় কবে?

➥ ১৭৭৯ খ্রিস্টাব্দে।


১৩। রাজমহল কার রাজধানী ছিল?

➥ মহারাজ মান সিংহের।


১৪। শিখ ধর্মে প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে কোন ধর্মে দীক্ষিত করা হত?

➥ খালসা।


১৫। কে মেদিনীপুর জেলাকে ওড়িশা থেকে সরিয়ে বাংলার অন্তর্ভুক্ত করেন?

➥ মুর্শিদকুলি খাঁ।


১৬। সিরাজ-উদ-দৌলা জাতিতে কি ছিলেন?

➥ তুর্কি।


১৭। রানি ভবানী কোথাকার রানি ছিলেন?

➥ নাটোরের (রাজা রামকান্ত পালিতের স্ত্রী)।


১৮। দাসদের দেখাশোনার জন্য কোন সুলতান আলাদা এক দপ্তর তৈরি করেন?

➥ ফিরোজ শাহ তুঘলক।


১৯। আফ্রিকার কোন পর্যটক দিল্লির সুলতানের অধীনে 'প্রধান কাজি' পদের মর্যাদা পান?

➥ ইবন বতুতা।


২০। কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়?

➥ শিব।


২১। হিমালয় পর্বত কোন মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?

➥ টেথিস।


২২। পৃথিবীতে অপ্রধান পাতের সংখ্যা ক'টি?

➥ প্রায় ২০টি।


২৩। দু'টি পাত পরস্পরের দিকে সরে আসলে, তাকে কি বলে?

➥ অভিসারী পাত সীমানা।


২৪। পর্বত সৃষ্টিকারী আন্দোলনকে কি বলে?

➥ গিরিজনি আন্দোলন।


২৫। 'বুন্দেলখণ্ড' ও 'বাঘেলখণ্ড' কোন ধরনের মালভূমি?

➥ ব্যবচ্ছিন্ন মালভূমি।


২৬। বিহারে কোন বহুমুখী নদী প্রকল্পে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে?

➥ কোশী নদীর ওপর 'কোশী প্রকল্প'এ।


২৭। বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কি বলে?

➥ ক্যাটারেক্ট।


২৮। কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম কি?

➥ শিবসমুদ্রম।


২৯। সমুদ্র উপকূলে কোন ধরনের যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়?

➥ লবণ কেলাসন প্রক্রিয়ায় সৃষ্ট আবহবিকার।


৩০। পশ্চিম মেদিনীপুরের একটি জলপ্রপাতের নাম কি?

➥ ঝাকরা।


৩১। শ্রেণীবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম কি?

➥ দাস সমাজ।


৩২। 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' (WHO) কবে প্রতিষ্ঠিত হয়?

➥ ১৯৪৮ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল।


৩৩। 'রাষ্ট্রসঙ্ঘ'এর প্রথম মহাসচিব কে?

➥ নরওয়ের বিদেশমন্ত্রী ট্রিগভি লি (তার কার্যকাল ছিল ১৯৪৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত)।


৩৪। আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে কি বলে?

➥ সংবিধি।




আরও পড়ুন...

ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা

Important GK in Bengali WB Police Exam

GK Online Mock Test in Bengali

বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা

ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা


Post a Comment

1 Comments
  1. BengaliEducation.Com
    100% Success any Competitive Exam (WBP, NTPC, GROUP D, INDIAN RAIL, SSC, TET, MTS etc exam in West Bengal). Must Visit https://www.bengalieducation.com/

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad