Ads Area

23rd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

23rd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

23rd April 2023 - Daily Current Affairs in Bengali
23rd April 2023 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

23rd April 2023 - Daily Current Affairs in Bengali তে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



23rd April 2023 - Daily Current Affairs in Bengali


1. প্রথম মহিলা বিমানবাহিনী অফিসার হিসাবে বীরত্বের পুরস্কার (Gallantry Award) পেলেন কে?


A) দীপিকা মিশ্র

B) মাধুরী কানিতকার

C) শৈলজা ধামী

D) পুনিতা অরোরা


উত্তরঃ A) দীপিকা মিশ্র


2. কোন রাজ্য সরকার ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে 'One Panchayat One Playground' প্রজেক্ট লঞ্চ করলো?


A) হরিয়ানা

B) মধ্যপ্রদেশ

C) কেরালা

D) মহারাষ্ট্র


উত্তরঃ C) কেরালা


3. সমস্ত সরকারি দপ্তরে ১০০% বৈদ্যুতিক যানবাহন থাকা প্রথম রাজ্য হতে চলেছে কোন রাজ্য?


A) কেরালা

B) মহারাষ্ট্র

C) হরিয়ানা

D) উত্তর প্রদেশ


উত্তরঃ D) উত্তর প্রদেশ


4. HDFC Bank এর ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার হিসেবে নিযুক্ত হলেন কে?


A) সূর্য কুমার যাদব

B) বিরাট কোহলি

C) রোহিত শর্মা

D) শুভমন গিল


উত্তরঃ B) বিরাট কোহলি


5. Bharat Dynamic Ltd এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?


A) এ মাধব রাও

B) স্বপ্না রাও

C) সুমিত আরোরা

D) তপন শর্মা


উত্তরঃ A) এ মাধব রাও


6. BEML Limited এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?


A) তরুণ মেহতা

B) মনোজ শর্মা

C) শান্তনু রায়

D) গগন বর্মা


উত্তরঃ C) শান্তনু রায়


7. Star Sports এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?


A) রোহিত শর্মা

B) ঋষভ পন্থ

C) হার্দিক পান্ডিয়া

D) কে এল রাহুল 


উত্তরঃ B) ঋষভ পন্থ


8. এলন মাস্কের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মের নাম কি?


A) TruthGPT

B) FactGPT

C) VerityGPT

D) TrustGPT


উত্তরঃ A) TruthGPT


9. অস্ট্রেলিয়ার কোন শহরটি সিডনিকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরে পরিণত হয়েছে?


A) মেলবোর্ন

B) পারথ

C) সিডনি

D) ব্রিসবেন


উত্তরঃ A) মেলবোর্ন


10. কোন কেন্দ্রীয় মন্ত্রী মুম্বাইতে ইন্ডিয়া স্টীল 2023 উদ্বোধন করলেন?


A) অনুরাগ ঠাকুর

B) রাজনাথ সিং

C) স্মৃতি ইরানি

D) জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া


উত্তরঃ D) জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া


11. বসুন্ধরা দিবস কবে পালিত হয়?


A) 20 এপ্রিল

B) 21 এপ্রিল

C) 22 এপ্রিল

D) 23 এপ্রিল


উত্তরঃ C) 22 এপ্রিল



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad