Ads Area

Daily Current Affairs in Bengali 2023 - 5th September

Daily Current Affairs in Bengali 2023 - 5th September

Daily Current Affairs in Bengali 2023 - 5th September
Daily Current Affairs in Bengali 2023 - 5th September

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali 2023 - 5th September পেজে আপনি পাবেন 11টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



Daily Current Affairs in Bengali 2023 - 5th September


1. ভারত প্রথম কোথায় AI-powered anti-drone system চালু করল?


উত্তরঃ হায়দ্রাবাদ



2. ফর্মুলা ওয়ান 2023 Italian Grand Prix কে জয়লাভ করলো?


উত্তরঃ ম্যাক্স ভার্স্টাপেন



3. Investor Global Summit কোন শহরে আয়োজিত হবে?


উত্তরঃ দেরাদুন



4. 43rd Association of Southeast Asian Nations (ASEAN) সামিট কোথায় অনুষ্ঠিত হবে?


উত্তরঃ জাকার্তা



5. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করলেন?


উত্তরঃ দিল্লি



6. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন Managing Director এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?


উত্তরঃ দীপক গুপ্ত



7. ইসরো কাদের জন্য নভমিত্র নামে একটি ডিভাইস তৈরি করল?


উত্তরঃ মৎসজীবী



8. বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে ভারত ও কোন দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো?


উত্তরঃ নিউজিল্যান্ড



9. জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়?


উত্তরঃ 5 সেপ্টেম্বর



10. কোন টিম মেজর ধ্যানচাঁদ হকি টুর্নামেন্ট 2023 জয়লাভ করলো?


উত্তরঃ শ্রীনগর



11. কোন দেশ FIH Men's Hockey 5s Asia Cup 2023 জয়লাভ করলো?


উত্তরঃ ভারত




Daily Current Affairs in Bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Read More...

Daily Current Affairs in Bengali 2023 - 1st September

Daily Current Affairs in Bengali 2023 - 2nd September

Daily Current Affairs in Bengali 2023 - 3rd September

Daily Current Affairs in Bengali 2023 - 4th September


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad